নাম ছাড়াই ফোল্ডার তৈরী করুন এবং হিডেন করা ছাড়াই লুকিয়ে রাখুন আপনার প্রয়োজনীয় ফোল্ডার by LuckyFM (এক্স_টিপস-২)

আসসালামুআলাইকুম,

উইন্ডোস এক্সপির ধারাবাহিক টিউনের অংশ হিসেবে আজকে হাজির হলাম কিভাবে ফোল্ডারকে হিডেন না করেও মানুষের চোখকে ফাকি দেওয়া যায় সেটা নিয়ে।

ধরুন অনেকে ফাইল হিডেন করে প্রয়োজনীয় অথবা গোপণীয় ফাইল ফোল্ডার অপশনের হিডেন অপশন থেকে। তো সেটাত ফাইল সার্চ অপশন থেকেই এডভাঞ্চ অপশনে গিয়ে সার্চ করলেই পাওয়া যায়।কিন্তু আমি যে পদ্ধতি নিয়ে হাজির হয়েছি তার আংশিক অনেক যেনে থাকবেন আর কেউ কেউ হয়ত সেটাও জানেননা। তাহলে কি জানা থেকেও বিরত থাকবেন নাকি??

টিউন টপিকসঃ

১. উইন্ডোসে যেকোন নামে অথবা নামবিহীন ফোল্ডার তৈরী করা

২. ফোল্ডার ইনভিসিবল করা (হিডেন অপশন ব্যবহার করা ছাড়া)

টপিকস-১

সাধারনত আপনার কম্পিউটারে CON, COM1, COM2, COM3, COM4, COM5, COM6, COM7, COM8, COM9,, PRN, AUX, NUL ,LPT1, LPT2, LPT3, LPT4, LPT5, LPT6, LPT7, LPT8, LPT9 এই নামে ফোল্ডার খোলা যাবেনা কারন এগুলো সিস্টেমের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভাইসের নামের সাথে মিলে যায়। কিন্তু আপনি সেই নামেও খুলতে পারবেন Alt  ধরে তারপর ০১৬০ অথবা ২৫৫ ডিজ়িট চেপে।

যেমনঃ নতুন একটা ফোল্ডার খুললেন তার নাম রেনেম করুন অন্য/যেকোন নাম লেখার আগে ০১৬০ অথবা ২৫৫ চাপুন এবার আপনি যেকোন নাম লিখবেন তা কম্পিউটার গ্রহন করবে। তাহলেত হয়েই গেল নামবিহীন ফোল্ডার তৈরী আবার যেকোন নামেও তা হল।

টপিকস-২

প্রথম টপিকসকে কাজে লাগিয়ে আমরা একটি নামবিহীন ফোল্ডার তৈরী করলাম। তারপর আসল কাজ। ফোল্ডারটির প্রপারটিজের Customize অপশনের Change Icon এ গিয়ে এক বা একাধিন ইনভিসিবল আইকন পাবেন। সেটা সিলেক্ট করে ওকে দিয়ে বের হয়ে আসুন। কি মজাটা দেখলেন ?? তৈরী হয়ে গেল আপনার ইনভিসিবল ফোল্ডার। এই ফোল্ডারটির যেহেতু কোন নাম নেই তাই একে খুজেও পাওয়া যাবেনা।

এতক্ষন যা দেখালাম তা বুঝে থাকলেত ভালোই না বুঝলেও আমিত আছিই। আর সাথে সাথে স্ক্রীণশট গুলোও দেখে নিন

1

2

3

4

আপনাদের ভালো বা খারাপ যাই লাগুকনা কেন মন্তব্য করতে ভুলবেননা

সবাই ভালো থকাবেন।

আর হা আপনার গ্যাসের চুলাটি অপ্রয়োজনে ঝলছে কিনা; ঝললে তা নিভিয়ে রাখুন

-আল্লাহ হাফেজ

Level 0

আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আগে জানা ছিল।

তবে নতুনদের কাজে লাগবে ধন্যবাদ।

    Level 0

    যাক তাহলে কিন্তু শেয়ার করা উচিত ছিল
    ধন্যবাদ

    Level 2

    আপনাদের যার যা কিছু আগে থেকেই জানা আছে এবং জানেন, সেগুলো কে এই ব্লগ সাইট এবং জ্ঞানপিপাসু ভিজিটরদের স্বার্থে এই ব্লগে টিউন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য

ধন্যবাদ আপনাকে তথ্যটি উপস্থাপন করার জন্য ।

Lucky is the best.Keep going…

    Level 0

    No 1 is the BEST in this WORLD bro

    thank u

    i’ll keep going …..

ধন্যবাদ আপনাকে টিউনটি শেয়ার করার জন্য।

    Level 0

    আপনাকেও শুভেচ্ছা টিউনটি পড়ার জন্য

জানা জিনিস। তবে ট্রিক্সটি নতুন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

    Level 0

    এইজন্যই বলে দূর দেশে ভ্রমনে না গিয়ে আগে আঙ্গিনার প্রজাপতির সুন্দর্য্য উপভোগ করতে

Level 0

টিউনটি ভাল হয়েছে 🙂 টিউনের শেষে জনসচেতনতামূলক তথ্য প্রদানের জন্য অশেষ ধন্যবাদ 🙂

    Level 0

    আপনার কমেন্ট পেয়ে লাইনটিকে বোল্ড করে দিলাম

খুবই ভাল একটা টিপস আমি কাজে লাগাবো যখন এক্সপি ইউজ করব আর সেভেন হলে এখুনি করতাম,টিপসটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

    Level 0

    আমি চেষ্টা করছি অতি শীগ্রই উইন্ডোজ-৭ এর টিপস গুলো নিয়ে আসতে

কত কিছু জানি না……… জানানোর জন্য ধন্যবাদ।

    Level 0

    খুব সামান্য জিনিস হলেও জানাতে পেরে ভাল লাগছে

ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে……………….>

Level 0

ভাল একটা টিপস, চেষ্টা করে দেখি। ধন্যবাদ আপনাকে।

আহা মজারে………..।

খুবই ভাল লাগল। ধন্যবাদ শেয়ার করার জন্য।

ওরে আল্লাহ !!!!!!!!!!!!!!!!!!!!! কত্তো কিছু জানেরে…………………………….!!!

জানার কোনো শেষ না। যতই পডিবে ততই শিখিবে। ধন্যবাদ আপনাকে তথ্যটা শেয়ার করার জন্য। নাইস টিউন

    Level 0

    জানার কোনো শেষ নাই || যতই পডিবে ততই শিখিবে ||

    খুবই মূল্যবান দুটি কথা

LuckyFM >>>
Invisible তো করলাম কিন্তু পরবর্তিতে আমি নিজে যদি Folder-টির নাম অথবা Folder-টি কোথায় আছে তা ভুলে যাই তখন কি করে সেটা পুনরুদ্ধার করবো?…
~ !

পরথমে টিউনাররে ধন্যবাদ

তারপর আমি আজকে বাইধ্য হইলাম টেক্টিউনে নিজের নামে ঢুকতে
একমাত্র আপনিই সেই ব্যক্তি যে কিনা এটা জানে
তাহলে আপনার কথামত আপনিই সেই গোরু না কিন্তু শব্দটা গরু
আপনার ধন কি ভাই বেশি বাইরা গেছে ???
কি বাল যে আপনি শেআর না শেয়ার করেন তা সবাই দেখছে
এসব গাধাগুলো যে কোথাথেইকা উইঠা আসে????

mistu ভাই আমি কিন্তু আপনাকে কিচ্ছু বলি নাই, এটা শুধু অই কমেন্টের জবাব

Level 0

আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি
কারন টেক্টিউনের পরিবেশ দিনে দিনে অবনমিত হচ্ছে কিছু ভিসিটর কাম হাতুড়ি টীউনারের কারনে
এর প্রমান আমাদের Mistu Brother
SHAME ON U

Level 0

এডমিনের দৃষ্টি আকর্ষন করছি

Level 0

আর হা আপনার গ্যাসের চুলাটি অপ্রয়োজনে ঝলছে কিনা; ঝললে তা নিভিয়ে রাখুন। এই লেখাটার জন্য পিলাচ + পিলচি