আসসালামুয়ালিকুম,
আবারো চলে এলাম আপনাদের কাছে আমার ১৯তম টিউন নিয়ে।
আগামি কয়েক দিন আশা করি বেশ কিছু টিউন করব যা গত কয়েকদিন থেকে তোইরী করছিলাম। পাশা পাশি আমি ফটোশপ টিউটোরিয়াল নিয়ে কিছুটা ব্যাস্ত। ফটোশপের ব্যপারে যারা আগ্রহী তা কিভাবে টীউন গুলো চাচ্ছেন মানে ভিডিও নাকি পিকচার আকারে তা জানাতে পারেন।
যা হোক আজকে আপনাদের দেখাব কিভাবে উইন্ডোস এক্সপিতে Special Account বা হিডেন একাউন্ট তোইরী করবেন
তো চলুন শুরু করা যাক।
Start
>>Run
>>regedit
>>HKEY_LOCAL_MACHINE
>>SOFTWARE
>>Microsoft
>>Windows NT
>>CurrentVersion
>>Winlogon
>>SpecialAccounts
>>UserList
প্রথমে উইন্ডোসের Start মেনু থেকে রান এ গিয়ে regedit লিখে এন্টার চাপুন।HKEY_LOCAL_MACHINE এ গিয়ে SOFTWARE চাপুন, তারপর Microsoft>>Windows NT>>CurrentVersion>>Winlogon>>SpecialAccounts>>UserList প্রতিটি ধাপ অনুসরন করুন।
>>Right click from mouse>>New>>DWORD VALUE>>LuckyFM
Value 0
এখন এখানে যে নামে আপনি হিডেন বা Special ব্যবহারকারির প্রোফাইল তৈরী করতে চাচ্ছেন সেই নামে নতুন একটি DWORD ভেলু তৈরী করে নিতে হবে। এবং তার মান ০ দিতে হবে।
নিচের স্ক্রীণশটটি দেখুন, আমি সেখানে LuckyFM নামে একটি ব্যবহারকারির প্রোফাইল তৈরী করেছি।
এরপর আপনি যখন লগ ইন করবেন তখন Ctrl+Alt+Del দুইবার চাপুন তারপর আপনার ব্যবহারকারীর নাম লিখুন LuckyFM এবং পাশওয়ার্ড দিন লগ ইন করুন।
আত ইঞ্জয় করুন
আজকে এই পর্যন্তই থাক।
-আল্লাহ হাফেজ
টিউনটি আগে আমার ব্লগে প্রকাশিত
মনে করুন আপনি একটা রুম ভাড়া করেছেন
তো সেটা ৮০০*৬০০ স্কোয়ার ফিট হলে সেটাতে বেশ কয়েকটা পার্টিশন থাকে
১ বেড, ১ ডিনিং, ১ ড্রয়িং, ...
তো এগুলো আলাদা আলাদা পার্টিশন রাখার প্রয়োজনিয়তা যেমন ঠিক তেমনি উইন্ডোসে ধরুন আমি আর্কিটেকচারের কাজ করি + গেইমস ও খেলি। কিন্তু আমি যেসব গেইমস খেলি বা আর্কিটেকচারাল কাজ করি তা যেন অন্য কেউ না করতে পারে তার জন্য এই Special হিডেন User প্রোফাইল
আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ আপনাকে, ভাই win 7 টিউন আসা করি । ফটোশপটা ভিডিও টিউটিরিয়াল হলে ভাল হয়।