আমরা কম বেশি সবাই আমাদের নিজেদের প্রয়োজনে বিভিন্ন ফাইল অথবা ফোল্ডারের নিরাপত্তা নিয়ে একবার হলেও চিন্তা করে থাকি। যারা NTFS ব্যবহার করেন তারা হয়ত সবাই জানেন যে Encryption নামে একটি অপশন আছে যেটির সাহায্যে আপনি আপনার ফাইল অথবা ফোল্ডারকে নিরাপদে রাখতে পারবেন ৯৯.৯৯% এই অপশনটি ব্যবহারের জন্য নিচের পদ্ধতিটা দেখতে পারেন।
Go to desired file or folder location -> right click your mouse - > go to properties -> from general option go to Advanced -> from here check the "Encrypt contents to secure your data" -> click OK twice. নিচের ছবিটি দেখুন
আমরা হয়ত সবাই এই ENCRYPTION এর কথা জানি। কিন্তু এর মধ্যে কিছু ব্যাপার রয়েছে যা হয়ত অনেকের অজানা। আর তা হল
১। আপনি এক সাথে Compression এবং Encryption ব্যবহার করতে পারবেন না। কারণ এই দুই সেবা এক অপরের বিপরীত মূখি হিসেবে কাজ করে।
২। আপনি যখন কোন ফাইল অথবা ফোল্ডারের উপর ENCRYPTION ব্যবহার করবেন তখন কম্পিউটার নিজ থেকে একটি SECURITY KEY ব্যবহারকারির এক্যাউন্ট এবং ঐ ফাইল/ফোল্ডারের মধ্যে দিয়ে দেয়, যা কম্পিউটারে অন্য কারো সাথে শেয়ার করে না। এমনকি Administrator group related user account এর কাছে এই Security Key থাকে না। যার কারণে ঐ User accout ছাড়া ঐ ফাইল অথবা ফোল্ডার অন্যের পক্ষে ব্যবহার করা সম্ভব হয়র উঠে না।
মনে রাখবেন : যেহেতু কম্পিউটারে Encrypted files and folders এর Security key শুধুমাত্র ঠিক করা user account এবং files/folders এর মধ্যে থাকে, সেহেতু যদি কোন কারণে আপনি ঐ user account ডিলিট করে দিলে আপনার পক্ষে ঐ ফাইল অথবা ফোল্ডারগুলো ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।
এটি আমার ইংরেজি ব্লগ How to make my important data secure with New Technology File System (NTFS)এর বাংলা অনুবাদ
আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum-এ
আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।
এই টিউন একটু আগে আপনার ব্লগে ইংরেজীতে পড়ে ফেলছি, ইংরেজী চর্চাও একটু ভাল হওয়া দরকার।
ধন্যবাদ।