ঘরে বসেই বানিয়ে নিন ২৫০০০ টাকা মূল্যের 3D চশমা, মাত্র ৭০ টাকায়! সত্যি!

শিরোনাম দেখে আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হোন আর যাই হোন, ব্যপারটা আসলেই সম্ভব। ঐদিন টেকটিউনস এর ''সাহায্য'' বিভাগে কেউ একজন 3D চশমার ব্যপারে জানতে চেয়েছিল। তারপর থেকে আমিও এ ব্যপারে কৌতুহলী হয়ে উঠি। কিন্তু খোজ নিয়ে জানতে পারলাম যে একেকটি 3D চশমার দাম প্রায় ২৫০০০ টাকা! তারপর থেকে বিকল্প কিছু আছে কিনা তা জানতে চেষ্টা করি। এখানে সেখানে ঢু মারতে মারতে একটি ব্লগে এ ব্যপারে বিস্তারিত জানতে পারি। আর তা-ই আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করলাম।

3D চশমা বানানোর জন্য যা যা প্রয়োজন-

১। মোটা কাগজ(খাতার মলাট-ও ব্যবহার করতে পারেন)
২।ক্যাচি, পেপার কাটার/ব্লেড
৩।লাল এবং নীল রং এর সেলোপিন(Celopin) পেপার (যেকোন বিয়ের সাজানির দোকানে পাবেন)
৪।আঠা ( ফেভিকল হলে ভাল হয়)

মূল্য-তালিকা:

*সেলোপিন পেপার- লাল রং এর একটি + নীল রং এর একটি(১৫+১৫=৩০ টাকা)
*ফেভিকল আঠা - ৩০ টাকা।
*প্রিন্ট খরচ- সর্বোচ্চ ১০ টাকা

আর অন্যান্য জিনিশ(ক্যাচি, ব্লেড/পেপার কাটার, মোটা মলাট) সাধারনত সবার ঘরেই থাকে।

এবার মুল পর্বে আসা যাক। প্রথমে এইখান থেকে   https://docs.google.com/viewer?url=http://www.google.com/intl/en/landing/chrome/cadie/glasses.pdf    ফাইলটি ডাউনলোড করে নিন, অথবা ফাইলটি দেখে দেখে ছবিটি প্রথমে একে নিন এবং পরে কেটে নিন মাপ্ মত। আর চশমার পা দুটিও কেটে নিতে ভুলবেন না।

এবার, চশমাটি চোখে দিলে যে পাশটি ডানদিকে থাকে সেপাশে নীল সেলোপিন পেপার আঠা/গাম দিয়ে লাগিয়ে নিন। অনুরুপভাবে অপরপাশে অর্থাৎ বামপাশে লাল সেলোপিন পেপার লাগিয়ে নিন। এবার আঠা দিয়ে পা দুটিও লাগিয়ে নিন।

শুকানোর জন্য ১৫ মিনিট সময় দিন। ব্যস, তৈরি হয়ে গেল 3D চশমা। এবার উপভোগ করুন....।

চাইলে এখান থেকে   (http://farm4.static.flickr.com/3442/3381129221_99713d985c_o.jpg)  কিছু 3D image Download করে নিতে পারেন। অথবা   http://images.google.com  এ সার্চ দিতে পারেন।

আপনাদের অনুপ্রেরনা আমাকে অনেকদূর নিয়ে যাবে আশাকরি। আর এই পোষ্ট'টির পেছনে যার অবদান অস্বীকার করা যাবেনা সে হচ্ছে: স্বপ্নকর

Level 0

আমি মেঘবন্ধু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঠিক আছে ভাইজান। চেষ্টা করি।

অনেক ভাল টিউন করেছেন আপনি, সৃষ্টিশীলতা আছে বলতে হয়। টিউনের জন্য ধন্যবাদ। আগামীতে আরো ভাল টিউন পাব এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি।

    আপনাকেও ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরনা আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে।

তারপর এর কার্যকারীতা কি ?
আমি আসলে জানি না, একটু জানালে খুশি হতাম!

