আমরা কম বেশী সবাই জানি, যখন কম্পিউটার ব্যবহার হয় তখন কম্পিউটার নিজ প্রয়োজনে কিছু ফাইল জমা করে। এবং এই ফাইলগুলো পরে আর কোন প্রয়োজনে আসে না যেমন : temp,recent,history file এখন এই ফাইলগুলো বার বার কম্পিউটারের ব্যবহাররে পর ডিলিট করা বেশ বিরক্তিকর। এখন আপনি ইচ্ছে করলে খুব সহজে এই ঝামেলা থেকে মুক্ত হতে পারেন শুধুমাত্র একটি .cmd ফাইল এর সাহায্যে।
আপনি নিচের লেখাগুলো একটি নোটপ্যাডে কপি করে yourname.cmd নামে সেভ করে এর উপর দুইবার ক্লিক করুন। ২ সেকেন্ডের মধ্যে আপনার সব ফাইল ডিলিট হয়ে যাবে।
@echo off if %username% == Administrator.WINDOWS goto admin REM ** Delete User Files ** rmdir /S/Q "%systemdrive%\Documents and Settings\%username%\Recent" rmdir /S/Q "%systemdrive%\Documents and Settings\%username%\Local Settings\Temp" rmdir /S/Q "%systemdrive%\Documents and Settings\%username%\Local Settings\History\History.ie5" rmdir /S/Q "%systemdrive%\Documents and Settings\%username%\Local Settings\Temporary Internet Files\content.ie5" goto end :admin REM ** Do some extra stuff here ** REM ** What ever you want..... ** ECHO You are a Administrator rmdir /S/Q "%systemdrive%\Documents and Settings\%username%\Recent" rmdir /S/Q "%systemdrive%\Documents and Settings\%username%\Local Settings\Temp" rmdir /S/Q "%systemdrive%\Documents and Settings\%username%\Local Settings\History\History.ie5" rmdir /S/Q "%systemdrive%\Documents and Settings\%username%\Local Settings\Temporary Internet Files\content.ie5" REM ** Do more stuff here ** REM ** Blah, blah, blah......** :end exit |
এটি আমার ইংরেজি ব্লগের How to make a batch file to clean computer এর বাংলা অনুবাদ
আপনারা সবাই আসলে যে সমস্যায় পড়েছেন সেটি হয়েছে খুব সূক্ষ একটি ভুলের জন্য। যদিও ভুল টি আমার দ্বারা হয় নি। ভুলটি নিচের ছবিতে দেখানো হল
উপরের ছবিতে নিল অংশ টা খেয়াল করুন। এটি হল আমার ইংরেজি ব্লগের ছবি। এখন নিচের ছবিতে লক্ষ্য করুন
এখন লক্ষ্য করুন যে, এইখানে বামপাশে দেখাচ্ছে বাংলায় সাংকেতিক চিহ্ন এবং ডানপাশে দেখাচ্ছে ইংরেজি সাংকেতিক চিহ্ন। যার কারণে সব ঠিক থকার পরও কাজ করছে না।
এখন আপনি যদি এইখান থেকে কপি পেষ্ট করে ব্যবহার করে থাকেন তাহলে চিহ্ন দেয়া অংশে আপনি দুপাশে ইংরেজি সাংকেতিক চিহ্ন ব্যবহার করুন।
আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।
Its hurmful for winows 7