অনেক কম্পিউটারের অতি পরিচিত সমস্যা হল CD/DVD Rom কাজ না করা । যাদের এই প্রবলেম আছে, তারাই কেবল এর মজা (!! 😥 ) উপলব্ধি করতে পারেন ।
যদি CD/DVD Rom-এ প্রবলেম না থাকে, অর্থাৎ ওটা যদি নষ্ট না হয়, তবে এই সমস্যা সমাধান করা যায় ।
দেখিয়ে দিচ্ছি পদ্ধতিটাঃ
1. Ctrl+R চেপে Run, এরপর regedit লিখে OK করুন ।
2. HKEY_LOCAL_MACHINE-কে collapse করুন ।
3. এরপর System-কে collapse করুন ।
4. এরপর Current Control Set
5. এবার control..
6. এবার Class.
7. এবার {4D36E965...............} তে ক্লিক করুন ।
8. এবার ডানপাশে Lower Filters-এ রাইট ক্লিক করে delete করে বেরিয়ে আসুন ।
9. computer রিস্টার্ট দিন । আশাকরি এরপর আর সমস্যা হবে না ।
কোন সমস্যা হলে কমেন্টে তা জানান ।
বিদায় ......
আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
akhono cd rom nosto hoi nai nosto hoile kaje lagbo thanks 😀