আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। যে বিষয়টি নিয়ে লিখছি সেটা যদি আগে কেউ লিখে থাকেন তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এই লিখাটি যদি কারো উপকারে আসে তাহলে খুশী হব।
এবার কাজের কথায় আসি। আমরা সবাই জানি ফায়ারফক্সের কিছু ইনবিল্ট সিকিউরিটি সিস্টেম রয়েছে। আপনি যখন কোথাও আপনার ইউজার নেম,পাসওয়ার্ড দিয়ে লগইন করেন তখন ফায়ারফক্স আপনাকে জিজ্ঞাস করে আপনার ইউজার নেম,পাসওয়ার্ড আপনি সেভ করে রাখতে চান কিনা। পরবর্তিতে আপনাকে বারবার ইউজার নেম, পাসওয়ার্ড টাইপ করতে হবে না। কিন্তু কোন কারনে আপনার কম্পিউটার ফরমেট করলে সেভ করা সে সব ইউজার নেম বা পাসওয়ার্ড আপনি হারিয়ে ফেলবেন।
তাই আপনি যদি ফায়ারফক্স ব্যবহারকারী হন এবং লাস্টপাস নামক এডঅনটি এখান থেকে ডাউনলোড করে নেন এবং রেজিস্টার করে নেন তাহলে আপনার সবগূলো ইউজার নেম,পাসওয়ার্ড ফায়ারফক্সের সার্ভারে জমা থাকবে যা আপনি ছাড়া আর কেউ দেখতে পাবে না,ফলে তা আর কখনো হারানোর ভয়ও থাকবে না। সবচেয়ে বড় ব্যাপার হল আপনাকে বারবার আর ইউজার নেম, পাসওয়ার্ড টাইপ করতে হবেনা । ভাল থাকবেন সবাই। যদি কিছু ভুল হয়ে যায় সবাই ক্ষমাসুন্দর দৃস্টিতে দেখবেন। ভাল থাকবেন সবাই।
আমি সুপারম্যান৭৮৬। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন টেক পাগল মানুষ। কবে যে এ দেশ ডিজিটাল বাংলাদেশ হবে সেই দিনের আশায় বসে আছি।
সুন্দর টিউন । ধন্যবাদ শেয়ার করার জন্য ।