আপনার পি-৪ পিসি কে দিন ডুয়েল কোরের গতি

কি বিশ্বাস হচ্ছে না? না হবারই কথা। যদিও আমি নিজেই এই ট্রিক্সটি প্রায় ৩ বছর ধরে ব্যবহার করেছি। কথা হলো কিভাবে?

ধরুন আপনার প্রসেসরের(ইন্টেল পি-৪) এর মাল্টিপ্লায়ার ১৩ এবং FSB ১৬৬ মেঃহাঃ, যা দিচ্ছে ২.১৬ গিঃহাঃ (১৩ x ১৬৬) গতি। কিন্তু যদি আপনার মাল্টিপ্লায়ারকে ১৩.৫ করা হয় তবে পাছেন ২.২৪ গিঃহাঃ। সুতরাং বুঝতেই পারছেন।

এর জন্য যা যা করতে হবে.........
ভালো কোনো বেঞ্চমার্ক সফট নামিয়ে নিন, আর আপনার বর্তমান অবস্থা দেখুন।
পিসি রিস্টার্ট দিন আর বায়োসে প্রবেশ করুন। বায়োসের frequency/voltage control সেকশনে memory/FSB settings- এ প্রবেশ করুন।
মাল্টিপ্লায়ারের ইনক্রিমেন্ট দিয়ে বায়োস সেভ করে পিসি রিবুট করুন। ইক্রিমেন্ট হবে প্রতি বারে ৫ করে।
যদি সঠিক ভাবে রিবুট হয় তবে বেঞ্চমার্কটি চালান এবং পূর্বের অবস্থার সাথে যাচাই করুন।
এভাবে ইনক্রিমেন্ট বাড়াতে থাকুন যতক্ষন না সিস্টেম রিবুট করতে ব্যর্থ হয়।
নিশ্চিত হবার জন্য পূর্বের সর্বোচ্চ ইনক্রিমেন্টটি চেক করুন।

##আপনার পিসির সর্বোচ্চ গতি তখনি পাবেন যদি কাজ শেষে ও.এস টি পুনরায় সেট আপ দেন।##

[বি.দ্র. ইনক্রিমেন্ট বাড়ানোর ব্যাপারে একটু সাবধানে থাকবেন, একবারে বেশী করে দিলে প্রসেসর নষ্ট হবার সম্ভাবনা থাকে।]

বায়োস মুডে ছবি ক্যাপচার করার পন্থা জানা নেই, তাই ছবি দিতে পারছিনা বলে দুঃখিত।

টেটির সাথে আছি প্রায় ১ বছর, কিন্তু কিছুই লিখিনি, স্বার্থনিজের মত শুধু উপকারটুকুই নিয়েছি। তাই আমার এই প্রথম টিউন। কাজে লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ

Level 0

আমি গৌরব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রিস্কের ব্যাপার না করাটাই ভালো।

Level 0

ভাই আমার পিসি তো কোর আই ৩ (CORE i3) আমি কি করব? CORE i3 থেকে গতি কমিয়ে ডুয়েল কোর এ নিয়ে আসব।
হা হা মজাকরলাম !! টিউন ভাল হয়েছে চালিয়ে যান। ধন্যবাদ

Level 0

aro details lekha uchit cilo…moderate user r jonno ata kora so risk…r better hoto apni jodi a rokom kono soft r dl link diten….ja hok thnx apnak share korar jonno….

Level 0

স্বাগতম টেকটিউনসে
টিউনটির পরিপুর্নতার জন্য স্ক্রীণশট প্রয়োজন ছিল
যাহোক পরবর্তিতে টিউনের মান নিয়ে খুব নজর দিবেন
ধন্যবাদ

হুম এটাই তো আমার দরকার ছিল। তবে বেঞ্চমার্ক সফটওয়ারের লিংকটা দিলে ভাল হত।

Level 0

Good morning

প্রসেসর নষ্ট করার একটা ভাল সুযোগ করে দিয়েছেন। প্রসেসর নষ্ট করে বাবাকে বলতে হবে ডুয়েল কোর কিনে দাও।

