খুব সহজে আপনার কম্পিউটারে পার্টিশন দিন। কোন সফটওয়্যার ছাড়া। (লিখিত টিউটোরিয়াল)

আমাদের কম্পিউটারের হার্ডডিস্কে নরমালী ৩-৪টি পার্টিশন দেওয়া থাকে। অনেক সময় আমাদের প্রয়োজনের তাগিদে আরও ১-২ টা এক্সট্রা পার্টিশন দিতে চাই। কিন্তু আমরা জানি না বলে, এই কাজকে অনেক কঠিন মনে করি।

আজকে আমরা দেখব কীভাবে খুব সহজে আপনি আপনার কম্পিউটারে পার্টিশন দিতে পারেন। তাও আবার কোন সফটওয়্যার ছাড়া। প্রথমে আপনার কম্পিউটারে থাকা My Computer  অপশনের উপর কারচার রেখে Right Click করে Manage অপশনে যান।

তখন নিচের ছবির মতো Window আসবে।

এখান থেকে Disk Management এ প্রবেশ করুন। আপনার কম্পিউটারের টোটাল পার্টিশন দেখাবে। নিচের ছবির মতো।

তারপর আপনার নিচের যে Drive থেকে স্পেস নিয়ে নতুন পার্টিশন Drive করতে চান-তার উপর রাইট ক্লিক করুন। সেখান থেকে SHIRNK VOLUME… এ ক্লিক করুন।

তারপর নিচের ছবির মতো Window আসবে।

সেখান থেকে আপনার ঐ DRIVE কত স্পেস খালি আছে তাও দেখাবে। (নিচের ছবি দেখুন)

এবার আপনি নতুন DRIVE এ; ঐ খালি স্পেস থেকে, কত GB স্পেস নিতে চান-তার ১০২৪ MB দিয়ে গুন দিয়ে লাল চিহ্নিত জায়গায় লিখুন।

যেমন, আপনি যদি ২০ MB স্পেস নতুন DRIVE এ দিতে চান-তাহলে ২০x১০২৪=২০৪৮০ উপরের ছবির মতো Enter The Amount of Space to Shirnk in MB  ঘরে লিখুন।

তারপর SHIRNK এ ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার নতুন DRIVE তৈরি হয়ে যাবে।

তারপর আপনার কম্পিউটার রিস্টার্ট দিন। তারপর আপনার নিজের পার্টিশন দেওয়া নতুন DRIVE আপনার মতো করে ব্যবহার করুন।

ধন্যবাদ সবাইকে।

সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ।

    Level 2

    @frzban: আপনাকেও ধন্যবাদ।

ধন্যবাদ স্কিন শর্ট সহ বিস্তারিতো ভাবে উপস্থাপন করার জন্য। তবে আপনার দেওয়া নিয়মে পার্টিশন করলে ড্রইভ থেকে ডাটা লুজ হবে।

    Level 2

    @মাহমুদ কলি।: ধন্যবাদ ভাই। একটু লুজ হতে পারে, তবে আমার কাছে এইটা খুব ইজি মনে হয়। ধন্যবাদ।

ধন্যবাদ অনেক কাজের জিনিস!!!
এরকম পোষ্ট আরো চাই

    Level 2

    @ekaki.prohor: পাবেন, ধন্যবাদ। টেকটিউনসের সাথে থাকুন।

অনেক অনেক ধন্যবাদ ভাই।

    Level 2

    @Liakat Biswas: ধন্যবাদ।

জানা ছিল কাজটি @ নতুনদের কাজে আসবে @ অনেক সুন্দর হয়েছে আপনার টিউনটি আরো ভালো টিউন চাই।

    Level 2

    @হোছাইন আহম্মদ: ভাই আপনাকেও অনেক ধন্যবাদ। আপনারা বললে উৎসাহ পায়।

    Level 2

    @হোছাইন আহম্মদ: ভাই অনেক ধন্যবাদ। আপনারা বললে উৎসাহ পায়।

ভালো লাগলো। ধন্যবাদ

    Level 2

    @রাহাতুল ইসলাম: ধন্যবাদ, অনেক দিন পর পাইলাম।

ধন্যবাদ আপনাকে

    Level 2

    @Kamrul: ধন্যবাদ।

ধন্যবাদ ভাই।এত সহজ ভাবে উপস্থাপন করার জন্য।

    Level 2

    @Shoikot Rahman: ধন্যবাদ। 😀

Level 0

khob valo post vai….good carry on.. partition extend korar niom tao daykhia dilay valo hoto…thank you once again sarder vai…presentation ta khob easy koray korar jonno..

    Level 2

    @ashikur09: Thanks, Try to give it in another Tune.

Level 2

ধন্যবাদ সবাইকে।

আমি এইডা জানি তার পরেও গুছাই লেখার জন্য ধন্যবাদ ! আর ভাই আমার একটা হেল্প দরকার ছিল আপনি যদি এই বেপারে হেল্প করতে পারেন তাইলে একটু আওয়াজ দিবেন আমার হার্ড ডিস্ক এর সব ড্রাইভ গুলা ফরমেট দেওয়ার পর ২ টার বেসি পারটিসন বানাইতে দেইনা !! আমি অনেক হার্ড ডিস্ক এ এমন দেখেছি ! উইন্ডোজ ৭ অ্যান্ড ৮ এগুলাতে ! যে ফরম্যাট ক্রেট ডিলেট অপ্সন গুলা আছে অগুলাতে আর কি

Level 0

ধন্যবাদ ! এরকম আরে পোস্ট চাই!

    Level 2

    @mjh: ধন্যবাদ।

Level 0

পূর্ণ অবস্থায় কোন কিছু না মুছে দুই পার্টিশনকে অর্থাত সি এর সাথে ডি কে এক করার কোন কারিশমা জানা থাকলে বলেন।

    Level 2

    @মোল্লা আনিসুজ জামান।: @Nurul Azim: ধন্যবাদ।

    Level 2

    @মোল্লা আনিসুজ জামান।: ধন্যবাদ।