যারা বাংলাকে ভালোবাসেন তাদের জন্য

বিসমিল্লাহির রাহমানির রহিম

বাংলা আমাদের মাতৃভাষা। আমরা বাংলাকে ভালোবাসি। আমরা চাই সব জায়গায় সর্বস্তরে বাংলা প্রচলন হউক। বর্তমানে প্রায় সব যায়গায় বাংলা ব্যবহার হচ্ছে। সফটওয়্যার, ওয়েবসাইট, বিশ্বকোষ, Google Dictionary, Google Translator, অপারেটিং সিস্টেম সব জায়গায় বাংলা পৌছে গেছে। তাই বাংলার প্রতি শ্রদ্ধা রেখে এ টিউনটি লিখলাম। আশাকরি টিউনটি পড়ে সবাই উপকৃত হবেন।

বাংলা লেখার উত্তম সফটওয়্যার

বাংলা লেখার জন্য অনেকে বিজয় ব্যবহার করেন। আমি বিজয় বায়ান্নো ব্যবহার করেছিলাম। কিন্তু ব্যবহার করে দেখলাম এটি দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ছাড়া অন্য কোথাও বাংলা লেখা যায় না। পারে বাংলা লেখার জন্য আরেকটি দারুন সফটওয়্যার পেলাম। এটিতে বিজয়ের চেয়ে বেশী সুবিধা থাকলেও এটি একদম ফ্রি। এর নাম অভ্র। এর ইন্টারফেসটিও খুব সুন্দর।

অভ্র লেআউট

এটিতে বিভিন্ন পদ্ধতিতে বাংলা লেখা যায়। এগুলো হল ফোনেটিক, অভ্র ইজি, বর্ননা, জাতীয় এবং ইউনিবিজয়। “ফোনেটিক” হচ্ছে ইরেজী দিয়ে বাংলা লেখা পদ্ধতি। এপদ্ধতিতে ইংরেজীতে “amar” লিখলে বাংলায় “আমার” লেখা দেখা যাবে। যারা বাংলা টাইপিং এ নতুন তাদের জন্য এ পদ্ধতি। “অভ্র ইজি” হচ্ছে অভ্রর নিজস্ব লেআউট। “বর্ননা” দিয়েও সহযে বাংলা লেখা যায়। এর লেআউট এমন ভাবে সাজানো হয়েছে যাতে যে কেউ সহজে বিভিন্ন অক্ষর খুজে বের করতে পারে। যেমন J দিয়ে জ, ঝ ; R দিয়ে র, ৃ ইত্যাদি। “জাতীয়” হচ্ছে জাতীয় কী-বোর্ড লেআউট। “ইউনিবিজয়” মাধ্যমে প্রচলিত বিজয় কী-বোর্ডের লেআউট এ লেখা যাবে। তবে বিজয়ের সাথে এর ইউনিবিজয়ের লেআউটের একটু পার্থক্য আছে। এটি দিয়ে ইউনিকোড সাপোর্ট করে এমন সব প্রোগ্রামে বাংলা লেখা যাবে। এদের নিজস্ব কনভার্টারও আছে। যার মাধ্যমে আপনি বিজয়ে লেখা ফাইলকে ইউনিকোডে রূপান্তর করতে পারবেন। এটি দিয়ে যে কোন ওয়েব সাইটেও বাংলা লেখা যাবে। এর আরেকটি সুবিধা হল এর পোর্টেবল ভার্সন আছে। এতে একে যেকোন যায়গায় পেনড্রাইভের মাধ্যমে নিয়ে যেতে পারবেন।

ফোল্ডারের নাম বাংলায় লেখা

আমরা সাধারনত ফাইল বা ফোল্ডারের নাম ইংরেজীতে লিখি। তবে এগুলো চাইলে বাংলাতেও লিখতে পারেন। এর জন্য প্রথমে অভ্র নামের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। অভ্রর ডাউনলোড লিঙ্ক উপরে দেয়া আছে। এর সাথে দেয়া সব ফন্ট গুলো উইন্ডোজের ফন্ট ফোল্ডারে রাখতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড করার পর নিচের ধাপ গুলো অনুসরন করুনঃ

  • ১. প্রথমে ডেস্কটপে রাইট ক্লিক করে প্রোপার্টিজে যান।
  • ২. Appearance ট্যাবে ক্লিক করুন।
  • ৩. Advanced বাটনে ক্লিক করুন।
  • ৪. Item বক্স থেকে Icon সিলেক্ট করুন।
  • ৫. এবার Font বক্স থেকে Siyam Rupali ফন্টটি সিলেক্ট করুন এবং OK ক্লিক করে প্রোপার্টিজ থেকে বেরিয়ে আসুন।

এবার যেকোন ফাইল বা ফোল্ডারের নাম লেখার সময় অভ্র চালু করে বাংলা মোড চালু করে বাংলায় নাম লিখতে পারবেন।

ওয়েব সাইটে বাংলা না দেখা গেলে বা বেশী ছোট দেখা গেলে

বাংলাদেখার জন্য বা বড় দেখার জন্য অভ্র ইনস্টল করুন বা এখান থেকে IComplex ডাউনলোড করে ইনস্টল করে নিচের ধাপ গুলো আনুসরন করুনঃ
১. Siyamrupali ফন্টটি C:\WINDOWS\Fonts ফোল্ডারে রাখুন।
Untitled4
২. ফায়ার ফক্স চালু করুন।
৩. Tools মেনু থেকে Option ক্লিক করুন।
Untitled5
৪. Content ট্যাব ক্লিক করুন এবং Advanced বাটন ক্লিক করুন।
Untitled1
৫. Fonts forকে Bangla, Serifকে Siyam Rupaliএবং Sans-serifকে Siyam Rupali তে পরিবর্তন করুন।
Untitled2
৬. ক্লিক দুইবার ক্লিক করে বের হয়ে আসুন এবং ফায়ার ফক্স রিস্টার্ট করুন।

আপনি কী বোর্ডের Ctrl চেপে মাউসের হুইল সামনে ঘুরিয়েও লেখা বড় করতে পারেন।

বাংলা বিশ্বকোষ

জ্ঞানের ভান্ডার বাড়ানের জন্য বিশ্বকোষ একটি বড় লাইব্রেবির নাম। যে কোন কিছুর তথ্য পাওয়া যায় এতে।
লিঙ্কঃ এখানে ক্লিক করুন

বাংলা আভিধান

বাংলা অফলাইন ও অনলাইন উভয় ধরনের আভিধান আছে। নিচে কয়েকটি দিলাম।
অনলাইন অভিধান:

অফলাইন অভিধান

বাংলা ভাষায় সফটওয়্যার

সফটওয়্যারে বাংলা প্রচরন অনেক আগে থেকে। বিশেষ করে ওপেন সোর্স প্রোগ্রামে বাংলা ভাষা বেশী ব্যবহার হয়ে থাকে। কয়েকটি বাংলা ভাষা ব্যবহার করে এ রকম সফটওয়্যারের লিঙ্ক নিচে দিলাম।

বোনাসঃ

  • ১. উইনএম্প, ভিএলসি, রিয়েল প্লেয়ার বা জেট অডিও প্লোয়ারে অনলাইন রেডিও গুন গুন শুনতে নোটপ্যড খুলুন এবং নিচের লাইন গুলো লিখুন।

    NumberOfEntries=1
    File1=http://69.39.233.135:8888/

    এবার ফাইলটিকে radiogoon.pls নামে সেভ করে উইনএম্প, ভিএলসি, রিয়েল প্লেয়ার বা জেট অডিও প্লোয়ারে ফাইলটি ওপেন করুন।
  • ২. যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের অনেক ওয়ের সাইটের নাম মনে রাখতে হয়। তাদের সুবিধার জন্য একটি সাইট তৈরি করেছি। এ ঠিকানাটি মনে রাখলে অনেক ঠিকানা মনে না রাখলেও চলবে। সাইটটির ঠিকানা হলঃ http://siteaddresscollection.blogspot.com

আজকে এখানেই শেষ করলাম। আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম...

Level 0

আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ সুন্দরভাবে উপস্তাপন করার জন্য।

মান সম্পন্ন টিউন আপনাকে অশেষ ধন্যবাদ ভাল একটি টিউন করার জন্য।
অভ্রর প্রতি ভালবাসা দেখে আমারো খুব ভাল লাগল আমি নিজেও অভ্রর ভক্ত,তবে একটা কথা দ্বিধায় আছি সেটা হল আমার জানা মতে বিজয় শুধু msworld’এই কাজ করেনা বরং ইহা অভ্রর চেয়েও বেশী কাজে সাপর্ট করে যেমন অভ্র প্রিন্টিং কাজ করেনা কিন্তু বিজয় করে ইত্যাদি আমার ভুল হইতে পারে কারো জানা থাকলে বলবেন আমি ভুল সংশোধন করে নিব।
ভিএলসি প্লেয়ার বাংলা আছে জানা ছিলনা জানানোর জন্য আবারো ধন্যবাদ,আর বোনাসটা jetaudio’তে কাজে লাগানোর চেষ্টা করব।

    আমি বিজয় বায়ান্ন দিয়ে msword ছাড়া অন্য কোথাও বাংলা লিখতে পারিনি। আপনি হয়ত বিজয়ের আসকি ভার্সন অর্থাৎ পুরনো বিজয় ব্যবহার করেছেন।
    আর প্রিন্টিং বিষয়ে বেশী ধারনা নেই। তবে আমি অভ্র দিয়ে বাংলা লিখে তা প্রিন্ট করেছি। কোন সমস্যা হয়নি। আপনি অভ্র দিয়ে ভালো ভাবে লিখতে পারবেন office xp, office 2007 দিয়ে। office 2003 এ অভ্র দিয়ে বাংলা লিখলে ঝামেলা করে।
    ধন্যবাদ মতামতের জন্য। আর আমার সাইটটি কেমন হয়েছে বলেননি।

    Level 0

    আতাউর ভাইঃ
    বিজয় প্রিন্ট মিডিয়াতে ভাল কাজ করে, সেক্ষেত্রে অভ্র একটু ঝামেলা করে যেমন অনেক স্পেস নেয় এই যা।

    সোহাগ ভাইঃ
    বিজয়ের সকল ভার্সন মূলত অফিস সফট + প্রিন্ট মিডিয়ায় কাজের উপযোগি করে গড়ে তোলা

    আর অভ্র কিন্তু অফিস ২০০৩ তে কি ঝামেলা করে তা বলেননি, কারন আমি ২০০৩+২০০৭+২০১০ এই সব ভার্স্নেই অভ্র ব্যবহার করেছি

    LuckyFM ভাই office 2003 এ অভ্র দিয়ে এক অক্ষরে রেফ দিলে অন্য অক্ষরে রেফ পরত। কয়েকটা কম্পিউটারে টেস্ট করেছি একই অবস্থা। মনে হয় আরো কিছু সমস্যা হয়েছিল। তা মনে পড়ছে না।
    ধন্যবাদ।

    Level 0

    ভাই মনে হয় অই ভার্শনে সমস্যা হয়েছে

    আবার চেষ্টা করুন, প্রয়োজনে রি-ইনস্টল করুন

আমি অনেকদিন থেকে ই অভ্র ব্যবহার করছি। তারপর ও আপনার টিউনটি ভাল লেগেছে। ধন্যবাদ।

    রেসপন্সের জন্য ধন্যবাদ।

অভ্র তো অনেক আগে থেকেই ব্যবহার করতাম। তবে আপনার তথ্য সমৃদ্ধ টিউনের জন্য …….. 🙂 🙂

রিপোষ্ট সব সময় খারাপ না।
আপনাকে আবার পোষ্ট করার জন্য ধন্যবাদ।

    আমি বাংলার সাথে সম্পর্কিত কয়েকটি পোস্ট একসাথে করার চেষ্টা করেছি। তবে কপিপেস্ট করে নয় নিজের জ্ঞান থেকে।
    ধন্যবাদ।

তথ্যবহূল পোস্ট! ভাল লিখেছেন…
আর আপনার ব্লগসাইটটি ভালই! তবে লিঙ্কগুলোর সাথে এক্তু বিববণ দিলে আরো ভাল হত!
http://www.djarifrocks.tk
দেখেন আমার সাইটটা কেমন লাগে!

    ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।
    আপনার সাইটি ঘুরে এলাম। সুন্দর বানিয়েছেন।

ধন্যবাদ
[img|http://gullee.com/smilies/bangladesh.gif]

শেষের দুইটা ছিল অজানা, এবং ফাটাফাটি। অনেক ধন্যবাদ।

Level 0

টিউন ভাল ও মানসম্পন্ন হয়েছে, ধন্যবাদ।

    কমেন্টের জন্য ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটি টিউন করেছেন। আশা করছি সামনেও আপনার থেকে এরকম আরো ভালো ভালো টিউন উপহার পাবো।
@ আতাউর রহমান
আপনি ঠিকই বলেছেন – এখনও প্রিন্টিং মিডিয়ার জন্যে অভ্র দিয়ে পুরোপুরি সাপোর্ট পাওয়া না। তবে এর জন্যে আসলে অভ্র দায়ী নয়। যথাযথো (প্রিন্টিং মিডিয়ায়) এ্যাপলিকেশনগুলোর মধ্যে ইউনিকোড সাপোর্ট না থাকাটাই আসলে মূল সমস্যা। তবে বর্তমানে সর্বশেষ ভার্সনগুলোর মধ্যে কিন্তু ইউনিকোড সাপোর্ট যোগ হওয়ায় এখন থেকে আশা করা যায় প্রিন্টিং মিডিয়ায় আর সমস্যা হবে না। কিন্তু সমস্যা হলো এই লাইনে এখনও বেশীর লোক/সংস্থা আগের ভার্সনেই কাজ করছেন। তাই অভ্র সামনে আসকি সাপোর্ট যোগ করতে যাচ্ছে। আশা করা যাচ্ছে তখন আর সমস্যা প্রিন্টিং মিডিয়ায় অভ্র নিয়ে কাজ করতে সমস্যা হবে না।

ভাষা হোক উন্মুক্ত।

    ঠিক বলছেন……. আসকি আসলে অনেকেই এমজে কে টাটা করতে পারবে….

Level 0

কিন্তু আপনাকে আজ পররন্ত বাংলা লিখতে দেখিনি

Level 0

কিন্তু আপনাকে আজ পর্যন্ত বাংলা লিখতে দেখিনি

@asraf sohmot (সহমত)

আমি এটাই খুচ্ছিম।
সোহাগ ভাই আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ।

অনেক ধন্যবাদ । অভ্রকে নিয়ে এতো সুন্দর করে লিখার জন্য ।

আমি সোলেয়মান লিপি এবং লিখন ফন্ট এ সন্তুষ্ট। আমি মনে করি এ দুটি ফন্ট সিয়াম রুপালি থেকে ভালো।

Level 0

ধন্যবাদ, আপনার টিপস আমার কাজে আসবে।

ধন্যবাদ, অভ্রকে নিয়ে এতো সুন্দর করে লিখার জন্য ।চমৎকার একটি টিউন করেছেন।

Level 0

….তবু বাংলােক ভালবািস ।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল একটি টিউন করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ।
জয়!!!!!!!!!!!! বাংলা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!