    এই ধরনের চশমাগুলো আপনাকে ছবি দেখার সত্যিকারের Experience এনে দিবে। তবে সব ছবি আপনি এভাবে উপভোগ করতে পারবেন না। কিছু কিছু ছবি ভালো লাগবে। যেমন ধরুন- Avatar.

    Level 0

    মেঘ ঠিক বলেছেন।

আপনি এটা ব্যবহার করেছেন? করে থাকলে কেমন লেগেছে বিস্তারিত বলেন।

    গতকাল-ই তো বানালাম। আমার কাছে খুব একটা খারাপ লাগেনি।

আমি অনেক আগেই এটা তৈরী করেছিলাম আসলে এর তেমন কোনো কাজ নাই 3D চশমা শুনতে খুব ভাল শুনালেও এটার কাজটা খুব জটিল আপনার যদি nvidia গ্রাফিক্স card থাকে তাহলে বোধ হয় কিছুটা সুবিধা করতে পারবেন

    আমার কাছে কিন্তু খুব একটা খারাপ লাগেনি। মানে “সামসু মিয়ার ব্যাটার ঘরের নাতি(Something is better then nothing)” আর কি!

Level 0

হা হা হা…থ্রীডি চশমার দাম ২৫০০০ টাকা! আয় হায়! আমি এই পযর্ন্ত মিনিমাম ৩০ টা চশমা ফেলে দিয়েছি বিনে! আই হাই! কি মিস কর্লাম! কেউ বিজনেস কর্তে চাইলে আওয়াজ দেন! এই চশমা মুভি কিন্তে গেলে ফ্রিতে দেয়!

    ভাই, কোথায়, কোন মুভি কিনতে গেলে ফ্রি দেয় বলবেন কি? আর আমি নিজে থেকে বলছিনা যে এটার দাম ২৫০০০ টাকা। আমি আমাদের দেশের দুইটি বড় কম্পিউটার মার্কেট বি.সি.এস কম্পিউটার সিটি এবং মাল্টিপ্ল্যান সিটি ঘুরে আপনাদের দামটা জানিয়েছি। বি.সি.এস কম্পিউটার সিটিতে পাইনি কিন্তু মাল্টিপ্ল্যান সিটিতে পেয়েছিলাম। তারাই আমাকে দামটা জানিয়েছে।

    Level 0

    ভাইয়া, আমিতো দেশের বাইরের কথা বলছি। ত্রিডিতে দেখা যায় এমন কোন মুভি কিনতে গেলে এখানে একটা চশমাও ফ্রি দিয়ে দেয়। তাছাড়া সিনামা হলে কোন ত্রিডি সিনামা দেখতে গেলেও ফ্রি গ্লাস দিয়ে দেয়! এত গুলা গ্লাস যে আমি ফেলে দিয়েছি, নিজেরি বিশ্বাস হচ্ছেনা! বাংলাদেশে এমন করে ঠকাতেই পারে, কিছু করার নাই।

Thanks for your comment.

]https://docs.google.com/viewer?url=http://www.google.com/intl/en/landing/chrome/cadie/glasses.pdf ফাইলটি ডাউনলোড করে নিন, অথবা ফাইলটি দেখে দেখে ছবিটি প্রথমে একে নিন এবং পরে কেটে নিন মাপ্ মত। আর চশমার ]
linkta dead brother…………..

    একটু আগে দেখলাম কাজ করছেনা কিন্তু এখন দেখছি যে কাজ করছে। আশা করি এখন ঢুকতে পারবেন। যদিও ভুলটি আমার নয় তারপরও সরি।

সেলোপিন পেপার টা কি জিনিস ভাই?

