Windows operating system-এর CD কেনার সময় কিছু সাবধানতা অবলম্বন করুন

আমরা প্রতিনয়ত আমাদের কম্পিউটার সমস্যা করলে এবং তার সমাধানে কোন পথ খুজে না পেলে অবশেষে নতুন করে Winodws install দিয়ে থাকি। আর এর জন্য ব্যবহার করে থাকি বেশিরভাগ সময় modified CD. আর এই সিডি বেশিরভাগ সময় নেয়া হয় আমাদের কাছের কোন দোকান থেকে যেখানে এর মূল্য ধরা হয় ২৫-৩০ টাকা তাও আবার পাইরেটেড।

আপনাকে এই ২৫-৩০ টাকা দামে সিডিগুলো আপনাকে কি কি সেবা দিয়ে থাকে -

১। কোন সিরিয়াল কি দিতে হয় না, মানে অটো ইন্সটল নেয়।

২। বেশ কিছু থিম

৩। কিছু প্রোগ্রাম যা এক্সপি সেটাপের সময় হয়ে যায়।

৪। Customized CD মালিকের কিছু বিজ্ঞাপন এবং আরো অনেক কিছু।

এখন আসুন দেখি এর বিনিময়ে আপনার কাছ থেকে কি কি সেবা ওরা নিয়ে থাকে -

১। হয়রানি, যখন ঐ সিডি-টি আপনার কম্পিউটার সাপোর্ট করে না।

২। যখন আপনার কোন প্রোগ্রাম কাজ করে না এবং error দেখায় যে File missing. যার কারণে আপনাকে করতে হয় মানসিক চিন্তা

৩। বিরক্তির কিছু প্রোগ্রামের নিজ থেকে চালু হওয়া যখন Winodws login করে, যা ঐ customized cd মালিক আপনাকে ফ্রিতে দিয়ে থাকে CD-র সাথে।

এছাড়া আরো অনেক কিছু আছে যা আপনার কাছ থেকে নিয়ে থাকে।

এখন আমি আমার বিশ্লেষন তুলে ধরছি এর আলোকে -

আপনার হয়ত খেয়াল করেছেন যে, আমরা যখন কোন দোকানে যায় তখন বিভিন্ন ধরনের Windows CD পাওয়া যায় যেমন :- windows xp .......edition, windows XP 2009, windows xp 2010 এমনকি এমন কিছু সিডি বাজারে পাওয়া যায় যা Microsoft corporation-হার মানায় যখন দেখি যে Windows XP 2011 যা Microsoft release করে নি। এইতো গেল CD Edition এর কথা।

এবার আসি এর তৈরি করা নিয়ে

আমরা কম বেশি সবাই জানি যে, কিছু 3rd Party software দিয়ে Windows কে Customized করা যায়। যেমন : N-lite এবং V-lite.

এই সফট দিয়ে আপনি আপনার মতে করে windows cd বানাতে পারেন নিজের ব্যবহারের জন্য। আর এই সফটের সুযোগ নিয়ে বেশ কিছু ছোট লোক তাদের ছোট চিন্তা নিয়ে এইভাবে CD customized করে বাজারে নিয়ে আসে বিভিন্ন নামে এবং এডিশনে। আর বলে বেড়ায় যে এটি আপডেট সিডি। তাছাড়া যখন কোন ঐ সিডি ক্রেতা কোন সমস্যার কারণে ঐ সিডি বিক্রেতার কাছে যায় তখন ঐ বিক্রেতা কোন ধরনের যাছাই না করে সিডি বদলিয়ে দেন। আর উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যায়, যখন কোন অভিযোগকারি কোন অভিযোগ নিয়ে আসে তখন ঐ বিক্রেতা ঐ সিডি প্রস্তুতকারকে কাছে এর কারণ জানতে চেয়ে বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে দেয় এর কারণ খুজে বের করার জন্য।

আর আমাদের দেশে যারা সিডি বিক্রি করে তাদের বেশিরভাগ লোকের কাছে সিডি মানে গোলাকৃতির একটি জিনিস এবং যারা ঐ সিডিটি Customized করে তার কাছে শুধু সিডি রাইট এবং বিক্রি করা বুঝায়। যদি কোন সিডি সমস্যা করে windows install করার পর, তাহলে তা কেন হল তার কারণ খুজে বের করার সময় ঐ লোকের নেয়। যার ফলপ্রসূতে ভোগান্তি হয় ব্যবহারকারিদের।

