আসসালামুয়ালাইকুম আশা করি সবাই ভাল আছেন, আপনাদের দোয়াই আমি ও ভালই আছি কিন্তু আমার মনে হয় একটা ব্যাপার নিয়ে আপনারা বিরক্তির মধ্যে আছেন সেইটা হল ইউটিউব থেকে আইডিএম দিয়ে Resume Support ডাউনলোড আগে করা গেলেও এখন আর করা যায়না কিন্তু আমরা সহজ একটা কৌশল অবলম্বন করলেই ডাউনলোড করতে পারব Resume Support তাহলে চলুন আমরা মাঠ এ নেমে যাই,
প্রথমে আপনি যে ভিডিও টা ডাউনলোড করতে চান সেইটা পূর্বের মতই ডাউনলোড লাগাই দেন দেখবেন ডাউনলোড হচ্ছে না ! তারপর ডাউনলোড বন্ধ করে দেন এবং আবার ডাউনলোড সুরু করেন দেখবেন যে এইবার Resume Supported ডাউনলোড হচ্ছে। আশা করি আমার এই ছোট্ট টিউন টা আপনাদের উপকার এ দিবে। এবার এর মত বিদাই যদি কোন সমস্যা হয় বুঝতে অবশ্যই টিউমেন্ট করতে ভুলবেন না।
আমি mahbub rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 410 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি নিজেই আসলে জানিনা আমি কে !!!! তবে জানার চেষ্টা করতেই এই টেক্টিউন্স এ আসা !!
ফাইজলামি মার্কা পোস্ট করার জন্য জায়গা পান না ………ফাউল