কম্পিউটার ফরমেট করলেও হারাবে না পাসওয়ার্ড

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। যে বিষয়টি নিয়ে লিখছি সেটা যদি আগে কেউ লিখে থাকেন তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এই লিখাটি যদি কারো উপকারে আসে তাহলে খুশী হব।

এবার কাজের কথায় আসি। আমরা সবাই জানি ফায়ারফক্সের কিছু ইনবিল্ট সিকিউরিটি সিস্টেম রয়েছে। আপনি যখন কোথাও আপনার ইউজার নেম,পাসওয়ার্ড দিয়ে লগইন করেন তখন ফায়ারফক্স আপনাকে জিজ্ঞাস করে আপনার ইউজার নেম,পাসওয়ার্ড আপনি সেভ করে রাখতে চান কিনা। পরবর্তিতে আপনাকে  বারবার ইউজার নেম, পাসওয়ার্ড টাইপ করতে হবে না। কিন্তু কোন কারনে আপনার কম্পিউটার ফরমেট করলে সেভ করা সে সব ইউজার নেম বা পাসওয়ার্ড আপনি হারিয়ে ফেলবেন।

তাই আপনি যদি ফায়ারফক্স ব্যবহারকারী হন এবং লাস্টপাস নামক এডঅনটি এখান থেকে ডাউনলোড করে নেন এবং রেজিস্টার করে নেন তাহলে আপনার সবগূলো ইউজার নেম,পাসওয়ার্ড ফায়ারফক্সের সার্ভারে জমা থাকবে যা আপনি ছাড়া আর কেউ দেখতে পাবে না,ফলে তা আর কখনো হারানোর ভয়ও থাকবে না।  সবচেয়ে বড় ব্যাপার হল আপনাকে বারবার আর ইউজার নেম, পাসওয়ার্ড টাইপ করতে হবেনা । ভাল থাকবেন সবাই। যদি কিছু ভুল হয়ে যায় সবাই ক্ষমাসুন্দর দৃস্টিতে দেখবেন। ভাল থাকবেন সবাই।

Level 0

আমি সুপারম্যান৭৮৬। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন টেক পাগল মানুষ। কবে যে এ দেশ ডিজিটাল বাংলাদেশ হবে সেই দিনের আশায় বসে আছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন । ধন্যবাদ শেয়ার করার জন্য

সুন্দর এবং কাজের টিউন । ধন্যবাদ শেয়ার করার জন্য

আমি আগে সব সময় বলতাম যে add on নিয়ে টিউন করলে কাজে লাগে না। কারণ আমার firefox3.7(mindfield) এ সাপোর্ট করে না। যারা আমার মত এ সমস্যায় পড়েন, তাদের জন্য সমাধান– firefox এর tools মেনুতে যান-add ons-Get add ons- এখানে একটা ছোট সার্চ বক্স এর মত পাবেন। ঐখানে লিখুন LastPass Password Manager এবার এন্টার। তারপর এ add on টি খুজে পাবে। এবার ইন্সটল করুন।

আপনি যে add on টি দিয়েছেন তা শুধু পারসোনাল কম্পিউটারের জন্য মনে হচ্ছে। বাসায় রেজিস্টার করে রাখলাম, তারপর সাইবার কাফে গিয়ে এই এড অনটি ডাউনলোড করে login করে নিজের প্রয়োজন মত কাজ করলাম।ফলে সাইবার ক্যাফের পিসিতে আমাকে মেইল, ফেসবুক,ইয়াহু এর পাসওয়ার্ড দিতে হল না। কাজ শেষ করার পর মেইল, ফেসবুক,ইয়াহু এর পসওয়ার্ড যাতে এড অনের মাধ্যমে কেও না পায়, এ জন্য এড অনটি আন-ইন্সটল করে দিলাম। তারপরও কি কেও আমার পাসওয়ার্ড পেয়ে যাবে? আন- ইন্সটল করার পরও কি ফায়ারফক্স অন্য কোন জায়গায় পাসওয়ার্ড সেভ করে রাখে কি না?

    @ স্বাধীন: আপনি আমার এই টিউন টি দেখতে পারেন

    Firefox Sync এর সাথে যদিও এটার কিছুটা মিল রয়েছে,কিন্তু ২টার কাজের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। LastPass দিয়ে আপনি sign in করার পর আপনি আপনার সবগুলো ইউজার নেম,পাসওয়ার্ড দেখতে পাবেন এবং আপনি নির্দিস্ট ইউজার নেমের উপর right click করে copy user name,copy password এর মাধ্যমে আপনি তা নির্দিস্ট ওয়েব সাইটে Paste করে সাইন ইন/লগ ইন করতে পারবেন,আপনাকে বার বার ইউজার নেম,পাসওয়ার্ড টাইপ করতে হবে না।

    আর আপনি uninstall করার সময় আপনাকে option দেখাবে যে আপনি তা ফায়ারফক্স ব্রাউজারে সেভ করতে চান কিনা। আপনি সেটা NO করে দিলে কেউ তা খুজে পাবে না।

অনেকটা ই মিল অনুভব করছি আমার এই টিউনের সাথে

খুবই সুন্দর একটা জিনিস দিলে ভাই , অনেক ধন্যবাদ