আসুন জেনে নিই উইন্ডোজ সেভেন এর বিভিন্ন ভার্সন -এর উপকারিতা

আপনাদের সবাইকে স্বাগতম উইন্ডোজ ৭ টিউটোরিয়াল-এ। আমরা কম বেশি উইন্ডোজ ৭ ব্যবহার করি। কিন্তু এই উইন্ডোজ ৭ এর মধ্যে রয়েছে বিভিন্ন ভার্সন যা কিনা ভিন্ন সুবিধা দিয়ে থাকে। আজ আমি সেগুলো নিয়ে আলোচনা করব।

Windows 7 Startter Edition

এই Windows 7 Startter Edition মূলত ছোট কম্পিউটার এর জন্য তৈরি করা হয়েছে এবং এটি ৩২ বিট প্রোসেসর এর জন্য। এই Windows 7 Startter Edition সুবিধাগুলো হল :

১। এইখানে Windows Taskbar এবং Jump Lists এর উন্নতি করা হয়েছে

২। এইখানে Windows seacrch এর সুবিধা দেয়া হয়েছে

৩। Windows 7 Startter Edition এর সাহায্যে আপনি HomeGroup-এ অংশগ্রহন করতে পারবেন

৪। এইখানে Action Center, Device StageTM, এবং Windows Fax এবং Scan এর সুবিধা দেয়া হয়েছে

৫। এইখানে একসাথে আপনি অনেকগুলো প্রোগ্রাম চালনা করতে পারবেন

৬। এটি Secured, reliable, এবং supported operating system.

নোটঃ মাইক্রোসফট Windows N নামে আরও একটি ভার্সন ছেড়েছে Windows 7 Startter Edition এর উপর।

Windows 7 Home Basic edition

এই Windows 7 Home Basic edition এর মধ্যে Windows 7 Startter Edition এর সব সুবিধার পাশাপাশি আরো কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। তা হল

১। এই ভার্সন এর মধ্যে কোন ধরনের সীমাবদ্ধতা নেই প্রোগ্রাম চালনার জন্য

২। এইখানে আপনি সরাসরি Thumbnail previews দেখতে পারবেন এবং এর গ্রাফিক্যাল দৃশ্য-টাকে অনেক বেশি সমৃদ্ধ করা হয়েছে।

৩। এইখানে Advanced Networking support এর ব্যবস্থা আছে

নোটঃ এইখানে Windows 7 starter N edition এর মত Windows 7 Home Basic N রয়েছে কিন্তু Windows media player-কে বাদ দেয়া হয়েছে।

Windows 7 Home Premium Edition

এটি ব্যবহারকারিদের জন্য একটি উন্নতমানের অপারেটিং সিস্টেম। এই ভার্সন-এর মধ্যে উইন্ডোজ ৭ এর সব সুবিধার পাশাপাশি আরো কিছু নতুন সুবিধা দেয়া হয়েছে, আর তা হল

১। Windows Aero, advanced Windows navigation এবং Aero bacjground

২। Windows Touch(Multi-touch এবং handwriting support)

৩। Ability to create a Home group, যার মাধ্যমে আপনি খুব সহজে সকল কম্পিউটার এবং ডিভাইসের মধ্যে শেয়ার করার কাজ করতে পারবেন

৪। DVD playback এবং authoring

৫। Windows media center, shipping tool, Sticky Notes, Windows Journal, and Windows Sideshow TM

Windows 7 Professional edition

এই ভার্সন -টি মূলত ব্যবসাক্ষেত্র যেমন ছোট,মাঝারি এবং Networking, Backup, অনেকগুলো কম্পিউটারের নিরাপত্তা অথবা Servers কে কেন্দ্র করে তৈরি করা হয়েছ। এর মধ্যে উইন্ডোজ ৭ এর অন্যান্য সুবিধার পাশাপাশি নিচের সুবিধাগুলো দেয়া হয়েছে

১। Core business features, যেমন Domain-এ অংশগ্রহন এবং Group Policy

২। Data protection with advanced network backup and Encrypted File System(EFS)

৩। Ability to print to the correct printer at home or work with Location Aware Printing

৪। Remote Desktop host and Offline folders

৫। Windows Virtual PC and Windows XP Mode

নোটঃ এইখানে উইন্ডোজ ৭ Starter N এর মতে উইন্ডোজ ৭ প্রফেশোনাল N ভার্সন -এ windows media playerকে বাদ দেয়া হয়েছে

Windows 7 Enterprise edition

এই ভার্সন-টিতে মূলত ব্যবসায়িক ক্ষেত্রকে প্রাধান্য দেয়া হয়েছে। এই ভার্সন-এর মধ্যে আপনি যে সুবিধাগুলো পাবেন তা হল