    ভাই বলে বোঝানোটা বেশ ঝামেলার ব্যপার। সবচেয়ে ভালো হয় আপনি যেখানে থাকেন সেখানে যদি কোন বিয়ের সাজানির দোকান থাকে সেই দোকানে গিয়ে দেখে এলে। তারপরও যদি না পারেন তবে আমায় জানাবেন, আপনাকে বোঝানোর চেষ্টা করব।

Level 0

থ্রিডি চশমার কথা আমিই বলেছিলাম। আপনি যে আইডিয়াটি আমাকে দিয়েছেন তা আগেও আমি দেখেছি। কিন্তু ঠিক বিশ্বাস করতে পারিনি এটা কাজ করবে। আপনি নিজে কি ট্রাই করেছেন?

furyb @ আপনি কোথায় আছেন? আপনার সেই ফি চশমাগুলো থেকে কি ২/৪টি সংগ্রহক করে পাঠাতে পারবেন? যদি সেই চশমা গুলো ঠিক থাকে তাহলে দু’জন মিলে ব্যবসা করা যাবে। :):)

আমি উত্তরায় থাকি।

    Level 0

    ধন্যবাদ। বাংলাদেশে কোন কিছু পোষ্ট করলে আপ্নি সেটা হাতে পাবেন ৩০১০ সালে ব্রো। বর্তমানে পোষ্ট অফিসে গেলে হাপিস হয়ে যায় বলে বাংলাদেশে কখোনো কিছু পোষ্ট করিনা।

    [email protected] টে ঠিকানা দিয়ে রাখেন, দেশে যদি কুনদিন যাই, একটা সাথে নিয়ে যাবার চেষ্টা করবো।

    @ furyb @ সজল ভাই সার্ভিস চার্জ দিতে রাজি থাকলে, আপনি DHL বা অন্যান্য যে সার্ভিস আছে তার মাধ্যমে 3D Glass পাঠাতে পারেন।

    চাইলে কিনতে পারেন। লিংক দিয়ে দিলাম।

    http://www.cellbazaar.com/web/item-details/title/3D-Cinema-Glass.aspx?id=8cd19f3d-9dd3-48fe-8f95-1c7ae0bdef0b

    DHL, FedEx, UPS , TNT , Aramex, DTDC er modhye kon kon courier company Bangladesh achhe ? keu janan…
    Shipping cost bad die INR 150 taka per piece.deoa jabe.

    [email protected]

আমি IDB এর দোকানদার গুলোকে খুন করব……।।

    কেন ভাই, IDB এর দোকানদারদের উপর আপনার এত রাগ কেন? একবার ভাবুনতো, ওরা যদি না থাকতো তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কোথায় পেতাম?

এটা ঠিকমতই কাজ করবে কিন্তু একটু ঘোলা দেখা যাবে অথাৎ ভালোভাবে দেখতেই পারবেননা আরো বিরক্তি ধরে যাবে তাই আমার মনে হয় এত কস্ট করে না বানালেই ভাল হয়, আমি এটা নিয়ে আমি প্রায় ৬ মাস গবেশনা করেছি এবং তৈরী করেছি বার বার বুজতেই পারছেন আমার অবস্থা কি

    আগেইতো বলেছি “সামসু মিয়ার ব্যাটার ঘরের নাতি(Something is better then nothing)” আর আমার Experience কিন্তু খুব একটা খারাপ না। আজই Avatar ছবিটা দেখলাম। ভালো লেগেছে। কিছু মনে নিয়েন না, অনেক সময় গ্রাফিক্স কার্ডের পাওয়ার কম থাকলে, ভালো 3D চশমা ব্যবহার করলেও প্রিন্ট ঠিকমত দেখা যায় না, আর এটাতো নিজের বানানো চশমা।

    আপনি avatar 3D movie কই পাইছেন আমি 3D তে avatar গেম খেলছি কিন্তু ফুল ছবি পাইনাই

    @Tanvir Sarkar@আমার কাছে আগের একটা প্রিন্ট ছিল কিন্তু ঐটা 3D প্রিন্ট না। ২/৩ দিন আগে মামা তার এক ফ্রেন্ড এর কাছ থেকে 3D প্রিন্ট’টা এনেছিলেন।

