আসাকরি সকলে ভাল আছেন ।অনেক দিন পর আবার আপনাদের মাঝে মজার একটি টিউন নিয়ে হাজির হলাম ।
শিরোনাম পড়ে হয়ত ভাবছেন এটা কি সম্ভম ? হ্যাঁ সম্ভব-
আপনি যে ওয়েব সাইট এডিট করেত চান*-- প্রথেম সেই ওয়েব সাইটে ঢুকেবন, তারপর এড্রেস বারে নিচের লিংকটি কপি করে পেষ্ট করে দিবেন । এবার মজা দেখুন ।
--------------------------------------------------------------------------------------------
javascript:document.body.contentEditable='true'; document.designMode='on'; void 0
---------------------------------------------------------------------------------------------
সাহায্য প্রয়োজন :
আমার ল্যাপটপে "windows 7 ultimate" ব্যবহার করতাম । যেকোন কারনে হটাৎ একিদন এর একিট ফাইল মিস করে, ফলে আর windows ওপেন হয়না । এর পর আমি আবার windows 7 ultimate Bootable dvd দিয়ে Install করতে যাই কিন্তু Install হয়না । পরবরতিতে আমি windows 7 home basic Bootable dvd দিয়ে Install দেই । কিন্তু সি ড্রাইভে আগের windows 7 ultimate থেকে যায় এবং আমার ৭.৪০ জিবি জায়গা দখল করে রাখে । এখন কিভাবে আমি এই জায়গা বের করতে পারি । অথবা কিভাবে শুধু মাত্র সি ড্রাইভ ফরেমট দিয়ে আবার windows 7 ব্যবহার করতে পারি । যদি কেউ আমার সমস্যার সমাধান দেন খুব উপকার হয় ।
-----------------------বাপ্পী পটুয়াখালী----------------------
আমি বাপ্পী পটুয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র,নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায়,পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র
কোড টি আগেই টিটি থেকে কপি করে রেখেছিলাম। এরকম একটা কোড যে আমার কাছে আছে মনেই ছিলো না।মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