উদাহরণ :- ধরুন সামপ্রতিক কোন প্রোগ্রাম আসল বাজারে যা কিনা আপডেট কম্পিউটার-এ কাজ করে এর উপযোগি করে এই সফটকে বাজারে ছাড়া হল এবং এর জনপ্রিয়তা অনেক বেশি। এখন কিছু ছোট লোক এর সুবিধা নিয়ে তাদের অতি মুনাফার আশায় তারা ঐ সফটকে windows xp cd-র সাথে slipstream করে বাজারে নিয়ে আসল এবং বলে বেড়াতে শুরু করল নতুন এবং আপডেট windows XP সিডি বাজারে এসেছে। আর এই কথা শুনে একজন সাধারণ পুরোন কম্পিউটার ব্যবহারকারি ঐ সিডি নিয়ে গিয়ে তার কম্পিউটারে ইন্সটল করল। ইন্সটল করার পর দেখল যে তার কম্পিউটার ঠিকমত কাজ করছে না। এবং সে নিজে বুঝে উঠতে পারল না এর কি কারণ। তাই সে ঐ দোকানে গেল এবং বলল, ভাই আপনার এই সিডি-তো আমার কম্পিউটারে কাজ করছে না।ঠিক তখন ঐ দোকানি বলে উঠল কেন ভাই, এই সিডিতো আমি হাজার এর মত বিক্রি করেছি কেউ তো এই কথা বলে নি। ওই সিডি ক্রেতা এবং বিক্রেতাদের  কি সমস্যা, আপনারা বের করে আমাকে জানান

আর এই ভোগান্তি থেকে মুক্তি পেতে আমি আপনাদেরকে বলব যে, আপনার ঐ সকল Customized CD ব্যবহার না করে বাজারে কিছু সিডি পাওয়া যায় যা কোন ধরণের modification করা হয় নি এইগুলো ব্যবহার করুন।

Blog and windows tutorial

আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

Level 0

আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কাজের কথা বলছেন এমদাদ ভাই, এক কথায় জটিল টিউন

    Level 0

    @ rajon530

    ভাইজান আপনাকেও ধন্যবাদ

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

একদম সঠিক কথা

ধন্যবাদ আপনাকে

    Level 0

    @ হিমালয়

    ভাইজান আপনাকে ধন্যবাদ

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

চমৎকার সব টিউন পাই আমরা আপনার কাছ থেকে….. ধন্যবাদ আসলে আমি এক্সপি বাজার থেকে যতগুলি কিনেছি তার মধ্যে কখনো ভাল কপি পাই নাই কিন্তু আমার এক বন্ধু বিদেশ থেকে যে কপি আমার জন্য পাঠিয়েছে প্যাক টু-২০০৩ তার তুলনা হয় না।
টিউনের জন্য ধন্যবাদ

    Level 0

    @ Monirsikder

    আপনাকে ধন্যবাদ, তাছাড়া আসল জিনিসের মজাই আলাদা

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

ভাই আমার সিডিটা একদম সিম্পল, আর আমি এটার কপি বানিয়ে ভাই বন্ধু অনেককেই দিয়েছি।
তাই বলছি কেনা কিনি বাদ দিয়ে যার টার ভাল রিপোট সেটা কপি বানিয়ে সবাই ব্যবহার করুন।
১০ টাকায় কেল্লা ফতে।

    Level 0

    @ চেষ্টায় সাঈদ

    ভাইজান আপনি অনেক ভাল কাজ করেন। পারলে আপনার পরিচিতদেরকে এই Customized সিডির অপকারিতা বুঝিয়ে বলুন।

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

Level 0

আপনার কাছে এর সমাধান আছে কি , ধন্যবাদ আপনাকে টিউনটির জন্য ।

    Level 0

    @ কমল ভাইজান

    আমি আপনাকে এতটুকু বলতে পারি যে, আপনি, আমি এবং আমরা সবাই এই Customized সিডি বাদ দিয়ে আসল উইন্ডোজ এক্সপি ব্যবহার করব। যাতে করে যারা এই ধরনের কাজ করে তারা যেন তাদের এই সিডি নিয়ে বসে বসে মশা মাড়তে পারে।

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

এমদাদ ভাই খুবেই চমৎকার একটা টিউন।আসলে আপনার প্রত্যেকটা টিউন খুবেই গুরুত্পুর্ন।আপনাক অসংখ্য ধন্যবাদ।

    Level 0

    @ আউয়াল ভাইজান

    আপনাকে ধন্যবাদ আপনার মতবাদের জন্য।

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

Electronix যে কোন পণ্য ক্রয়ের ক্ষেত্রে যা হয়- কেনার সময় এমন ভাব করে যেন বিক্রেতা সে আমার হাজার বছরের পরিচিত, কিন্তু কোন সমস্যা নিয়ে হাজির হলে তারা এমন ভাব করে যেন আমাকে তারা চিনেই না।
সমাধানঃ পকেটে একটা স্পাই পেন ক্যামেরা লাগিয়ে রাখবেন, বিক্রেতাকে জিজ্ঞেস করবেন, “নেয়ার পর যদি কোন সমস্যা হয় তাহলে এর সমাধান করে দিবেন কিনা? নিশ্চিত ধরে রাখবেন যে তারা আপনার প্রশ্নের উত্তরে “হাঁ” বলবে।
কেনার সময় আগেই ঠিক করে রাখতে হবে কি বলতে হবে, মনে রাখবেন দাবার চালে ভুল হলে আপনি হেরে যাবেন। @ all.

