বিসমিল্লাহির রাহমানির রহিম
বাংলা আমাদের মাতৃভাষা। আমরা বাংলাকে ভালোবাসি। আমরা চাই সব জায়গায় সর্বস্তরে বাংলা প্রচলন হউক। বর্তমানে প্রায় সব যায়গায় বাংলা ব্যবহার হচ্ছে। সফটওয়্যার, ওয়েবসাইট, বিশ্বকোষ, Google Dictionary, Google Translator, অপারেটিং সিস্টেম সব জায়গায় বাংলা পৌছে গেছে। তাই বাংলার প্রতি শ্রদ্ধা রেখে এ টিউনটি লিখলাম। আশাকরি টিউনটি পড়ে সবাই উপকৃত হবেন।
বাংলা লেখার জন্য অনেকে বিজয় ব্যবহার করেন। আমি বিজয় বায়ান্নো ব্যবহার করেছিলাম। কিন্তু ব্যবহার করে দেখলাম এটি দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ছাড়া অন্য কোথাও বাংলা লেখা যায় না। পারে বাংলা লেখার জন্য আরেকটি দারুন সফটওয়্যার পেলাম। এটিতে বিজয়ের চেয়ে বেশী সুবিধা থাকলেও এটি একদম ফ্রি। এর নাম অভ্র। এর ইন্টারফেসটিও খুব সুন্দর।
এটিতে বিভিন্ন পদ্ধতিতে বাংলা লেখা যায়। এগুলো হল ফোনেটিক, অভ্র ইজি, বর্ননা, জাতীয় এবং ইউনিবিজয়। “ফোনেটিক” হচ্ছে ইরেজী দিয়ে বাংলা লেখা পদ্ধতি। এপদ্ধতিতে ইংরেজীতে “amar” লিখলে বাংলায় “আমার” লেখা দেখা যাবে। যারা বাংলা টাইপিং এ নতুন তাদের জন্য এ পদ্ধতি। “অভ্র ইজি” হচ্ছে অভ্রর নিজস্ব লেআউট। “বর্ননা” দিয়েও সহযে বাংলা লেখা যায়। এর লেআউট এমন ভাবে সাজানো হয়েছে যাতে যে কেউ সহজে বিভিন্ন অক্ষর খুজে বের করতে পারে। যেমন J দিয়ে জ, ঝ ; R দিয়ে র, ৃ ইত্যাদি। “জাতীয়” হচ্ছে জাতীয় কী-বোর্ড লেআউট। “ইউনিবিজয়” মাধ্যমে প্রচলিত বিজয় কী-বোর্ডের লেআউট এ লেখা যাবে। তবে বিজয়ের সাথে এর ইউনিবিজয়ের লেআউটের একটু পার্থক্য আছে। এটি দিয়ে ইউনিকোড সাপোর্ট করে এমন সব প্রোগ্রামে বাংলা লেখা যাবে। এদের নিজস্ব কনভার্টারও আছে। যার মাধ্যমে আপনি বিজয়ে লেখা ফাইলকে ইউনিকোডে রূপান্তর করতে পারবেন। এটি দিয়ে যে কোন ওয়েব সাইটেও বাংলা লেখা যাবে। এর আরেকটি সুবিধা হল এর পোর্টেবল ভার্সন আছে। এতে একে যেকোন যায়গায় পেনড্রাইভের মাধ্যমে নিয়ে যেতে পারবেন।
আমরা সাধারনত ফাইল বা ফোল্ডারের নাম ইংরেজীতে লিখি। তবে এগুলো চাইলে বাংলাতেও লিখতে পারেন। এর জন্য প্রথমে অভ্র নামের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। অভ্রর ডাউনলোড লিঙ্ক উপরে দেয়া আছে। এর সাথে দেয়া সব ফন্ট গুলো উইন্ডোজের ফন্ট ফোল্ডারে রাখতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড করার পর নিচের ধাপ গুলো অনুসরন করুনঃ
এবার যেকোন ফাইল বা ফোল্ডারের নাম লেখার সময় অভ্র চালু করে বাংলা মোড চালু করে বাংলায় নাম লিখতে পারবেন।
বাংলাদেখার জন্য বা বড় দেখার জন্য অভ্র ইনস্টল করুন বা এখান থেকে IComplex ডাউনলোড করে ইনস্টল করে নিচের ধাপ গুলো আনুসরন করুনঃ
১. Siyamrupali ফন্টটি C:\WINDOWS\Fonts ফোল্ডারে রাখুন।
২. ফায়ার ফক্স চালু করুন।
৩. Tools মেনু থেকে Option ক্লিক করুন।
৪. Content ট্যাব ক্লিক করুন এবং Advanced বাটন ক্লিক করুন।
৫. Fonts forকে Bangla, Serifকে Siyam Rupaliএবং Sans-serifকে Siyam Rupali তে পরিবর্তন করুন।
৬. ক্লিক দুইবার ক্লিক করে বের হয়ে আসুন এবং ফায়ার ফক্স রিস্টার্ট করুন।
আপনি কী বোর্ডের Ctrl চেপে মাউসের হুইল সামনে ঘুরিয়েও লেখা বড় করতে পারেন।
জ্ঞানের ভান্ডার বাড়ানের জন্য বিশ্বকোষ একটি বড় লাইব্রেবির নাম। যে কোন কিছুর তথ্য পাওয়া যায় এতে।
লিঙ্কঃ এখানে ক্লিক করুন
বাংলা অফলাইন ও অনলাইন উভয় ধরনের আভিধান আছে। নিচে কয়েকটি দিলাম।
অনলাইন অভিধান:
অফলাইন অভিধান
সফটওয়্যারে বাংলা প্রচরন অনেক আগে থেকে। বিশেষ করে ওপেন সোর্স প্রোগ্রামে বাংলা ভাষা বেশী ব্যবহার হয়ে থাকে। কয়েকটি বাংলা ভাষা ব্যবহার করে এ রকম সফটওয়্যারের লিঙ্ক নিচে দিলাম।
NumberOfEntries=1
File1=http://69.39.233.135:8888/
আজকে এখানেই শেষ করলাম। আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম...
আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...
অনেক ধন্যবাদ সুন্দরভাবে উপস্তাপন করার জন্য।