    চাইলে কিনতে পারেন সেল বাজারের একটা লিংক দিয়ে দিলাম

    http://www.cellbazaar.com/web/item-details/title/3D-Cinema-Glass.aspx?id=8cd19f3d-9dd3-48fe-8f95-1c7ae0bdef0b

আছে, ছিল, ফেলে দিয়েছি এসব কথা বাদ দিয়ে; কে বানিয়েছে এবং উপকৃত হয়েছে জানতে পারলে ভালো লাগতো !
আমি ১০ টা ফেলে দিছি এসব কথা যে নিজেকে কোন পযায় দার করায় সেটা আপনি না টের পেলেও বাকি সবাই টের পেয়েছে !

    Level 0

    বসে ইক্টু টের পাওয়ায় দেন প্লিঝ! রি-একশান্তো দেখলাম আপ্নারি হৈল! আর কারেকশান, ১০ টা ফেলি নাই, মিনিমাম ৩০ টার উপ্রে ফেলছি। কথার টোন ঠিক করেন। আমি খুব স্বাভাবিক ভাবেই বলেছি আমি কি করেছি। এইটা নিয়ে আপ্নের ফালাফালির কারণ মাথার উপ্রে দিয়া গেল।

    Level New

    আরে ভাই 3d চশমা নিয়ে এ আপনারা কি শুরু করলেন হায় হায়?? ২৫হাজার টাকায় যেই 3d চশমার কথা বলছেন আর যেটা মুভি দেখার সময় ফ্রি দেয় সেটা কি এক জিনিস ?? হায় হায় । ২৫হাজার টাকার চশমা চোখে লাগিয়ে দেখেন কি জিনিস আছে এটার ভিতর কারন আমি এই চশমায় মুভি দেখেছি। মুভি দেখার সময় যে চশমা দেয় সেটা তো জাস্ট একটা প্রযুত্তি ব্যাবহার করে চাচ বা গ্লাস দিয়ে বানানো ইমেজকে আরো রিয়েলিটি করার জন্য আলোক রশ্নিকে বিভিন্ন প্রক্রিয়ায় ত্রিমাত্রিকতায় রুপ দেয়। আর সেটাই হল উপরের টিউনের আলোচ্য চশমা।
    @কিশর ভাই খুন করবেন কেন ? তাদের কোন ভুল নেই ভুল আপনার।
    @সজল ভাই ব্যাবসা করারও চিন্তা শুরু করে দিলেন?
    @furyb ভাইয়ের মন্তব্য-
    “”ভাইয়া, আমিতো দেশের বাইরের কথা বলছি। ত্রিডিতে দেখা যায় এমন কোন মুভি কিনতে গেলে এখানে একটা চশমাও ফ্রি দিয়ে দেয়। তাছাড়া সিনামা হলে কোন ত্রিডি সিনামা দেখতে গেলেও ফ্রি গ্লাস দিয়ে দেয়! এত গুলা গ্লাস যে আমি ফেলে দিয়েছি, নিজেরি বিশ্বাস হচ্ছেনা! বাংলাদেশে এমন করে ঠকাতেই পারে, কিছু করার নাই।””

    ভাই আশা করি ব্যাপারটা আপনি বুঝেছেন,আমাদের দেশেও এই ব্যাবস্থা চালু হয়ে যাবে আর আমাদের দেশ আমাদের ঠকাচ্ছে না।
    @মেঘবন্দ্বু ভাই টিউনের জন্য ধন্যবাদ। আমি কিন্ত প্রতিবাদ করছিনা ভাই।২৫হাজার টাকায় 3d চশমা ৭০টাকায় !! তাহলে সনি বা vuzix এর ব্যাবসা লাল বাতির আলোক সজ্জায় সজ্জিত হত।

