*-*-*কোন সফটওয়ার ছাড়াই বাড়িয়ে নিন আপনার কম্পিউটারের সিস্টেমের গতি, ফোল্ডরের ব্রাউজিং গতি + বোনাস ট্রিকস*-*-*(The Great Tune Of Mine)

আসাকরি সকলে ভাল আছেন । "হরতালের' কারনে আজ ঘরবন্ধি । তাই আপনাদের মাঝে অনেক দিন পর আবারও একটি টিউন করার চেষ্টা করলাম ।

সিস্টেমের গতি বাড়ানোর ট্রিকস :

--------------------------------

2itnfcw১. যেকোন কাজ শেষ করার পর ডেক্সটপে বারবার Refresh দিবেন, এরফলে র‍্যামের অপ্রয়োজনীয় ফাইল মুছে যাবে ।

. ওয়ালপেপারে বেশী বড় সাইজের ছবি সেট করবেন না ।

৩. ডেক্সটপে বেশী আইকন রাখবেন না, কারন প্রতিটি আইকন র‍্যামের ৫০০ বাইট জায়গা দখল করে রাখে ।

. Recycle Bin প্রতিদিন পরিষ্কার করবেন ।

. প্রতিদিন temporary internet files ডিলিট করবেন ।

. কমপক্ষে প্রতি ২ মাসে একবার হার্ডডিক্স Defragment করবেন ।

. সি ড্রইভে শুধু Windows রাখবেন, অনান্য Softwares অন্য ড্রইভে রাখবেন ।

. Softwares installing এর সময় tray icon মুছে দিবেন, starting the application automatically মুছে দিবেন ।

ফোল্ডারের ব্রাউজিং গতি বাড়ানোর ট্রিকস :

----------------------------------------aw8bj4.jpgMy Computer+Tools menu+Folder Options+View tab এ গিয়ে "Automatically search for network folders and printer" Uncheck করে Apply দিয়ে Ok দিবেন ।
বোনাস ট্রিকস (১) :

------------------1zldcvo.jpgকোন কিছু ডিলিট করার জন্য আমরা DELETE বাটনে চাপি তারপর একটি MESSAGES আসে এরপর Ok দিলে ডিলিট হয়ে Recycle Bin এ যায় ।কিন্তু শুধুমাত্র DELETE বাটনে চাপ দিয়ে যেকোন কিছু ডিলিট করুন এবং সরাসরি Recycle Bin এ পাঠান ।এজন্য Recycle Bin এর 'Properties' এ গিয়ে 'Display Delete Confirmation Dialog' Uncheck করে Apply দিয়ে Ok দিবেন ।
বোনাস ট্রিকস (২) :

-------------------

আমরা সাধারনত সরাসির ডিলিট করার জন্য "Shift+Delete" চাপি, কিন্তু শুধুমাত্র DELETE বাটনে চাপ দিয়ে parmanently ডিলিট করুন ।এজন্য Recycle Bin এর 'Properties' এ গিয়ে "Don’t move file the recycle Bin....." ক্লিক করে Apply দিয়ে Ok দিবেন ।

উপরের সবগুলোই হয়ত আপনাদের জানা, তারপরও আপনাদের আবার মনে করিয়ে দিলাম যদি কাজে লাগে । আজ আর না । কমেন্ট করতে ভুলবেন না ।

bb

--------------------বাপ্পী পটুয়াখালী ---------------

Level 0

আমি বাপ্পী পটুয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র,নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায়,পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের জিনিস বস।
ধন্যবাদ।

Level 0

ছবিটা ভালো হয়েছে, আরো ভাল হতে পারত

    আমারও একমত লায়ক লায়ক লাগছে।…….. never mind…চালিয়ে জান …..আরো ভাল কিছু দিন…… (ইয়ে মানে ছবি নয় )….আমরা আছিতো।

LuckyFM ভাই আপনাকে ধন্যবাদ । ভাই ভালোর তো কোন শেষ নেই

ধন্যবাদ টিউনের জন্য।

Level 0

thanks.

Level 0

ধন্যবাদ বাপ্পী ভাই সুন্দর হয়েছে ।

Level 0

হুম, বহুত আচ্ছা টিউন বাপ্পী ভাই…

শুকরিয়া আপকো

ধন্যবাদ

ফোল্ডার অপশন টা কাজে লাগছে।
ধইন্যাপাতা ফ্রি দিলাম।

ধন্যবাদ ভাল হয়েছে :Dকিছু জানতে পারলাম 😀

Level 0

সুন্দর টিউন। ছবিটাও দারুন। আপনার উপদেশ কাজে লাগিয়েছি। ধন্যবাদ। ভালো জিনিষ বলেছেন

lots of thanks for your information

খুবই কাজের কিছু টিপস পেলাম ধন্যবাদ আপনাকে টিউনের জন্য।

Level 3

প্রয়োজনীয় তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