সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজ আপনাদের সাথে একটা সমস্যা ও তার সমাধানের কথা শেয়ার করবো। হয়তো সমাধানটি অনেকের জানা থাকতে পারে। তবে নতুন বন্ধুদের কথা ভেবে লেখা আর কি। আমরা অনেকেই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করি, কিন্তু একটা সমস্যা দেখা যায় যে কিছু দিন পর তা ফেইক লাইসেন্স দেখায়। কারন আমরা ভুলে আপডেট করে দেই। যদি এই আপডেট টা কে বন্ধ করা যায় তবে আর কোন সমস্যা হবে না। তো বন্ধুরা আমরা আমাদের কাজ শুরু করি।
১.রান কমান্ড( এটির জন্য কিবোর্ড থেকে Winkey + R)
২.রান কমান্ড আসার পর লিখবো regedit
এবং ইন্টার কি প্রেস করবো
৩.তারপর আমাদের যেতে হবে HKEY_CURRENT_USER\Software\DownloadManager এবং ডান পাশে থেকে LastCheck খুজে বার করতে হবে। এবার LastCheck এ ডাবল ক্লিক করে valu data তে 01/01/99 দিয়ে ওকে করে আপনার পিসি রিস্টার্ট করুন। 01/01/99 পর্যন্ত আর আপডেট চাইবে না IDM।
আমি সোহাগ কুমার সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanx