এই সমস্যাটা আমাদের সবসময় হয় যখন নতুন কোন অপারেটিং সিস্টেম আসে। এবং এই নতুন অপারেটিং সিস্টেম নিয়ে আমদের অনেক অভিযোগও থাকে।তার মধ্যে একটি অন্যতম অভিযোগ হল, নতুন অপারেটিং সিস্টেমগুলোতে আগের অপারেটিং সিস্টেমগুলোর প্রোগ্রাম চলে না।
উদাহরণ হিসেবে Windows seven/7 এর কথা বলি। Windows seven/7 যখন বাজারে আসে তখন কম বেশি সবাই একটি কথা বেশি বলেছিল আর তা হল Windows xp এর প্রোগ্রামগুলো windows seven/7-এ চলে না।
আর আমরা যারা এই মতবাদে বিশ্বাস করি, তারা সবাই ভুল করি। কারণ মাইক্রোসফট যখন নতুন কোন অপারেটিং সিস্টেম বাজারে আনে তখন কিন্তু আগের অপারেটিং সিস্টেমগুলোর কথা বিবেচনা করা হয়। আর এই আগের অপারেটিং সিস্টেমগুলোর কথা চিন্তা করতে গিয়ে তার একটি সেবা যোগ করে যার নাম Program Compatibility. এই program compatibility দ্বারা আপনি আপনার আগের অপারেটিং সিস্টেমগুলোর প্রোগ্রাম চালাতে পারবেন খুব সহজে।
তাহলে আসুন দেখিয়ে দিই কিভাবে এর ব্যবহার করতে হবে।
আমি এইখানে Windows seven/7 এর টা দেখিয়ে দিই ।
প্রথমে আপনি আপনার পছন্দের প্রোগ্রাম এর উপর রাইট ক্লিক করে এর Properties -এ যান। এরপর এইখান থেকে Compatibility Tab-এ যান। নিচের মত একটি ছবি আসবে
এখন এইখান থেকে "Run this program in compatibility mode for" এর উপর ঠিক চিহ্ন দিন। দেখুন এইখানে settings থেকে আপনি আপনার প্রোগ্রামের জন্য ভিবিন্ন অপশন ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, আপনি এইখান থেকে আপনার পছন্দের প্রোগ্রামগুলো কোন অপারেটিং হিসেবে চালু হবে তাও দেখিয়ে দিতে পারবেন। নিচের ছবিটি দেখুন
আশা করি এখন থেকে আর কেউ বলবে না যে, Windows seven/7 সব প্রোগ্রাম চলে না।
আরো বিস্তারিত দেখতে পারেন এইখানে
আপনাদের কম্পিউটার বিষয়ে যে কোন সমস্যা আমাকে জানাতে পারেন এইখানে
আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।
খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ।