আসুন এবার যেকোন পিকচার এর ব্যাকগ্রাউন্ড ঘোলাটে করি সবচেয়ে সহজ পদ্বতিতে ।

আসসালামুয়ালাইকুম,

কেমন আছেন টেকটিউনের বন্ধুরা।

এটাই আমার প্রথম টিউন তাই ভুল হলে মাফ করবেন ।

আজ আপনারদের কাছে আমি একটি প্রয়োজনীয়  একটি টিউন নিয়ে হাজির হলাম। যা হল   যে কোন পিকচারের ব্যাকগ্রাউন্ড ঘোলাটে করব খুব সহজ পদ্বতিতে আশা করছি এই টিউনটি আপনাদের অনেকেরই কাজে লাগবে।

আমরা অনেক যায়গায় দেখি যে পিকচারের ব্যাকগ্রাউন্ড ঘোলা কিন্তু হাইলাইট করা যাইগা টুকু খুবই চকচকে যা দেখে আপনার ও মনে হয় যদি এরকম পিকচার তুলতে পারতাম, কিন্তু এই পিকচার সাধারন্ত দামি ক্যামেরা বা দামি মোবাইল এ ছারা তোলা যায় না, যা আমাদের অনেকেরি নাই তাই আমরা একটি ছোট সফটওয়ার দ্বারা আমরা করব আসুন কাজের কথাই আসা যাক প্রথমে এই সফটওয়ার টি ডাউনলোড  করে নিন DOWNLOAD

তারপর এটি আপনার পিসি তে ইন্সটল দিন এবং ওপেন করে Editor অপশনে ক্লিক করুন এবং আপনার ছবিটি ড্রাগ করে টেনে দিন  তারপর  স্ক্রীন শট দেখুন ।  এবং কাজ শেষে সেভ করুন ব্যাস কাজ শেষ এবার দেখুন ।

পরের ধাপঃ

দেখুন ঃ

এই স্ক্রীণ শট টি ভাল ভাবে দেখুন ।

আর এই সফটওয়ার  টি দ্বারা আপনি পিকচারএ সব ধরনের এডিট কাজ করতে পারবেন  এখানে আমি শুধু Blur  Efect টি দেখিয়েছি  ।

টিউন টি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ , দোয়া করবেন যেন আমার এস,এস,সি রেজাল্ট ভাল হয় , আল্লাহ হাফেজ।

আগামি টিউনে দেখা হবে ।

Level 0

আমি মাহফুজুর রহমান জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

techtunes


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Jaa kau commend kore ne

Go Ahead 😉

Level 0

Joy, how is your ssc result?