সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ধারাবাহিক SEO টিপস

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

clicktoseoসিমানাপেরিয়েতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে য়ে ধারাবাহিক আয়োজন শুরু হয়েছিল তারি ধারাবাহিকতায় আজ প্রকাশিত হল তার দ্বিতীয় পর্ব।

গত পর্বে SEO নিয়ে লিখেছিলাম। আপনারা অনেক আগ্রহী SEO করতে আমি বুঝতে পেরেছি। কিন্তু সামনে আমার পরীক্ষা থাকায় আমি এখন অনিয়মিত। তাই টিউটোরিয়ালগুলো তাড়াতাড়ি দিতে পারছি না।  গত পর্বের শেষের কথাটি কি মনে আছে না থাকলে দেখে নিন এখান থেকে

হ্যা ভাই! ঠিকই ধরতে পেরেছেন। আজকে আমরা সার্চ ইঞ্জিন বিষয়ক আলাপ-আলোচনা করব।

সার্চ ইঞ্জিন কি?

সার্চ ইঞ্জিন কে তথ্য খোঁজার যন্ত্র বলতে পারেন।  ধরুন আপনার আম সম্পর্কে জানার দরকার বাংলাতে এবং ইংরেজিতে। আপনি কোন সার্চ ইঞ্জিনে গিয়ে Mango লিখে সার্চ করলে আম সম্পর্কে তথ্য এনে দেবে। সেখান থেকে আপনি আম সম্পর্কে জানতে পারবেন। আবার যদি বাংলাতে জানার দরকার হয় তাহলে “আম” লিখে সার্চ করলে আম সম্পর্কে তথ্য পাবেন।

আবার ধরুন আপনার আমের ছবি দরকার। ঠিক একইভাবে Image Search এ গিয়ে আপনি একইভাবে আমের হরেক রকম ছবি পেতে পারেন। এভাবে সার্চ ইঞ্জিন থেকে আমরা উপকৃত হয়ে থাকি।

সম্পূর্ন লিখাটি পাবেন এখানে

Level 2

আমি Masumul Haque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম মোহাম্মদ মাছুমুল হক ডাক নাম মাছুম।ব্যাচেলর সাবজেক্ট ছিল EEE , Stamford University আর মাস্টার্সের সাবজেক্ট MIS, Daffodil University। সর্বশেষ ফেয়ারট্রেড গ্রুপ এ আই টি ম্যানেজার হিসেবে কাজ করেছি। বর্তমানে নিজের প্রতিষ্ঠান পার্পল আই টি লিমিটেড এ পরিচালকের দায়িত্ত পালন করছি। ডোমেই হোষ্টিং ও ওয়েব ডেভেলপমেন্ট আমাদের মুল ব্যাবসা।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নিঝুম ভাই সম্ভবত আপনার শেষের লিংকটি ঠিক নেই একটু দেখবেন…………..

ধন্যবাদ ভাইয়া লিংকটি ঠিক করে দেয়া হয়েছে।

“নিঝুমদ্বীপ” লিখে সার্চ দিয়েছি।। অনেক মজা পেয়েছি। আম লিখে সার্চ না দিয়ে “নিঝুমদ্বীপ” লিখে সার্চ দিলে অনেক মজার কিছু পাবেন।। তাড়া তাড়ি,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ভাই রাগ করবেন না, আপনি বরং পরিক্ষা শেষে টিউন করূন।। ধন্যবাদ

তারা ভরা রাতে নিঝুমদ্বীপ লিখে সার্চ দিয়েছি কিন্ত মজার কিছু পেলামনা।মজার কি পেয়েছেন সেটা যদি আমাদের সাথে সেয়ার করতেন তাহলে আমরাও একটু মজাপেতাম।

টিউন এর ধন্যবাদ। আপনার জ়িলা নোয়াখালী?

আউয়াল ভাই দুঃখিত আমি নোয়াখালীর না।মতামত এরজন্য ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই………

নিঝুমদ্বীপ ভাই কিছু মনে করবেন্না যখন কোন টিউন করবেন চেষ্টা করবেন পুরা টিউন্টাই টেকটিউন্সে প্রকাশ করার জন্য,অনেকে কিন্তু একই টিউন অন্য কোন লিঙ্কে গিয়ে দেখতে আগ্রহিনা তাই টিউনের মাধ্যমে আপনি যেই উপকারটা এখানে করতে চাচ্ছেন অনেকে সেই উপকারটা থেকে বঞ্চিত হচ্ছে।

    আতাউর রহমান ভাই যাদের আগ্রহ আছে তারা পরবে।ধন্যবাদ আপনাকে

নিঝুমদ্বীপ কিছু মনে করবেন না , কপি-পেস্ট করে নিজের নাম দেয়ার কোন মানে হয় 🙁
এই লেখা টা আমাদের টপ টিউনার রাসেল আহামেদ ( টিউটো বিডি ) ভাইয়ের ।
প্রমানঃ Mohammad Hasan এর ব্লগ এটা দেখুন

ফাহিম রেজা বাঁধন ভাই কোথাওকি বলা হয়েছে লিখাটি আমার।পুরোটিউনটি যেখানে আছে সেকানে রাসেল আহমেদ এর নাম ই লিখা আছে।

Level 0

আপনার সাইটে ভিজিটর বাড়ানোর কৌশল ঠিক আছে, আমি এটাকে সমর্থন করি। অনেকের হয়তো আমার কথা পছন্দ হবেনা। ধন্যবাদ।

আমার SEO শেখার অনেক আগ্রহ। কয়েক দিন থেকেই গুগল সার্চ দিয়ে বেরাচ্ছি ভাল মানের বাংলা SEO টিউটোরিয়ালের জন্য।

আপনার হেডিংটাই শুধু ভাল লাগলো।
টিউন পরে মনে হল SEO অনেক দূরে। দুই পর্বেই কেবল সুচনা।

Gumanta লিখে সার্চ দিন আর দেখুন দুনিয়াটা কত্তো রঙিন!!!!!!!!!!!!!!!!!

Level 0

সোর্চ কাজে লেগেছে কিন্তু এখানে আপনার টিউনিঙ্গের কিছু বুঝলামনা

আশা করি আপনি আপনার টিউনের ধারাবাহিকতা বজায় রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Level 0

দুই লাইন লিখে টিউন করা তামাশা ছাড়া আর কি? অযথা সময় নষ্ট করার পায়তারা!!!