কম্পিউটার ও পেনড্রাইভের ওয়ার্ম ভাইরাস রিমুভ করুন খুব সহজেই

আপনি কি আপনার কম্পিউটার বা পেনড্রাইভের ওয়ার্ম ভাইরাস নিয়ে চিন্তিত? চিন্তার কোন কারণ নেই। আজকে আমি আপনাদেরকে একটি প্রয়োজনীয় এবং অসাধারণ একটি কাজের সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব। এর দ্বারা আপনি খুব সহজেই আপনার কম্পিঊটার এবং পেনড্রাইভের ওয়ার্ম ভাইরাস খুব সহজেই পরিস্কার করতে পারবেন।

সফটওয়্যারটির নাম হচ্ছে USB Worm Protection. এর নামটি USB দিয়ে হলেও আপনি আপনার কম্পিউটারের ওয়ার্মও পরিষ্কার করতে পারবেন। এটি ফুল ভার্সন, তাই কোন চিন্তা করবেন না। সফটওয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করুন। তারপর কম্পিউটারের ট্যাস্কবারের ডানপাশে প্রোগ্রামটির আইকণটি দেখা যাবে। আপনি যখন আপনার কম্পিউটারে কোন পেনড্রাইভ প্রবেশ করাবেন তখন এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ শুরু করে দেবে। আর আপনার কম্পিউটার স্ক্যান করার জন্য প্রোগ্রামটি ওপেন করুন এবং Scan My Computer এ ক্লিক করুন। স্ক্যান সম্পূর্ণ হয়ে গেলে প্রোগ্রামটির নিচের দিকে Action থেকে Delete All এ ক্লিক করুন। ব্যাস, এবার কাজ শেষ। এবার মনের মতো করে আপনার কম্পিউটার ব্যবহার করুন। উপকৃত হলে অবশ্যই কমেন্ট করুন।

ডাউনলোড করুন এখান থেকে

আমার এই সাইটিতে আপনার আরো অনেক ধরণের বিষয় জানতে পারবেন। দেখুন উপকার হয় কি না? http://sum-on.com

Level 0

আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 245 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

My Name Is "SuMoN". I'm Study in "Computer Science & Engineering". I Live in Dhanmondi, Dhaka, Bangladesh.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই screenshot দিলে ভাল হত।

    মুরশেদ ভাই,
    সময়ের অভাবে দিতে পারিনি। ক্ষমা করবেন। এর পরে থেকে অবশ্যই স্ক্রীনশট দেব। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।

ধন্যবাদ আপনাকে ।ডাউনলোড করে দেখি ।

    আপনাকেও অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য।

Thanx.

ধন্যবাদ সুন্দর একটা টিউন করার জন্য😀

    রিপিট হয়ে গেছে কমেন্টা ডিলেট করুন। নিচের টি রাখুন প্লিজ।

    আপনাকেও অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। 🙂

ধন্যবাদ সুন্দর একটা টিউন করার জন্য

Level 0

Many Many Thanks Sumon ভাই

কাজ়ের জিনিস ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ

কাজের জিনিস। উপকারিত হইলাম। ধন্যবাদ ভাইজান।

    ধন্যবাদ সুপারম্যান ভাই কমেন্ট করার জন্য।

100% KAJ KORA AMAR PC TA

    ধন্যবাদ ভাইজান ব্যবহার করার জন্য।

Level 0

চালিয়ে যান, ধন্যবাদ।

Level 0

i know that..any way thanks