কি বিশ্বাস হচ্ছে না? না হবারই কথা। যদিও আমি নিজেই এই ট্রিক্সটি প্রায় ৩ বছর ধরে ব্যবহার করেছি। কথা হলো কিভাবে?
ধরুন আপনার প্রসেসরের(ইন্টেল পি-৪) এর মাল্টিপ্লায়ার ১৩ এবং FSB ১৬৬ মেঃহাঃ, যা দিচ্ছে ২.১৬ গিঃহাঃ (১৩ x ১৬৬) গতি। কিন্তু যদি আপনার মাল্টিপ্লায়ারকে ১৩.৫ করা হয় তবে পাছেন ২.২৪ গিঃহাঃ। সুতরাং বুঝতেই পারছেন।
এর জন্য যা যা করতে হবে.........
ভালো কোনো বেঞ্চমার্ক সফট নামিয়ে নিন, আর আপনার বর্তমান অবস্থা দেখুন।
পিসি রিস্টার্ট দিন আর বায়োসে প্রবেশ করুন। বায়োসের frequency/voltage control সেকশনে memory/FSB settings- এ প্রবেশ করুন।
মাল্টিপ্লায়ারের ইনক্রিমেন্ট দিয়ে বায়োস সেভ করে পিসি রিবুট করুন। ইক্রিমেন্ট হবে প্রতি বারে ৫ করে।
যদি সঠিক ভাবে রিবুট হয় তবে বেঞ্চমার্কটি চালান এবং পূর্বের অবস্থার সাথে যাচাই করুন।
এভাবে ইনক্রিমেন্ট বাড়াতে থাকুন যতক্ষন না সিস্টেম রিবুট করতে ব্যর্থ হয়।
নিশ্চিত হবার জন্য পূর্বের সর্বোচ্চ ইনক্রিমেন্টটি চেক করুন।
##আপনার পিসির সর্বোচ্চ গতি তখনি পাবেন যদি কাজ শেষে ও.এস টি পুনরায় সেট আপ দেন।##
[বি.দ্র. ইনক্রিমেন্ট বাড়ানোর ব্যাপারে একটু সাবধানে থাকবেন, একবারে বেশী করে দিলে প্রসেসর নষ্ট হবার সম্ভাবনা থাকে।]
বায়োস মুডে ছবি ক্যাপচার করার পন্থা জানা নেই, তাই ছবি দিতে পারছিনা বলে দুঃখিত।
টেটির সাথে আছি প্রায় ১ বছর, কিন্তু কিছুই লিখিনি, স্বার্থনিজের মত শুধু উপকারটুকুই নিয়েছি। তাই আমার এই প্রথম টিউন। কাজে লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ
আমি গৌরব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
রিস্কের ব্যাপার না করাটাই ভালো।