ফায়ারফক্স এর প্রয়েজনীয় চারটি অ্যাডঅন

ওয়েব ব্রাউজ করতে নিচের অ্যাডঅনগুলো আসা করি কাজে লাগবে। টেকটিউনসে এ টিউনটি আসা করি এগে দেয়া হয়নি। হলে আমি দায়ীনই। কারন আমি সার্চ করে এ টিউনটি পাইনি।

১. ইন্টারনেট ব্রাউজ করার সময় বিভিন্ন বিজ্ঞাপন দেখা যায়। এ বিজ্ঞাপন আসার জন্য পেজ লোড হতে সময় বেশী লাগে। এ সব বিজ্ঞাপন বন্ধ করতে ফায়ারফক্সে AdBlock নামে একটি এ্যাডঅন আছে। অ্যাডঅনটি এখানে পাবেন। এটি চালু রাখলে পেজ লোড হওয়ার সময় কোন বিজ্ঞাপন আসবে না। এটি দিয়ে আপনি নিজেও পেজের বিভিন্ন জিনিস ব্লক করতে পাবেন।
২. ফ্ল্যাসের কারনেও পেজ লোড হতে সময় লাগে। ফ্ল্যাস ব্লক করার জন্য Flash block অ্যাডঅনটি ব্যবহার করতে পারেন। এ অ্যাডঅনটি এখানে পাবেন।
৩. অনেক সাইটে কুরুচি পূর্ন কথা, ছবি ইত্যাদি থাকে। এসব সাইট ব্লক করতে ফায়ারফক্সের Procon অ্যাডঅনটি ব্যবহার করতে পারেন। এটি এখানে পবেন।
৪. ফায়ারফক্সে কোন কিছু ডাউনলোড হলে তা ফয়ারফক্সের নিচে দেখার জন্য Download bar ব্যবহার করতে পারেন। এটি এখানে পাবেন।

বিভিন্ন সাইটের ঠিকানা নিয়ে একটা সাইট বানালাম। এখান থেকে ঘুরে আসতে পারেন।

Level 0

আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ টিউনের জন্য । ১ম টা দরকার লাগবে। আগে দেখি আমারটাতে সাপোর্ট করে কিনা।
এতক্ষণ আপনার সাইট দেখিছিলাম।

    ধন্যবাদ response করার জন্য 🙂

আপনাকে অনেক ধন্যবাদ। এ টিউনটি আমার খুব কাজে আসবে।

Level 0

অনেক ধন্যবাদ সোহাগ ভাই,খুব প্রয়োজনীয় জিনিস দিয়েছেন।Adblock আমি অনেক দিন ধরে ব্যবহার করে আসছি,খুব ভাল কাজ দেয়!বাকিগুলো ব্যবহার করে দেখব,আশা করি এগুলোও অনেক ভাল কাজে দিবে 😀 আরেকটি কথা,এই টিউন আগে হয়েছে কিনা তা নিয়ে এতো দুশ্চিন্তা করার কি আছে!!! থেকে থাকলেও তাতে যদি আপনার মত করে বলা না হয় তবে সমস্যা কোথায়! Regular user হিসেবে আপনি ভাল করেই জানেন যে,এই Topic নিয়ে Recently কেউ টিউন করেনি।অতএব,নিশ্চিন্তে টিউন করে যান 🙂

    আপনার suggestion এর জন্য ধন্যবাদ।

thanks

অনেক ধন্যবাদ সোহাগ ভাই