আহসান সাদাত ভাই, আপনি একজন ভালো মজারু। চালিয়ে যান।

গৌরব ভাই কিছু মনে করবেন না আপনার প্রথম টিউনেই নেগেটিভ দিক নিয়ে কথা বলছি বলে । ভাই এই টিউনটি Advanced User দের জন্য । যেহেতু আপনি ১ বছর ধরে টেকটিউনসে আছেন সেহেতু আপনি নিজেই জানেন এখানে কত সাধারণ User রয়েছেন । এটি করতে গেলে তাদের পুরে পিসি টিই Damage হয়ে যেতে পারে । ভাই Core Ratio টি সধারণত দামী Motherboard এ দেখা যায় । আর কম দামী Motherboard গুলোতে শুধু FSB Increament টি থাকে । আর এক্ষেত্রে RAM এর Transfer Rate (2T) , Command Rate (4T) , Blank Hole (0H) ইত্যাদি অপশনগুলোও যে Manually পরিবর্তন করতে হবে সে সম্পর্কেও তো কিছু লেখেননি । আর Overclocking এর ক্ষেত্রে EMF ( Electro Magnetic Force ) কে যে Disable করতে হবে , সে সম্পর্কে দেখি কিছুই বললেন না । কারণ এটি Disable না করলে Motherboard টি প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হতে থাকবে। আর Overclocking এর মাধ্যমে PC এর Performance বাড়ানোর জন্য যে RAM এর Voltage টিও যে অবশ্যই বাড়াতে হবে এবং কত পরিমাণ বাড়াতে হবে তাও তো অজ্ঞাত রাখলেন । এবং System এর তাপমাত্রার দিকেও যে একটু খেয়াল রাখতে হবে !! Normal Condition এ Processor এর তাপমাত্রা ৬০ ডিগ্রি থেকে ৭০ এর মধ্যে । আর Overclocking Condition এ Processor এর তাপমাত্রা ৮৫ ডিগ্রি থেকে ৯০ ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে । যদি তার চেয়ে বেশি তাপমাত্রা উঠে যায় তাহলে অবশ্যই পুরাতন Cooling Fan টি পরিবর্তন করে নতুন আরএকটি লাগাতে হবে , তা না হলে Processor টি যে খুব সহজেই Crash হয়ে যাবে তা আপনার অবশ্যই বলা উচিত ছিল । আর এই পুরো প্রসেসটি সঠিকভাবে Combination করার জন্য কমপক্ষে ৬/৭ দিন সময় লাগে ।

তা গৌরব ভাই এত কিছু বিষয় অজ্ঞাত রেখে এই ধরণের Sensitive বিষয় নিয়ে টিউন করা ঠিক হয়নি । এতে অনেক User এর কি পরিমাণ ক্ষতি হতে পারে তা তো বলার অপেক্ষা রাখে না । আমি ব্যক্তিগতভাবে বলবো এই ধরণের Sensitive টিউনগুলো ভবিষ্যৎ এ করার সময় সর্তক থাকবেন। গৌরব ভাই আমি আবারও দুঃখিত আপনার প্রথম টিউনেই আমার নেতিবাচক মন্তব্য লেখার জন্য । কিন্তু না লেখেও পারছিলাম না । তবে হ্যাঁ , কাজটি ঠিকভাবে করতে পারলে পুরাতন পিসি ব্যবহারকারীদের যে এটা অনেক উপকার হবে তাতে কোন সন্দেহের অবকাশ নেই ।

    আপনি তো দেখি অনেক কিছু জানেন।
    কষ্ট করে বিস্তারিত ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ। বিস্তারিত ব্যাখ্যা আমার অতি পছন্দ।

    সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও ভাই , তা আপনার মতো বিস্তারিত করে লেখতে পারলাম কই ? এরপর থেকে আপনার মত বিস্তারিত লেখার চেষ্টা করবো । ধন্যবাদ ।

    টেকনো ডাকিয়া ভাই আমি আপনার কথায় কিছু মনে করিনি, তবে আমার আসলেও উচিত ছিল এগুলো উল্লেখ করা। আমি নিতান্তই দুখিত উল্লেখ না করার জন্য। ১ম টিউন হওয়ার কারনে বুঝতে পারিনি কি কি দেয়া উচিত। ধরে নিয়েছি বাকি টুকু সবাই জানে। আমি সত্যিই খুব দুঃখিত।

    টিউন্টির পুর্নতা টেকনো ডাকিয়া ভাইয়ের কমেন্ট থেকে পেল ধন্যবাদ বিস্তারিত কমেন্ট করার জন্য।বিস্তারিত ব্যখ্যা আমারো পছন্দ।
    গৌরব ভাইয়ের প্রথম টিউন,ভাল একটি তথ্য নিয়ে টিউন করেছেন আপনি,টিউনের জন্য ধন্যবাদ।তবে সামনে আরো ভাল,বিস্তারিত এবং ভাল মানের টিউন আশা করছি।

    Level 3

    এ বিষয়ে আপনার কাছ থেকে একটি পরিপূর্ন টিউন আশা করছি। আর আতাউর রহমান ভাই এর সাথে আমি একমত যে, আপনার মন্তব্য হতে টিউনটি পূর্ণতা পেল। ধন্যবাদ।

“আপনার পি-৪ পিসি কে দিন ডুয়েল কোরের গতি”
হেডিং টা পরে খুব ভাল লাগলো।
সেসময় ৩০০০/=টাকার অভাবে ডুয়েল কোর নিতে পারি নাই, সেটা আবার মনে করিয়ে দিলেন।

Level 0

গৌরব ভাইয়ের বুদ্ধিটা ভাল,তবে টেকনো ডাকিয়া ভাই খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন,Advanced User না হলে সত্যিই PC Damage হয়ে যাবে,তবে এইরকম একটা অসাধারণ তথ্য দেয়ার জন্য গৌরব ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি 🙂 দেখি গবেষণা করে,যে কি হয় 😉 টিউনার হিসেবে আপনার আত্মপ্রকাশে স্বাগতম জানাই 🙂

IT’S GOOD.BUT VERY MUCH SENSITIVE POST.