সম্ভবত এর চেয়ে সহজে পেনড্রাইভকে বুটেবল বানাতে পারবেন না !! এখন পেনড্রাইভকে বুটেবল বানান মাত্র 2 ক্লিকেই !!!

আসসালামু-আলাইকুম,

আজকে আপনাদের জন্য ছোট্ট কিন্তু বেশ কাজের একটা ট্রিক নিয়ে টিউন করছি ।

শিরোনাম দেখেই হয়ত বুঝে গেছেন কি নিয়ে টিউন করছি ! হ্যাঁ, আজকে দেখাব সবচাইতে সহজ পদ্ধতিতে পেনড্রাইভকে বুটেবল বানানো যায়। তো নিন শুরু করা যাক !

(সম্পূর্ণ টিউন পড়ে কোন পদ্ধতিতে কাজ করবেন তা সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করছি)

প্রথম পদ্ধতিঃ

প্রথম ধাপ

এখান থেকে UNetbootin সফটওয়্যারটি ডাউনলোড করে নিন ।

দ্বিতীয় ধাপ

সফটওয়্যারটি পোর্টেবল । তাই ডাবল ক্লিক করে ওপেন করুন ।

তৃতীয় ধাপ

  •  প্রথমে Disk Image-এ ক্লিক করুন (চেক করুন অর্থাৎ টিক চিহ্ন দিন)
  •  Browse করে iso ফাইল দেখিয়ে দিন ।
  •  এরপর OK করুন । ব্যস কাজ শেষ !!!

http://snap.ashampoo.com/uploads/2014-04-06/eMzWHtWJ.png

অনেকের পিসিতে এই পদ্ধতি কাজ করে না, তাই আরেকটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি ।

দ্বিতীয় পদ্ধতিঃ

প্রথম ধাপ

এখান থেকে Windows 7 USB/DVD Download Tool ডাউনলোড করে নিন ।

দ্বিতীয় ধাপ

Normal ভাবে ইন্সটল করুন ।

তৃতীয় ধাপ

  •  Browse করে iso ফাইল দেখিয়ে দিন ।
  •  এরপর কাজগুলো আপনি নিজেই পারবেন আশাকরি । আমি কিছু screenshot দিচ্ছি...

http://snap.ashampoo.com/uploads/2014-04-06/EZzWFlky.png

http://snap.ashampoo.com/uploads/2014-04-06/CTFsNgh1.png

http://snap.ashampoo.com/uploads/2014-04-06/pmJu2JFf.png

XP ইউজারদের জন্যঃ

  • Microsoft .NET Framework 2.0 must be installed. It can be downloaded here.
  • Microsoft Image Mastering API v2 must be installed. It can be downloaded here.

আমার মতে দ্বিতীয় পদ্ধতিতে কাজ করাই বেশি সুবিধাজনক হবে । প্রথম পদ্ধতিতে যেখানে প্রায় 30 মিনিট সময় লাগে, দ্বিতীয় পদ্ধতিতে লাগে প্রায় 8-10 মিনিট । তাছাড়া প্রথম পদ্ধতিতে অনেক সময় কাজ হয় না ।

এখন আপনিই বেছে নিন কোন পদ্ধতি আপনার জন্য ।

কোন সমস্যা হলে কমেন্ট করবেন, সমাধান করার সর্বাত্মক চেষ্টা করব ।

||| বিদায় |||

Level 0

আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Using these soft making windows bootable SAFE?

এইটা দিয়ে সব os মানে windows 8, 8.1 এরও bootable cd বানান যাবে

thanx bro

ISO ফাইলট যে দেখাবো ওটা কি সিডি থেকে দেখাবো নাকি আগে Windows এর DVD Pendrive এ কপি করে তারপর দেখাবো

    @মোঃ আরিফ: iso ফাইল যেটা দেখাবেন, সেটা আপনার পিসিতেই ডাউনলোড করা থাকতে হবে । সিডি থেকে দেখাবেন কেন ? সিডি কাজ করলে তো আর পেনড্রাইভের প্রয়োজন নাই ।

    ধরেন আপনি কোন windows .iso ডাউনলোড করেছেন। সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন ।

bro cd thaka anoke late hoy but Pen drive thaka dila anoke quick hoy almost half time lage cd ar thaka…..but Its a cute tune!!!!!!

win 8.1 ar iso file koy pabo bro parla janien???

না ভাই ডিভিডি রমের বহু বিচিএ রুপ । অনেক সময় ভালো ডিভিডি পড়তে কষ্ট তার। আবার দাগ পড়া ডিভিডি চলতেছে সেইরকম। আপনার কথা হলো, পিসি থেকে ISO ফাইলটা দেখিয়ে দিলে সফটওয়্যারটা পেনড্রাইভকে Windows সেটাপ দেওয়ার উপযোগী করবে। বিষয়টা তাই না? আর আরও একটা ব্যাপার জানার ইচ্ছা, যখন বুটএবল পেনড্রাইভ হবে তখন কম্পিউটার Start হবার সময় আগে CD-ROM দিতাম দেন Enter দিতাম কিন্তু এখন CD-ROm এর বদলে কোনটা Select করে ENter দিবো?

    @মোঃ আরিফ: আপনার জন্য একটা pic দিলাম। দেখেন তো এটাই আপনার প্রশ্নের উত্তর কি না …
    http://prntscr.com/37mkrs

আপনার ছবি দেখার আগেই ভাবছিলাম যেটা দিছেন ঐ ছবিটাই। অনেক ধন্যবাদ। এবার পেনড্রাইভ দিয়ে সেটাপ দিবো ।

Level 0

@βℓąȼЌ ďяąǥ๏ɲ ———Dear vi Distribution a kono kisu select korte hobe ki ??

    @mithushan: না । আপনার পেনড্রাইভ লোকেশন যদি আপনা-আপনি সিলেক্ট করতে না পারে, তবে ওটা দেখিয়ে দিবেন । ব্যস, এটুকুই ।

valo tune. unetbootin amar kache khub valo lage.

Thanks to ADMIN for remake this tune !

আশোলেই সম্ভবত এর চেয়ে সহজে পেনড্রাইভকে বুটেবল বানাতে পার্বোনা. অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পদ্ধতি উপহার দাওার জন্য।

ধন্যবাদ সুন্দর পোস্ট করার জন্য

কাজে লাগবে । ধন্যবাদ

আবারো অসাধারন টিউন@ অনেক ভাল হয়েছে @ ধন্যবাদ

ধন্যবাদ টিউনার…………………

How will make ISO file for Windows XP or 7 & have any change in BIOS setup during install windows.

ধন্যবাদ সুন্দর পোস্ট করার জন্য। আমার কাজে লাগবে।

    @ব্লগার ভাই: আপনাকেও ধন্যবাদ ।

Bhia apar tunes ta anoke helpfull karon anoke din dhora usb thake booting koranor jonno soft n iso file kujtasilam but apnar tunes thaka poya galam..bhia r akta help koran multi boot korar jonno bhalo kono soft thakla plz link dan???yumi n xboot dia try korsi bur kaj hoyna. ami chassi ak pen drive thaka xp, win7, win 8.1 boot korabo so bhalo kono boot soft thakla link dan plz???

If I copy windows os to pendrive directly without soft, then shall I use that as bootable?