ভাইরাস আক্রান্ত ফোল্ডার অপশন ফিরিয়ে আনুন চোখের নিমিষে

পরম করুনাময় আল্লাহতায়ালার নামে শুরু করছি।

আশা করি আল্লাহর অশেষ দয়ায় সকলে ভালো আছেন।

ফোল্ডার অপশনে ভাইরাস আক্রান্ত হওয়া একটি কমন সমস্যা।হাইড ফাইলগুলো অনেক সময় ভাইরাসের কারনে শো করা যায় না।আবার সময় ফাইল হাইড করলেও শো হয়ে থাকে ।ফোল্ডার অপশনে সমস্যা হলে এরকম সমস্যায় পড়তে হয় ।আপনি যদি এরকম সমস্যায় পড়ে থাকেন বা পড়ার আশংকা করেন তাহলে  http://www.mediafire.com/?jmnh3nyghyi ঠিকানা থেকে মাত্র ৭৭৫ বাইটের FOLDER OPTION ENABLE নামের ছোট্ট ফাইলটি নামিয়ে নিন।ফাইলটি দুই ক্লীক দিয়ে চালু করুন ।যেকোন একটি কি চাপুন এবং পিসি রিস্র্স্টাট দিন।এখন দেখুন ফোল্ডার অপশনে আর কোন সমস্যা নেই।

যদি লেখাটি আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট দিবেন।কারন কমেন্ট ছাড়া একটি টিউনের ভালো মন্দ বোঝা সম্ভব নয়।

Level 0

আমি খালেদ মাহমুদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"You can chain me, you can torture me, you can even destroy this body, but you will never imprison my mind"


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আগে ভাই ভাইরাস এটাক করত এখন যদিও করে না। যাই হোক ডাউনলোড এ দিলাম। আমার বন্ধুদের অবশ্যই কাজে লাগবে। ধন্যবাদ…সুন্দর টিউন

চালিয়ে যাও মজনু ………………।।…।।…।।…।বাফানা বাফানা

টিউন টি নতুন দের খুবই কাজে লাগবে । ভালো হয়েছে চালিয়ে যান।

আগে থেকে ব্যবহার করছি……………………

বুঝলাম না, আপনার bat ফাইল টা তো নোট প্যাড দিয়ে খুলল। তারপর যে কোন একটা কী (এটা কেন চাপব? কোন কী চাপলে ভাল হয়?) চাপলাম। এবং x ক্রস দিয়ে নোটপ্যাড বন্ধ করে দিলাম।আমার কাজ গুলো কি ঠিক আছে?
এর মধ্যে কি এমন আছে যে সামান্য কাজ গুলো করলেই ফোল্ডার অপশন এনবল হবে? কেন হবে জানাবেন কি ? ব্যাট ফাইল কি সাধারণত নোট প্যাড দিয়ে খুলে ?

    সবকিছু ভাই,যেকোন একটি কি চাপলে ফাইলি চালু হবে।যেমন আপনি ইন্টার চাপতে পারেন।এরপর পিসি রিস্র্স্টটের জন্য অনুমতি চাইবে,ক্রস দিয়ে বন্ধ করবেন না।নির্দেশনা অনুযায়ী রিস্র্স্টা দেবেন।এখানে নোপ্যাডের মাধ্যমে কিছু নির্দেশ লেখা হয়েছে যা ফোল্ডার অপশন চালু করে দেবে আগের মতো।নোটপ্যাড দিয়েই ব্যাচ ফাইল তৈরী করা যায়।আশা করি বুঝতে পেরেছেন।

    সবকিছু ভাই,যেকোন একটি কি চাপলে ফাইলটি চালু হবে।যেমন আপনি ইন্টার চাপতে পারেন।এরপর পিসি রিস্র্স্টটের জন্য অনুমতি চাইবে,ক্রস দিয়ে বন্ধ করবেন না।নির্দেশনা অনুযায়ী রিস্র্স্টা দেবেন।এখানে নোপ্যাডের মাধ্যমে কিছু নির্দেশ লেখা হয়েছে যা ফোল্ডার অপশন চালু করে দেবে আগের মতো।নোটপ্যাড দিয়েই ব্যাচ ফাইল তৈরী করা যায়।আশা করি বুঝতে পেরেছেন।

thanks for nice tunes. How can i write Bangla here – Any one tell pls?

    মামুন,বাংলা লেখার জন্য অভ্র সফটওয়্যার ব্যবহার করুন।ধন্যবাদ আপনাকে।

Level 0

ভালো হয়েছে
accha আমার একটা প্রশ্ন
ভাইরাস যেন কি ( এটা কি খায় না মাথায় দেয়???)?
কারন গত কয়েক বছর যখন থেকে আমি http://luckyfmtt.blogspot.com/2010/06/which-antivirus-or-internet-security-u.html এর সাথে আছি সেইদিন থকে ভাইরাস আমার কাছে আসার আগেই অই গার্ডটা খেল খতম করে দেয়

    Level 2

    lucky ভাই ziddu তে ফাইল আপলোড করতে পারছি না। কিছুক্ষন আপলোই হতে হতে Page cannot be found দেখায়। সমাধান কী?

    ভাইরাস খেলে বদহজম হয় আর মাথায় দিলে মাথা ঘুরায় @luckyfm

ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাই আমি কিছুই করতে পারলাম না। নোটপ্যাড ওপেন করার পর, যে কোনো কী চাপ দিলে দেখি এডিট হওয়া শুরু করে।:((

Level 0

ভাই খালেদ আপনার নোটপাড ওপেন হচ্ছে কিন্ত কোন কাজ হচ্ছেনা মানে আপনার কথার সাথে কাজের মিল নাই। ভাই এধরনের টিউন না করাই ভাল আমার মনে হয়।