আসসালামু-আলাইকুম,
আজকে আপনাদের জন্য ছোট্ট কিন্তু বেশ কাজের একটা ট্রিক নিয়ে টিউন করছি ।
শিরোনাম দেখেই হয়ত বুঝে গেছেন কি নিয়ে টিউন করছি ! হ্যাঁ, আজকে দেখাব সবচাইতে সহজ পদ্ধতিতে পেনড্রাইভকে বুটেবল বানানো যায়। তো নিন শুরু করা যাক !
(সম্পূর্ণ টিউন পড়ে কোন পদ্ধতিতে কাজ করবেন তা সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করছি)
এখান থেকে UNetbootin সফটওয়্যারটি ডাউনলোড করে নিন ।
সফটওয়্যারটি পোর্টেবল । তাই ডাবল ক্লিক করে ওপেন করুন ।
অনেকের পিসিতে এই পদ্ধতি কাজ করে না, তাই আরেকটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি ।
এখান থেকে Windows 7 USB/DVD Download Tool ডাউনলোড করে নিন ।
Normal ভাবে ইন্সটল করুন ।
আমার মতে দ্বিতীয় পদ্ধতিতে কাজ করাই বেশি সুবিধাজনক হবে । প্রথম পদ্ধতিতে যেখানে প্রায় 30 মিনিট সময় লাগে, দ্বিতীয় পদ্ধতিতে লাগে প্রায় 8-10 মিনিট । তাছাড়া প্রথম পদ্ধতিতে অনেক সময় কাজ হয় না ।
এখন আপনিই বেছে নিন কোন পদ্ধতি আপনার জন্য ।
কোন সমস্যা হলে কমেন্ট করবেন, সমাধান করার সর্বাত্মক চেষ্টা করব ।
||| বিদায় |||
আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
Using these soft making windows bootable SAFE?