১। BitLocker এবং Data protection for internal and external drives

২। Applocker , যার সাহায্যে আপনি অনুমতি নেই এমন ব্যবহারকারিদের নিয়ন্ত্রন করতে পারবেন কোন ধরনের প্রোগ্রাম ইন্সটল করার ক্ষেত্রে।

৩। DirectAccess, এর সাহায্যে আপনি কোন ধরনের অসুবিধা ছাড়া সহজে Corporate network-এ অংশগ্রহন করতে পারবেন

৪। তাছাড়া এইখানে কমবেশি সকল ধরনের ভাষার সংযোজন করা হয়েছে

৫। এইখানে Enterprise Search Scopes  রয়েছে

৬। এইখানে Virtual Desktop Infrastructure (VDI) রয়েছে

নোটঃ এই উইন্ডোজ ৭ এন্টারপ্রাইজ ভার্সনটি Microsoft Software Assurance -এর exclusive customer-দের জন্য

Windows 7 Ultimate edition

এই ভার্সন-টি ঐ সকল ব্যবহারকারিদেরকে উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে যারা উইন্ডোজ ৭ এর সকল সুবিধা ভোগ করতে আগ্রহী, এবং এটি Volume License agreement ছাড়া। এই ভার্সন- এর মধ্যে আপনি উইন্ডোজ ৭ এন্টারপ্রাইজের সকল ধরনের সুবিধা ভোগ করতে পারবেন এবং এই ভার্সন-টির জন্য VDI scenarios  এর License  দেয়া হয় নি।

আরো বিস্তারিত জানতে পারবেন আমার এই ইংরেজি How many  Windows 7 editions are available ? ব্লগে

এখন থেকে নিয়মিত WINDOWS 7 এর উপর লিখতে চেষ্টা করব। আপনাদের কারো যদি কোন জিজ্ঞাসা থাকে তাহলে তা Computer and Internet problem solution-এ লিখে দিন।

Level 0

আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বিস্তারিত ভাবে সব ভার্সন শেয়ার করার জন্য ধন্যবাদ।

    Level 0

    @ শাওন ভাইজান

    আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। আর আপনার ঐ কোডটি পাঠানো হয়েছে।

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য 🙂

    Level 0

    ভাই আমার IDM R ৫ দিন মেয়াদ দেখাচ্ছে এখন কি করব ।

বাংলাদেশে প্রতিটি ভার্সনের বর্তমান বাজার মূল্য উল্লেখ করে টিউনটি আপডেট করলে ভালো হতো।

অনেকদিন পর এমদাদ ভাইয়ের টিউন দেখে খুবেই ভালো লাগলো। তা ছাড়া আবার উইন্ডোজ়৭ এর টিউন।সামনে উইন্ডোজ়৭ এর উপর আরো টিউন আশা করি।
ধন্যবাদ এমদাদ ভাই।

    Level 0

    @ আউয়াল ভাইজান

    আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। আর এখন থেকে নিয়মিত আপনাদের জন্য উইন্ডোজ ৭ এর উপর টিউন লিখতে চেষ্টা করব।

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

ধন্যবাদ সুন্দর টিউনের জন্য । ইমদাদ ভাই, আমার ল্যাপটপ Toshiba L300 রেম ২ জিপি।window 7 কোন ভারসন install করলে ভাল হবে ।

    Level 0

    @ রমজান ভাইজান

    আপনাকে ধন্যবাদ আপনার মতানতের জন্য। আর আপনার যদি কোন বিশেষ প্রয়োজন না থাকে তাহলে আপনি Windows 7 Ultimate ব্যবহার করতে পারেন।

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

Level 0

ধন্যবাদ এমদাদ ভাই। সুন্দর টিউনের জন্য ,আরো টিউন আশা করি ।

    Level 0

    @ কমল ভাইজান

    আপনাকেও ধন্যবাদ আপনার মতামতের জন্য

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

ধন্যবাদ সুন্দর টিউনের জন্য। ভাই আমি Windows 7 Professional ব্যবহার করছি কিন্তু এর এক্টিভেশন কোড প্রয়োজন, আর মাত্র ১৫ দিন বাকি আছে। দয়া করে কেউ কি উপকার করবেন? আগে যারা কোড দিয়েছেন সবই চেষ্টা করেছি কিন্তু হয় নাই। ধন্যবাদ অগ্রীম।

    Level 0

    @ পলাশ ভাইজান

    আপনাকেও ধন্যবাদ

    আপনি windows 7 loader ব্যবহার করতে পারেন এই কাজের জন্য। আপনি টেকটিউনের হাসিব ভাইয়ের টিউনগুলো দেখতে পারেন।

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ

অনেক অনেক ধন্যবাদ উইন৭ সেভেন নিয়ে গুরুত্বপুর্ন তথ্যগুলি উপস্থাপন করার জন্য।

    Level 0

    @ আতাউর রহমান ভাইজান

    আপনাকেও ধন্যবাদ আপনার মতামতের জন্য

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum