ওয়ার্ডপ্রেস ৩.০ এর কথা আমরা সকলেই জানি। এমন লোক খুঁজে পাওয়াই কঠিন, যে ব্লগিং করে অথচ ওয়ার্ডপ্রেসের কথা শোনে নাই। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি Content Management Software (CMS). এর দ্বারা খুব সহজেই যে কেউ ডাইনামিক সাইট বা ব্লগ তৈরী করতে পারে। সম্প্রতি ওয়ার্ডপ্রেস এর নতুন ভার্সন এসেছে। আর আসা মাত্রই ডাউনলোডের রেকর্ড করেছে। একদিনে সর্বোচ্চ ডাউনলোড হয়েছে এটি। কিন্তু, ওয়ার্ডপ্রেস ৩.০ এর কিছু সমস্যা দেখা দিয়েছে। অবশ্য সবার এ সমস্যা নাও হতে পারে। বিশেষ করে যারা নিজস্ব হোষ্টিং ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ব্যবহার করছেন আমার মনে হয় তারা এই সমস্যা ইতিমধ্যে দেখেছেন। আর যদি কেউ না পরে থাকেন এই সমস্যায় তাহলে আর বেশীদিন নেই, অবশ্যই পরবেন এই সমস্যায়। আমি নিজেও পরেছিলাম। তারপর অনেক কষ্টের পরে সমাধান পেয়েছি। তো দেখা যাক, আসলে সমস্যাটা কি?
সমস্যাঃ
Custom file editor issue in Thesis 1.7
Error:
Fatal error: Call to undefined function use_codepress() in /home/content/46/5420546/html/wp-content/themes/thesis_17/lib/admin/admin.php on line 42
এটিই হচ্ছে সেই সমস্যা। এই সমস্যা দেখালে আপনি আপনার সাইটটিকে মনের মতো করে সাজাতে বা কাষ্টমাইজেশন করতে পারবেন না। যদি কাষ্টমাইজেশন করেন তাহলে এই Error আসবে। এবার এর সমাধান দেখা যাক। নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
উদাহরণঃ WP-Content/Themes/Thesis_17/lib/admin
উদাহরণঃ //if (use_codepress()) add_action('admin_print_footer_scripts', 'codepress_footer_js');
ব্যাস, এবার কাজ শেষ। কিন্তু, কাজ়টি অনেক সাবধানতার সাথে করবেন। না হলে কোন ভুল-ভ্রান্টি হলে, আম-ছালা সবই হারাবেন। আমি আসলে তেমন কিছুই একটা জানি না। কোন ভুল-ভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এই লেখাটি এর আগে আমার ওয়েব সাইটে প্রকাশ করেছিলাম। সময় থাকলে একটু গিয়ে ঘুরে আসতে পারেন। http://www.sum-on.com
আর হ্যাঁ, অবশ্যই মন্তব্য করুন।
আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 245 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
My Name Is "SuMoN". I'm Study in "Computer Science & Engineering". I Live in Dhanmondi, Dhaka, Bangladesh.
খুবই ভাল হেয়েছ আরো ভাল টিউন আশাকরি।