জেনে নিন Basic Disks এবং Dynamic Disks কি ও এদের ব্যবহার

আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা Hard Disk Managment নিয়ে। আমরা তো কম বেশি সবাই কম্পিউটার ব্যবহার করে থাকি। আর আমরা যে কম্পিউটার ব্যবহার করে থাকি তার মূল্যবান একটি অংশ হল HARD DISK অনেকগুলোর মধ্যে থেকে। কিন্ত আপনি এই Hard Disk -এর Management কিভাবে করেন ?  অনেকে হয়ত বলবেন এটা আবার কি কথা? Partition করে Format করব তারপর মনের মত করে এর ব্যবহার করব। ঠিক আছে আপনি আপনার Hard Disk, আপনার মনের মত করে ব্যবহার করেন। কিন্তু আপনি আপনার Hard Disk আপনার মনের মত করে ব্যবহার করার আগে, Hard Disk Management এর বিষয়ে যদি পরিষ্কার ধারনা থাকে তাহলে হয়ত খারাপ হবে না। আসুন তাহলে সবাই মিলে জেনে নিই Hard Disk Management কি ও তার ব্যবহার।

Hard Disk Management সাধারণত দুই ধরণের হয়ে থাকে। Basic Disks এবং Dynamic Disks. আমরা সাধারণত সবাই Basic Disk ব্যবাহার করে থাকি। এর কারণ হল, আমরা যখন প্রথম Windwos xp,vista,seven সেটাপ দিয়ে থাকি তখন নিজ থেকে Basic Disk ব্যবহার করা হয়। বিশ্বাস না হলে আপনার ডেস্কটপ থেকে My computer এর উপর Right Mouse Click করে Manage ->Disk management এ দেখুন আপনার Hard Disk "Basic Mode" আছে।

এই Basic Disk এর উপকারিতা কি কি ?

এটি দিয়ে আপনি ৪টি Partition করতে পারবেন। এই ৪ টি Partition এর মধ্যে আপনি ৩ টি Partition  করতে পারবেন Primary এবং একটি করতে পারবেন Extended Partition. আর এই Extended Partition এর সাহায্যে আপনি আরো অনেক Partition করতে পারবেন। আপনি ইচ্ছে করলে একটি Primary Partition করে বাকীগুলো Extended Partition করতে পারবেন। তবে মনে রাখা ভাল, Primary Partition -এ কোন ধরণের নতুন Partition করা যাবে না।

এইবার আসুন Dynamic Disk-এ

এই Dynamic Disk সাধারণত Advanced User এবং প্রয়োজনে ব্যবহার করা হয়ে থাকে। Basic Disk থেকে এই Disk-এ অনেক ভিন্নতা রয়েছে। তা হলঃ

Simple Volume(Partition কে Volume বলা হয়) - এই অপশনটি Basic Disk এর মত কাজ করে

Spanned Volume - এই অপশন এর সাহায্যে আপনি দুইটি Hard Disk মিলিয়ে একটি Partition করতে পারবেন। এর সুবিধা হল এটি দুইটি Hard Disk থেকে সমপরিমাণ জায়গা নিয়ে একটি Partition করে। আর যখন প্রথম Hard Disk-এর জায়গা শেষ হয়ে যায় তখন সে দ্বিতীয় Hard Disk ব্যবহার করে।

Stripped Volume - এই অপশন এর সাহায্যে আপনি অনেকগুলো Hard Disk(Minimum 2) একসাথে করে একটি করে Partition করা যায়। এর সুবিধা হল, এটি একটি ফাইলকে সমান দুই ভাগে ভাগ করে দুইটি Hard Disk-এ সংরক্ষন করে। যেমন ঃ ধরুন আপনি একটি ৫০০ মেগাবাইটের ফাইল সেভ করবেন এই Volume এর মধ্যে। তাহলে আপনার ঐ ফাইলটিকে প্রথমে দুইভাগে ভাগ করে (ভাগ করলে হয় ২৫০ মেগাবাইট)  ২৫০ মেগাবাইট রাখবে প্রথম Hard disk-এ এবং পরের ২৫০ মেগাবাইট রাখবে দ্বিতীয় Hard Disk-এ।

