কিভাবে একাধিক ভিডিও গান একসঙ্গে বিভক্ত করে দেখবেন? কোনটির সাউন্ড বন্ধ করে কোনটির সাউন্ড জোরে দিয়ে। এ বিষয়ে আগে টিউন হয়ে থাকলে দয়াকরে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। শুধুমাত্র নতুনদের জন্য ভাল লাগার একটি চমৎকার অপশন।
উদাহরণ:
মনে করেন আপনি একই সাথে একটি বাংলা গান শুনছেন কিন্তু পাশাপাশি একটি ইংলিশ এ্যাকশন ছবি দেখতে চাইছেন। আর সিনেমা দেখার সময় সাউন্ড মিউট/বন্ধ করতে চাইছেন। অর্থ্যাৎ একই সাথে দুটি ভিডিও ডিসপ্লে চচ্ছে কিন্তু একটির সাউন্ড বন্ধ করতে পারেন।
সমাধান:
আমরা সাধারণত KLight Codec pack (৩২১) নামের একটি সফটওয়ার এর কথা সবাই জানি।
First Step:-
Second Step:
Third Step:
বাংলা দিয়ে অপশন দিতে পারলাম না জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃক্ষিত। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমার আগের কিছু টিউনেও চোখ বুলিয়ে আসতে পারেন।
প্লিজ কোন খারাপ মন্তব্য করবেন না। যদি আগে প্রকাশ হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।
আমি skytipsbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks for share