উইন্ডোস এক্সপিতে তৈরী করুন Special User Profile অথবা লুকায়িত প্রোফাইল by LuckyFM

আসসালামুয়ালিকুম,

আবারো চলে এলাম আপনাদের কাছে আমার ১৯তম টিউন নিয়ে।

আগামি কয়েক দিন আশা করি বেশ কিছু টিউন করব যা গত কয়েকদিন থেকে তোইরী করছিলাম। পাশা পাশি আমি ফটোশপ টিউটোরিয়াল নিয়ে কিছুটা ব্যাস্ত। ফটোশপের ব্যপারে যারা আগ্রহী তা কিভাবে টীউন গুলো চাচ্ছেন মানে ভিডিও নাকি পিকচার আকারে তা জানাতে পারেন।

যা হোক আজকে আপনাদের দেখাব কিভাবে উইন্ডোস এক্সপিতে Special Account বা হিডেন একাউন্ট তোইরী করবেন

তো চলুন শুরু করা যাক।

Start

>>Run

>>regedit

>>HKEY_LOCAL_MACHINE

>>SOFTWARE

>>Microsoft

>>Windows NT

>>CurrentVersion

>>Winlogon

>>SpecialAccounts

>>UserList

প্রথমে উইন্ডোসের Start মেনু থেকে রান এ গিয়ে regedit লিখে এন্টার চাপুন।HKEY_LOCAL_MACHINE এ গিয়ে SOFTWARE চাপুন, তারপর Microsoft>>Windows NT>>CurrentVersion>>Winlogon>>SpecialAccounts>>UserList প্রতিটি ধাপ অনুসরন করুন।

>>Right click from mouse>>New>>DWORD VALUE>>LuckyFM

Value 0

এখন এখানে যে নামে আপনি হিডেন বা Special ব্যবহারকারির প্রোফাইল তৈরী করতে চাচ্ছেন সেই নামে নতুন একটি DWORD ভেলু তৈরী করে নিতে হবে। এবং তার মান ০ দিতে হবে।

নিচের স্ক্রীণশটটি দেখুন, আমি সেখানে LuckyFM নামে একটি ব্যবহারকারির প্রোফাইল তৈরী করেছি।

making Special account by LuckyFM

এরপর আপনি যখন লগ ইন করবেন তখন Ctrl+Alt+Del দুইবার চাপুন তারপর আপনার ব্যবহারকারীর নাম লিখুন LuckyFM এবং পাশওয়ার্ড দিন লগ ইন করুন।

আত ইঞ্জয় করুন

আজকে এই পর্যন্তই থাক।

-আল্লাহ হাফেজ

টিউনটি আগে আমার ব্লগে প্রকাশিত

how-to-open-special-user-for-windows-xp

আপডেট

এই Special User এর প্রয়োগ (Application):

মনে করুন আপনি একটা রুম ভাড়া করেছেন

তো সেটা ৮০০*৬০০ স্কোয়ার ফিট হলে সেটাতে বেশ কয়েকটা পার্টিশন থাকে
১ বেড, ১ ডিনিং, ১ ড্রয়িং, ...

তো এগুলো আলাদা আলাদা পার্টিশন রাখার প্রয়োজনিয়তা যেমন ঠিক তেমনি উইন্ডোসে ধরুন আমি আর্কিটেকচারের কাজ করি + গেইমস ও খেলি। কিন্তু আমি যেসব গেইমস খেলি বা আর্কিটেকচারাল কাজ করি তা যেন অন্য কেউ না করতে পারে তার জন্য এই Special হিডেন User প্রোফাইল

Level 0

আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ আপনাকে, ভাই win 7 টিউন আসা করি । ফটোশপটা ভিডিও টিউটিরিয়াল হলে ভাল হয়।

    Level 0

    অতি শীগ্রই আসছে উইন্ডোজ-৭ টিউন

    ফটোশপ আগে ইমেইজ সহকারে টিউন করব পরে কমেন্টের উপর নির্ভর করে ভিডিও করব

    ধন্য বাদ আপনাকে

অনেক দারুন ট্রিকস। ধন্যবাদ luckyFM ভাই।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ
    ভালো লাগছে দারুন ট্রিকস দিতে পেরে

সুন্দর টিউন ধন্যবাদ। লাকি ভাই আপুনি বলেছিলেন উইন্ডোজ় ৭ ইন্সটল নিয়ে একটা টিউন করবেন। আশা করি সম্প্রতি টিউনটা করবেন।

    Level 0

    ইনশাল্লাহ
    উইন্ডোস-৭ এর টিউন নিয়ে হাজির হচ্ছি

প্রশ্নঃ উইন্ডোস এক্সপিতে Special User Profile তৈরী করে লাভটা কি তাতো বললেন না?

