আসসালামুওলাইকুম, আমরা যারা ২জিবি ৪জিবি ৮জিবি পেনড্রাইভ ব্যবহার করি তাদের জন্য আজকের টিউন, ভাবছেন টিউন পড়ে লাভ কি হবে? লাভ হবে আপনার ২জিবি পেনড্রাইভ হবে ৪জিবি, ৪জিবি হবে ৮জিবি এবং ৮জিবি হবে ১৬জিবি। আচ্ছা শুরু করা যাক, প্রথমে এই লিঙ্ক থেকে SDATA TOOL জীপ ফাইল টি ডাউনলোড করুন, যেকোনো ড্রাইভ এ এক্সট্র্যাক্ট করুণ। এখন পেনড্রাইভ সংযোগ দিয়ে ফরম্যাট দিন।
SDATA TOOL টি ওপেন করুণ Choose your data to compress এ আপনার পেনড্রাইভ এর ড্রাইভ সিলেক্ট করুণ। ২জিবি হলে ৪জিবি, ৪জিবি হলে ৮জিবি এবং ৮জিবি হলে ১৬জিবি তে টিক দিন compress now এ ক্লিক করুণ।
কিছুক্ষণ অপেক্ষা করুণ কমপ্লিট হলে দেখবেন আপনার পেনড্রাইভ দিগুণ জিবির হয়েছে, এখন ডাটা স্টোর করে দেখুন
বিশেষ দ্রষ্টব্য ঃ Compress চলাকালে cancle দিবেন না আপনার পেনড্রাইভ এর কোন ক্ষতি হবে না গ্যারান্টি দিলাম , পূর্বের অবস্থায় ফেরানোর জন্য আর একবার ফরম্যাট দিন। SDATA TOOL টি c Drive বাদে অন্য ড্রাইভ এ রাখুন, রাইট বাটন ক্লিক করে run as adminstetor ক্লিক করে ওপেন করুণ, । । এখন সবার সাথে মজা করুণ...। ............ 😀
আপনি মেমোরি কার্ড এও ব্যাবহার করতে পারবেন............
। ধন্যবাদ.........
আমি রাব্বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সেই ছোট বেলা থেকে স্বপ্ন দেখতাম প্রযুক্তি জগতে নিজেকে প্রতিষ্ঠা করার, জানিনা কতটুকু পারব, তবে সারাজিবন যাতে প্রযুক্তি নিয়ে থাকতে পারি সেটাই হবে সব থেকে বড় পাওয়া।
25% হয়ে থেমে থাকে কাজ হয় না