    @Tonmoy Travis@ভাই বিশ্বাস করেন, সনি বা vuzix এর ব্যাবসায় লাল বাত্তি জ্বালার কোন ইচ্ছাই আমার নাই 🙂 । আর যাদের 3D চশমা ব্যবহার করার সাধ আছে কিন্তু সাধ্য নাই, তাদের কথা ভেবে এই টিউনটি করা। ২৫০০০ টাকা মূল্যের চশমা আর আমার বানানো ৭০ টাকা মূল্যের চশমার মধ্যে যোজন যোজন তফাত আছে এই কথাটি আমি অবশ্যই জানি এবং মানি।

    আসলে মেঘবন্ধু ভাই চেষ্টা করেছে এটাই সবচেয়ে বড় কথা,২৫০০০ টার সাধ ৭০ টাকারটায় পাওয়া যাবেনা এটা আমরা সবাই বুঝি কিন্তু উনার চেষ্টাকে আমি স্বাগতম জানাই শুরুটাতো আসলে এই ভাবেই হয়।
    ভাল টিউন সামনে আরো ভাল কিছু আশা করছি ধন্যবাদ।

    @আতাউর ভাই@ ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। কেমন আছেন?

Level 0

মেঘবন্ধু সাহেব কেমন আছেন? কনেক দিন পার। ধন্যবাদ বেতিক্রমি টিউনের জন্য।

    আমি আগেও খেয়াল করেছি, আপনি সুযোগ পেলেই আমাকে “সাহেব” বলেন। আর একবার “সাহেব”বললে কিন্তু আমি রাগ করবো। শুধু মেঘ বা মেঘবন্ধু বললে খুশি হব। আসলে মেঘ আমার অনেক প্রিয় তাই এই নিক’টা বেছে নিয়েছি।

    অবশেষে:আমি ভালো আছি। একটি কথা না বললেই নয়, আপনার এই ছবিটিতে আপনাকে খুব সুন্দর লাগছে। অন্যভাবে না নেওয়ার অনুরুধ রইল।

    Level 0

    ধন্যবাদ আপনাকে প্রসংশার জন্য।

এই মাসের এক সেরা টিউন। আমার এরকম জিনিসের দরকার ছিল।ধন্নবাদ।

Level 0

@ tanvir, ধন্যবাদ আপনার তথ্যের জন্য। ত্রিডি চশমার প্রকারভেদের ব্যাপারটা জানতামনা। এট দিস পয়েন্ট, আমার বোঝার ভুল হয়েছে। আচ্ছে ভাইয়া, আপনি কি আরেকটু ডিটেইলস দিতে পারবেন প্লিজ? এই প্রকারভেদ গুলোর নাম কি আর কেন এত দামে ডিফার করছে? আমার খুব শিঘ্রই একটা ত্রিডি হোম থিয়েটার কেনার ইচ্ছা আছে, তাই এই বিষয়ে জানার আগ্রহটা আরে বেশী হচ্ছে। আবারো ধন্যবাদ।

    Level 0

    অন্য একটি টিউনে তথ্যগুলি পেয়ে গেছি। থ্যাংকস এনিওয়ে।

Level 0

@শরীফ আহমেদ জনম ভাই, হ্যা আপনার সাথে একমত, সেরা টিউন এটি এবং নির্বাচিত হওয়া উচিৎ ছিল। মেহেদী ভাই ও টিনটিন ভাই দেখবেন কি, এই টিউনটি নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখে কিনা? ধন্যবাদ সাবাইকে।

    অল্প একটু Edit করে টিনটিন ভাইয়ের নামটা ঠিক করে দিলাম। আর মানুষ পেলেন না, এক্কেবারে টিনটিন নামটাই ভুল করলেন? মিয়া ভাই মনে হয় দেখেন নাই। দেখলে যে কি করত আল্লাহ্ মালুম।

Level 0

🙂

Level New

/www.google.com/intl/en/landing/chrome/cadie/glasses.pdf লগ ইন করতে বলে কি করব