গুগল বুক্‌স থেকে আপনার প্রয়োজনীয় বই ডাউনলোড করুন!!

আস্‌সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।

আজ টিউন করছি গুগল বুক্‌স থেকে বই ডাউনলোড করা নিয়ে।

প্রায়ই আমাদের দরকারি অনেক বই গুগল বুক্‌স এ খুঁজে পাই, কিন্তু নামাতে পারিনা। GBDownloader নামে একটি সফটওয়্যার আছে, যা গুগল বুক্‌স সরাসরি pdf ফরমেটে নামায়। কিন্তু আমি অনেক চেষ্টা করেও GBDownloader দিয়ে বই নামাতে পারি নাই। পরে অনেক সার্চ দিয়ে শেষ পর্যন্ত একটি সহজ এবং সম্পুর্ণ কার্যকর উপায় পেয়েছি গুগল বই নামানোর। আমি যা বলবো তা করলেই আপনিও গুগল থেকে আপনার প্রয়োজনীয় বই নামিয়ে নিতে পারবেন।

যা লাগবেঃ

১। ফায়ারফক্স ৩.x

যা করতে হবেঃ

১। প্রথমে এখান থেকে Greasemonkey Script নামক ফায়ারফক্সের এই এড-অন্স টি ইন্সটল করে নিন। ফায়ার ফক্স রিস্টার্ট করুন।

২। এবার এই ঠিকানায় যান। এখানে ইন্সটল বাটনটি ক্লিক করুন।

1গ্রিজমানকির একটি উইন্ডো আসবে। এখান থেকেও ইন্সটল ক্লিক করুন।

2

তাহলে গুগল বুক ডাউনলোডার ইন্সটল হবে। ফায়ারফক্স আবার রিস্টার্ট করুন।

৩। মূল কাজ শেষ। এবার গুগল বুক্‌স এ গিয়ে বই সার্চ দিয়ে বই এর উইন্ডোটি খুলুন। বাম পাশে উপরের দিকে দেখবেন Download This Book নামে একটি বাটন আছে। বাটনটি ক্লিক করে ডাউনলোড করে নিন দরকারি বইটি।

3

বই ডাউনলোড হবে জেপিইজি ও জিআইএফ ফরম্যাটে।

Level 0

আমি সৌরভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল ভাই। দেখি ট্রাই কইরা।

    এটা খুবি কার্যকর। ট্রাই করে দেখেন। ধন্যবাদ।

ভাল টিউন, কিন্তু GBDownloader-0.6.9.33532.msi দিয়ে তো আমি ভাল ভাবেই ডাউনলোড করতে পারছি।

    আমি GBDownloader-0.6.10.33882 দিয়ে ট্রাই করে পারিনি। কি সমস্যা বুঝতে পারছি না। আমি গ্রামীনফোন ইন্টারনেট ইউজ করি। মোবাইল ইন্টারনেট হওয়াতে কি ডাউনলোড হয় না??!! 🙁

কাজের লাগার মতো টিউন। ধন্যবাদ আপনাকে

    আপনাকেও ধন্যবাদ।

কঠিন ভাবে সহজ করে দেবার জন্যে ধন্যবাদ !
সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও O.O ভাই , GBDownloader-0.6.9.33532.msi দিয়ে আসলেই ডাউনলোড হয় !

Level 0

ভাল জিনিষ দিয়েছেন, ধন্যবাদ।

thanks…………………

thank you brother

ভাই download হয় কিন্তু কোন জায়গায় save হয় খুঁজে পাচ্ছিনা।

Level 0

সুন্দর টিউন । ধন্যবাদ । ডাউনলোড হয় পিএনজি ফরমেটে কিন্তু কোথায় সেভ হয় তা খুজে পাচ্ছি না, দয়া করে
সৌরভ ভাই আর একটু সাহায্য করবেন কি ???????????????????