এমপিথ্রি মিউজিক/গান এর সাউন্ড/ভলিউম বাড়িয়ে নিন ২০০% ছোট একটা সফটওয়্যার দিয়ে।

আজ আমি আপনাদের এমন একটা সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব যা দিয়ে আপনার  এমপিথ্রি মিউজিক/গান এর সাউন্ড/ভলিউম বাড়িয়ে নিতে পারবেন ২০০% বেশি। একদম সহজ এবং সফটওয়্যার টা অনেক ছোট মাত্র ২২২ কেবি। মনে করেন আপনার পুরাতন কিছু গান আছে যে গান গুলোর সাউন্ড অনেক কম সম্পুর্ন ভলিউম দিয়ে ও মনে হচ্ছে গান বাজছে না অন্য কিছু তাই আমার সফটওয়্যার টা ডাউনলোড করে অপেন করুন এবং নিচের ছবি তে খেয়াল করুন।

http://www.ziddu.com/download/10303974/MP3TrimmerPlatinum-2007.exe.html

আমার টিউন পরার জন্য ধন্যবাদ ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেননা ।

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

শেয়ার করার জন্য ধন্যবাদ

এই সফটওয়ারটি আমার মত যারা জেট-অডিও ব্যবহার করেন তাদের কোন প্রয়োজন নেই,
তবে বাকিদের কাজে আসবে আশা করি।
আর হা জেট অডিওর ফিচার দেখুন এখানে
https://www.techtunes.io/download/tune-id/26272/

    LuckyFM ভাই আমার এমন একটা ডেস্কটপ ইকুইলেইজার দরকার যা সব প্লেয়ারেই ইউজ করা যাবে যেমন ভলিয়ম কন্ট্রলের মতন থাকে যদি দিয়েন।

    Level 0

    insaallah. i’ll inform u by mail if i get something like that

screenshot দেয়ার পর ও অনেক গুলো জিনিস স্পষ্ট নয়।

যেমন-screenshot এর ২ নাম্বার কাজে time এবং frame সিলেক্ট করা যাবে। এখানে trim অর্থ পরিপাটি।
প্রশ্নঃ এই ২ নাম্বার কাজটা কেন করব? করলে কি হবে ? এর পাশে যে Auto লেখা আছে ঐখানে কখন ক্লিক করব?
প্রশ্নঃএখানে গানের বিট রেইট কতটুকু পরিবর্তন করব?
প্রশ্নঃএর নিচে Type যেমন আছে তেমন থাকবে কিনা? Hz এর পরিমান কি বাড়িয়ে দিব কিনা?
প্রশ্নঃএর নিচে volume control. এখানে ভলিউম বাড়িয়ে দিয়ে save করলেই চলবে নাকি auto তে ও ক্লিক করতে হবে?
প্রশ্নঃআপনি বলেছেন, সাউন্ড/ভলিউম বাড়িয়ে নিতে পারবেন ২০০% বেশি। এখানে ২০০% বেশি সাউন্ড বাড়ার কারণ কি volume control এর ভলিউম বাড়িয়ে দেয়া? নাকি বিট রেইট ও এর উপর নির্ভর করে?
প্রশ্নঃFade in এবং Fade out কি কাজ করে ?

    Level 0

    যারা জেট-অডিও ব্যবহার করেন তাদের কোন প্রয়োজন নেই,
    জেট অডিওর ফিচার দেখুন এখানে
    https://www.techtunes.io/download/tune-id/26272/

    ভাই সময়ের অভাবে লিখতে পারিনি। আমি আমার দোকান থেকে রাত্রি ১১ টার সময় টিউন টি লিখেছে তাই। রাগ করবেন না প্লিজ

Level 0

ভাই আপনার টিউনটি পুরাপুরি অসম্পূর্ণ কারন কিভাবে এটির কাজ আপনি সেটা লিখেন নি ????

    কিরন ভাই এই সফটওয়্যারে বুঝার কিছু নেই আর যে গুলো আছে সময়ের অভাবে লিখতে পারিনি। যাই হোক এখন তো আমি টিউন আপডেট করতে পারছি কারন আমার হাতে নেই। আর টিউন ডিলেট করলে আবার অন্যরকম লাগছে। তাই সমই হলে আপডেট করব।

Level 0

আমার এমন একটি সফট দরকার ছিলো AVI ভিডিও ফরমাটের জন্য। পাওয়া গালে জানাবে। ধন্যবাদ।

ভালই হয়েছে। তবে আরো সহজ কিছু কি নাই? ধন্যবাদ আপনাকে।