MOST WANTED ফটোশপ key-gen(কিই গেন) + এম এস অফিসের আপডেটেড ভারশনের ফাইল ব্যাকডেটেড ভার্শনে কিভাবে ওপেন করবেন তার সহজ পদ্ধতি by LuckyFM

আসসালামুয়ালাইকুম,

আজকের দিনের তৃতীয় টিউনটি নিয়ে আবারো হাজির হলাম ( কারন গত কয়েক দিন যতবার টিউন করতে বসেছি ততবারই কারেন্ট বেড়াতে গেছে, তাই আজকে ঘুম না গিয়েই আপনাদের এই বারং বার অত্যাচার ) ।

বেশি কথা না বাড়িয়ে শুধু এইটুকুই বলব যারা গত কয়েকদিন ধরে (আমারত মনে হয় কয়েক মাস) ফটোশপের কিই গেন খুজছিলেন তাদের জন্যই বিশেষ ভাবে এই টীউন

দেরি না করেই ডাউনলোড করুন Photoshop CS-5 Key gen + all version এর ফাইল্টি

কেমন লাগল জানাতে ভুলবেননা

কিভাবে MS-office 2007/2010 এর ফাইল অফিস ৯৭-২০০৩ এ ওপেন করবেন by LuckyFM:

মাত্র ২টা স্টেপে আপনিই পারবেন এইটা।

১. এম এস অফিসের ( ২০০৭/২০১০ ) সর্ব বামের+উপরের বাটন থেকে Word Option এ যান

২. সেখান থেকে Save অপশনে Save files in this Format এর ঘরে *.doc থাকতে পারে, ওখান থেকে Word 97-2003 Document (*.doc) সিলেক্ট করুন। কেল্লা ফতেহ।

Level 0

আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লাকি ভাই আপনি Photoshop cs5 এর উপর একটা টিউন করলেন ডাউনলোড করলাম। একবার না দুইবার । দুবারই ইনস্টল করতে গেলাম বলে ফাইল মিসিং। আর হ্যা ms office মাত্র ১.৫ মেগাবাইট, আপনার টিউন পড়ে ডাউনলোড দিলাম এবং KGB দিয়ে extract করতে গেলাম সময় দেখায় 95231:52:30 লাগবে। এত সময় তো আমার কম্পিউটার চালু থাকবে না । চার ঘন্টায় ও আমার ১% রেশিও ও এক্সট্রাক্ট হলো না। সমাধান চাই।

    ধন্যবাদ দিব না। এত ধন্যবাদ দিয়া কি হইব?
    সমাধান তো ফটোসপের দিলেন এমএস ওয়ার্ড টা দিবেন কী?

    Level 0

    এম এস ওয়ার্ড ২০০৭
    আমি আমার পিসিতে এক্সট্রাক্ট করছি
    তারপর বলছি

কিভাবে MS-office 2007/2010 এর ফাইল অফিস ৯৭-২০০৩ এ ওপেন করবেন?———– গত কয়েকদিন আগে আমি একটা টিউনে এরকম একটা প্রশ্ন করেছিলাম। কিন্তু জবাব পাইনি। এখানে জবাব পেলেও সমাধান পেলাম বিপরীত । লাকি ভাই, আপনি যে সমাধানটা দিলেন তাহা হল ৯৭-২০০৩এর জন্য উপযুক্ত ফরমেট করে ২০০৭/২০১০এ তৈরি করা । এতে করে ২০০৭/২০১০এর অনেক অপশনই বাদ পরে যায়। আমি জানতে চাচ্ছি , (*.docx) ফরমেটের ফাইল ৯৭-২০০৩এ কিভাবে ওপনে করবো?

টিউন এর জন্য ধন্যবাদ।

Level 2

আমি CS-5 ডাউন লোড করতে পারছিনা। মাঝখানে থেমে যায়

Microsoft Office 2010 (Technical Preview)- এর লাইসেন্স কী কারো কাছে থাকলে, দিলে উপকৃত হবো।
([email protected])

    Level 0

    মেইল চেক করুন

Photoshop CS-5 Key gen গুলুও দরকার ছিল আর অফিসের কাজটাও জানা দরকার ছিল,অনেক উপকার করলেন লাকী ভাই।
সুন্দর ও কাজের টিউন,ধন্যবাদ ভাল একটি টিউন উপহার দেয়ার জন্য।

    Level 0

    আপনার কাজে লেগেছে ভেবে আরো ভাল লাগছে

Level 0

dhonnobad FM…

    Level 0

    ইট’স মাই প্লিজার ব্রাদার