সাইটে ইয়োস্ট প্লাগিন এর সাহায্যে ব্রেডক্রাম্ব সেটিংস করুন

সেই ২০১২ সালের শেষের দিক থেকে টিউন করা একবারে বন্ধ করে দিছিলাম। অনেক দিন পর আবার ফিরে আসলাম এই কমিউনিটিতে। আজকে আমি আপনাদের সাথে ওয়ার্ডপ্রেশ এস ই ও প্লাগিন ইয়োস্ট এর একটা টেকনিক শেয়ার করবো। আমরা অনেকেই আছি যারা প্লাগিন সেটআপ করেই চুপ করে থাকি আর পোস্ট লেখার সময় শুধু টাইটেল, ডেসক্রিপশন , মেটা ট্যাট , টার্গেটেড কিওয়ার্ড দিয়ে থাকি। কিন্তু এর বাইরে আরো কিছু কাজ আছে তাদের মধ্যে সাইটে ব্রেডক্রাম্ব এড করা একটা বিষয়। বেডক্রাম্ব কিন্তু এস ই ও তে অনেক বড় ইফেক্ট ফেলে। নিচের ছবি টা দেখলে হয়তো বুঝতে পারবেন। মাল্টিকিওয়ার্ড দিয়ে কাজ করা পোস্ট ঐটা। বিভিন্ন ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ দিলেও গুগলে প্রথম পেজে থাকে ‌ ঐ বেডক্রাম্ব ইউ আর এল টা।

[আমার বানান ভুল থাকতে পারে এর জন্য দুঃখিত, অনেক দিন ধরে বাংলা লেখার অভ্যাস নাই। 😥  ]

এখন ধাপে ধাপে দেখুন কিভাবে ব্রেডক্রাম্ব এড করবেন।

সবার আগে আপনি আপনার সাইটে ইয়োস্ট সেটআপ দিয়ে নিন। তারপর SEO > internal links  এ যান।

এবার নিচের ছবির মতো দেখতে পারবেন। তীর চিহ্ন নির্দেশিত জায়গা দুটোতে টিক দিন এবং নিচের নির্দেশিত কোডটুকু কপি করে নিন।

তারপর আপনার থিম এডিটর থেকে header.php ফাইলটা ওপেন করুন এডিট করার জন্য । তারপর হেডার এর শেষে কোডটি পেস্ট করে দিন। পেস্ট করার পর আপনি ব্রেডক্রাম্ব ডিজাইন এর জন্য ক্লাস যোগ করে নিন। নিচের ছবিটি লক্ষ করুন।

তারপর আপনার থিম এর স্টাইলসিট ওপেন করুন সেটি এডিট করার জন্য। আমি breadc ক্লাস এড করেছি বিধায় আমি এই ক্লাস দিয়ে ডিফল্ট একটা স্টাইল আপনার জন্য করে দিলাম। আপনি চাইলে এটা ব্যাবহার করতে পারেন। স্টাইলসিটের যেকোন স্থানে আপনি এই স্টাইল পেস্ট করতে পারেন। তবে আমি সবার শেষে পেস্ট করাই পছন্দ করি। নিচের ছবিটি দেখুন।

.breadc{
font-size:13px;
width: 959px;
margin: 0 auto;
background: #FFFFFF;
border: 3px solid #F9F9F9;
}

‍আপনার কাজ শেষ এখন। এখন দেখুন আপনার সাইটে কেমন ব্রেডক্রাম্ব সেট হলো। আমি আমার সাইটের স্ক্রিনসট  দিলাম।

আপনার যদি কোন সমস্যা হয় তবে কমেন্ট করতে ভুলবেন না। অথবা আমাকে ফেসবুকে মেসেজ দিন।

[এস ই ও এর বিষয় টা নিতান্তই আমার চিন্তা থেকে লেখা। ভুল হলে শুধরাই দেবেন আশা করি। ]

Level 0

আমি jemeeroy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল হয়েছে ধন্যবাদ ।

    Level 0

    @rana786: জি ভাই । আপনাকে স্বাগতম ।

ছবি কই?