    Level 0

    @ সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও

    ভাইজান স্প্যাই পেনটা যদি সবাইকে দিতে পারতেন তাহলে সবাইকে দেখাইতাম কথার বরখেলাপ করার মজা কতটুকু।

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

এমদাদ ভাই,
আচ্ছালামুআলাইকুম। আপনাকে ধন্যবাদ সুন্দর একটা টিউন এর জন্য। আমি আপনার টিউন থেকে অনেক কিছু জানেত পারলাম। আমরা কিভাবে বুঝব যে কোনটা Customized CD না। আপনাকে আমার অনেক দরকার।

    ব্যক্তিগতভাবে আমি এমদাদ ভাইয়ের সাথে একমত। এর থেকে আর বেশি কিছু বলার নাই। 🙂

    আর Customized বলতে অনেক কিছুকে বুঝায়। তার মধ্যে অন্যতম ….
    ১. সিরিয়াল কি থাকবে না। মনে অটো সেটআপ।
    ২. বিভিন্ন থীম ও রং এর ছড়াছড়ি।
    ৩. বিভিন্ন ব্যক্তির নাম দিয়েও মানে যে ব্যক্তি সিডিটি কাস্টমাইজ করেন।
    ৪. সেটআপ দেয়ার সময় দেখবেন এক গাদা প্রোগ্রাম লোড হবে, যা আপনার কাজের ব্যঘাত ঘটাবেই। 🙁 এবং
    ৫. ভাইরাসগত সমস্যা।

    আমার কছে এরকম ৭ প্রকারের উইন্ডোজ এক্সপি এর কাসটমাইজ সিডি আছে। বাজারে বের হবার সাথে সাথে আমি সংগ্রহ করে দেখি কিন্তু আজ পর্যন্ত কোনটাতেও ভাল ভাকে কাজ করতে পারি নাই। সেটআপ দেয়া মাত্রই আবার পরিবর্তন করে ফেলতে বাধ্য হয়েছে। 🙁

      Level 0

      @ শাওন ভাইজান

      আপনাকে ধন্যবাদ বিষয়টি আরো বুঝিয়ে বলার জন্য।

      Blog and windows tutorial

      আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

    Level 0

    @ রানা ভাইজান

    আমাকে দরকার হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং সব সময় স্বাগতম আপনাদের সবাইকে। যতটুকু পারি তা দিয়ে সাহায্য করব সবাইকে।

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

খুবই দরকারী ইনফরমেশন ।
ধন্যবাদ ব্রাদার

    Level 0

    @ আইটেমপ্রেমী রুহুল

    ভাইজান আপনাকে ধন্যবাদ, আর আপনাকে পাওয়া যায় না কেন?

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

Level 0

এই মাত্র মন্তব্য দিয়ে আসলাম আমার ব্লগে, ধন্যবাদ আবারও।

    Level 0

    @ Nurjahan

    আপনাকে ধন্যবাদ আমার একটি নতুন নাম দেয়ার জন্য, আমার ব্লগে

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

ধন্যবাদ ভাই, আপনার সবগুলি টিউনই খুবই ভাল লেগেছে । উপস্থাপনও খুবই সুন্দর ।

    Level 0

    @ রমজান ভাইজান

    আপনাকেও ধন্যবাদ

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

আমি (DELUX Laptop made by china) use করি।2.30 min back up দিত। এখন 2-3 min পর হঠাৎ করে off হয়ে যায়। আর on হয় না। but charger লাগালে টিক ভাবে কাজ করে। battery ok আছে।কি করব please সাহায্য করুন।

    Level 0

    @ আবরার

    দুঃখিত ভাইজান এই ব্যাপারে আমি আপনাকে সাহায্য করতে পারছি না, কারণ CHINA product এর fixed কোন কারন সহজে বলা যায় না।

    Blog and windows tutorial

জ্বি emdad ভাই আপনার কথা ঠিক এই সমস্যা শুধু আমাদের দেশেই না বিশ্বের প্রায় সব দেশেই কম বেশী আছে।