Mirrored Volume -এই অপশন ব্যবহার করা হয় মূলত দুটি একই ধরণের Simple Volume -কে কপি করে অন্য একটি Hard Disk-এ সেভ করার জন্য। এর কারণ হল, যদি কোন কারণে আপানার Hard Disk Crashed করে থাকে, তাহলে সে এইখান থেকে আপনাকে Backup দিতে পারবে।

এছাড়া আরো বিস্তারিত তো আছে যেমন Basic Disk এবং Dynamic Disk ভিন্নতা সহ এইখান

আপনাদের কম্পিউটার বিষয়ে যে কোন সম্যসা আমাকে জানাতে পারেন এইখানে

Level 0

আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, তথ্যগুলো শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে সাজিয়ে লেখার জন্য।

এক্কেবারে জোশ।ধন্যবাদ

বিস্তারিত ভাবে তথ্যগুলু উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ,খুবই ভাল টিউন করলেন আপনার আরো অনেক সাফল্য কামনা করছি।

টিউনের জন্য ধন্যবাদ।

(আপনাকে পরবর্তীতে screen shot সহ মেইল দিয়েছিলাম। উত্তর দিবেন না? gpedit.msc-user configaration-administrative tamples-এরপর তো Start menu and Taskbar নাই !!! )

    Level 0

    @ সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও

    ভাইজান আন্তরিকভাবে দুঃখিত দেড়িতে উত্তর দেয়ার জন্য। কারণ আপনার মেইলটি কিছুক্ষন আগে চেক করলাম।

    আপনি যে ছবিটি পাঠিয়েছেন তাতে বুঝা যায়, আপনার gpedit.msc program এ কিছু service corrupted। এর কারণ হল আপনার একটি XP install থাকা অবস্থায় একে repair করার জন্য চেষ্টা করা হয়েছে। যার কারণে কিছু service disable হয়ে গেল। এর আরও অন্য কারণ থাকতে পারে, তা হল ভাইরাসের কারণে। যদি ভাইরাসের কারণে হয়ে থাকে তাহলে ভাল একটি এন্টিভাইরাস দিয়ে আপনার কম্পিউটার স্ক্যানিং করে নিন।

    Ultimate solution হল নতুন করে XP install দিতে হবে, যদি উপরের পদ্ধতিগুলোর একটিও কাজ না করে।

    ব্লগ এবং কম্পিউটার শিক্ষা

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন কম্পিউটার সাহায্যে

    এটা ভাইরাসের কারণেই হয়েছে। ভাইরাস windows icon গায়েব করে দেয়া,কোন ফাইল কাজ না করা,registry editor ডিসেবল হওয়া, add or remove কাজ না করা, সাউন্ড না কাজ করা ইত্যাদি। আমি সব সমস্যা win setup দেয়া ছাড়াই সমাধান করেছি।এখন সার্চ সমস্যায় আছি, সপ্না আপ্নু বলেছেন পিসি ভাল থাকা অবস্থার টাইমে সিস্টেম রিস্টোর করতে,কিন্তু আমার সিস্টেম রিস্টোরতো ৩ মাস আগে থেকেই অফ করা।এখন সিস্টেম রিস্টোর করলে কি কাজ হবে নাকি এই চিন্তা করছি।

    Level 0

    @ সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও
    ভাইজান আমি আপনাকে কিছু ফাইল পাঠাচ্ছি এইগুলো সব Windows->system32 ফোল্ডারে কপি পেষ্ট করে দিয়ে আমার প্রথম দেয়া টিপস অনূসরণ করে দেখুন।
    আপনার মেইল দেখুন…

    ব্লগ এবং কম্পিউটার শিক্ষা

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন কম্পিউটার সাহায্যে

এমদাদ ভাই আপনার সাইটে মাএ রেজিষ্টেশন করলাম আশা করি সব সময় আপনাকে পাশে পাবো। আপনার ইয়াহু এড্ডেস দিবেন ।আবার ও ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইজান। খুব সুন্দর করে সাজিয়ে লিখেছেন।