    Level 0

    মনে করুন আপনি একটা রুম ভাড়া করেছেন

    তো সেটা ৮০০*৬০০ স্কোয়ার ফিট হলে সেটাতে বেশ কয়েকটা পার্টিশন থাকে
    ১ বেড, ১ ডিনিং, ১ ড্রয়িং, …

    তো এগুলো আলাদা আলাদা পার্টিশন রাখার প্রয়োজনিয়তা যেমন ঠিক তেমনি উইন্ডোসে ধরুন আমি আর্কিটেকচারের কাজ করি + গেইমস ও খেলি। কিন্তু আমি যেসব গেইমস খেলি বা আর্কিটেকচারাল কাজ করি তা যেন অন্য কেউ না করতে পারে তার জন্য এই Special হিডেন User প্রোফাইল

    আশা করি বুঝাতে পেরেছি

অসাধারন একটা টিপস দিলেন লাকী ভাই এই রকম একটা টিপস উইন্ডোজ-৭ এর জন্যও চাই,আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    Level 0

    চেষ্টা থাকবে

    আচ্ছা আতাউর ভাই আপনার কাছে একটা জিনিস জানতে চাই

    ফটোশপ || সফটয়ার || উইন্ডোজ || হ্যাকিং || গেইমস ||

    এগুলোর কোনটা নিয়ে আমি টিউন করব
    মানে সব গুলো নিয়ে কম বেশি করলেও স্পেশালি কোনটা নিয়ে করব ???
    জানাবেন

    দিলেন্না চিন্তায় ফালাইয়া অন্ধ ব্যক্তির কাছে জানতে চান কোন পথে যাব।
    যাক আমি আমার ব্যক্তিগত পছন্দ একটু খানি বলি,হ্যাকিং ও গেইমস এই দুইটাতে আমার কোন আগ্রহ নাই বাকী তিনটা অফশনই আপনার জন্য রেখে দিলাম তবে আমার ভিডিও এডিটিং এর উপরও অনেক ইচ্ছা আছে যদিও খুব একটা পারিনা।
    আর যদি আপনাকে পরামর্শ দিতে বলেন যদিও এই যোগ্যতা আমার নাই,তবুও বলব যেটার উপর আপনার দখল বেশী এবং আপনি ভাল বুঝেন আর স্বাচ্ছন্দ বোধ করেন সেটা নিয়েই টিউন করবেন এবং ইহাই সবছেয়ে উওম বলে মনে করি।

Level 0

জটিল টিপস… আগে কখনও ভাবি নাই, দেখিও নাই, চিন্তাও করি নাই।

    Level 0

    আমার কাছে ত সোজাই লাগল ;D ;D

    আগে ভাবেননি তো কি হয়েছে ?? এখন ভাবেন + দেখেন + চিন্তাও করেন

Level 0

What is the function of Special user profile ?
When should I use this profile ?
And what is the benifit of it ?

    Level 0

    আপডেট লিখে দিয়েছি আশা করি পড়ে নিবেন
    ধন্যবাদ

ধন্যবাদ আপনাকে ভা্ই । খুবই গুরুত্বপূন’ তথ্যটি শেয়ার করার জন্য । ফটোশপের ভিডিও টিউটোরিয়াল হলে ভাল হয় ।

    Level 0

    চেষ্টা থাকবে
    ধন্যবাদ আপনাকেও

Level 0

ভাল হয়েছে,ধন্যবাদ 😀

Level 0

সত্যি কাজের একটা টিপস দিলেন ভাই, অনেক অনেক ধন্যবাদ।

Level 0

হুমম, ভালোই 🙂