    Level 0

    @ আতাউর রহমান ভাইজান,

    আমাদের সকলের উচিত এর প্রতিবাদ করা। আর এর প্রতিবাদ আমরা এই ধরনের সিডি ব্যবহার না করে জানাতে পারি।

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

Level 0

emdad ভাই আমরা আসলে পরিস্থিতির শিকার কি করব বলেন। তারপর বুঝিয়ে দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
http://mohonpurgps.webs.com/

    Level 0

    @ samrat tlp ভাইজান

    আপনাকেও ধন্যবাদ

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

যখন কোন ঐ সিডি ক্রেতা কোন সমস্যার কারণে ঐ সিডি বিক্রেতার কাছে যায় তখন ঐ বিক্রেতা কোন ধরনের যাছাই না করে সিডি বদলিয়ে দেন। আর উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যায়, যখন কোন অভিযোগকারি কোন অভিযোগ নিয়ে আসে তখন ঐ বিক্রেতা ঐ সিডি প্রস্তুতকারকে কাছে এর কারণ জানতে চেয়ে বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে দেয় এর কারণ খুজে বের করার জন্য।

২৫ টাকা দিয়া এত কিছু !!! পুরা আজাইরা।

    Level 0

    @ Fasik(ফাসিক)

    ভাইজান ২৫-৩০ টাকা আমাদের দেশের জন্য, উন্নত দেশে এর একটু বেশি।

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

ভাই অসাধারন টিউন, হালারা আসলে খুব বদমাইশ………

    Level 0

    @ অদ্ভুত ভাইজান

    আমরা যদি ওদের customized cd ব্যবহার করা বন্ধ করে দেই, তাহলে হয়ত কিছু হতে পারে।

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

এমদাদ ভাই আমার কম্পিউটার থেকে ডি ড্রাইভটি হারিয়ে গেছে। পেন ড্রাইভ প্রবেশ করারে ডি ড্রাইভটি শো করে কিন্তু শুধু পেন ড্রাইভে থাকা ফাইল গুলো দেখা যায় কিনতু ডি ড্রাইভে থাকা ফাইল গুলো দেখা যায় না। আবার পেন ড্রাইভ খুলে পেললে ডি ড্রাইভটি চলে যায়। এখন Heard disk পার্টিশন ছাড়া কিভাবে ডি ড্রাইভ ফেরত আনতে পারি বিস্তারিত বলবেন। বড় উপকার হবে আমার ।

    Level 0

    @ হেরার আলো

    ভাইজান আপনি কি D: ডিলিট করে দিয়েছেন নাকি খুজে পাচ্ছেন না। আপনার সমস্যার একটি স্ক্রিন শট দিয়ে এইখানে পোষ্ট করে দিন।

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

ভাই আমার কম্পিউটার ডি ড্রাইভটি হারিয়ে গেছে এখন এটি কিভাবে তার মধ্যে থাকা ফাইল গুলো সহ এটিকে উদ্ধার করতে পারি জনাবেন।

ভাই আপনি কি একটা সিডি বানিয়ে মিডিয়াফায়ারে আপলোড করতে পারেন না? আমরা ডাউনলোড করে নিব।

    Level 0

    @ তমাল ভাইজান

    আপনি যে কথা বললেন, একটা সিডি বানিয়ে আপলোড দেয়ার জন্য তা যদি করি তাহলে আমাকে আপনার এবং অন্যদের যতগুলো সম্ভব কম্পিউটার-এর কনফিগারেশন জানতে হবে। যেন সবার কম্পিউটারে কাজ করে।
    এখন এই কম্পিউটার কনফিগারেশব আমি কোথায় পাব যদি আপনারা আমাকে না দেন।

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

উপরে ফিটফাট ভিতরে সদরঘাট- customozed cd গুলো এইরকমই হয় । টিউনের জন্য ধন্যবাদ @ emdad ভাই ।

উপরে ফিটফাট ভিতরে সদরঘাট- customized cd গুলো এইরকমই হয় । টিউনের জন্য ধন্যবাদ @ emdad ভাই ।

    Level 0

    @ Bill Gates ভাইজান

    আপনাকেও ধন্যবাদ

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

    জি, একদম ঢাকা সদরঘাট, কিছুই দেখা যায়না !

      Level 0

      @ মুরাদ / Murad

      ভাইজান আসুন সবাই মিলে এইরকম জিনিসের প্রতি প্রতিবাদ শুরু করি, এদের ব্যবহার থেকে বিরত থাকলে, এমনিতে এর প্রতিবাদ হয়ে যাবে।

      Blog and windows tutorial

      আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum