~~**এখন থেকে আপিনও যেকোন ওয়েব সাইটে ঢুকে সাইটটি এডিট করুন, এমনকি টেকটিউনস-এও**~~

আসাকরি সকলে ভাল আছেন ।অনেক দিন পর আবার আপনাদের মাঝে মজার একটি টিউন নিয়ে হাজির হলাম ।
শিরোনাম পড়ে হয়ত ভাবছেন এটা কি সম্ভম ? হ্যাঁ সম্ভব-25s3fiv.jpg
আপনি যে ওয়েব সাইট এডিট করেত চান*-- প্রথেম সেই ওয়েব সাইটে ঢুকেবন, তারপর এড্রেস বারে নিচের লিংকটি কপি করে পেষ্ট করে দিবেন । এবার মজা দেখুন ।

--------------------------------------------------------------------------------------------

javascript:document.body.contentEditable='true'; document.designMode='on'; void 0

---------------------------------------------------------------------------------------------

সাহায্য প্রয়োজন :

আমার ল্যাপটপে "windows 7 ultimate" ব্যবহার করতাম । যেকোন কারনে হটাৎ একিদন এর একিট ফাইল মিস করে, ফলে আর  windows ওপেন হয়না । এর পর আমি আবার windows 7 ultimate Bootable dvd দিয়ে Install করতে যাই কিন্তু Install হয়না । পরবরতিতে আমি windows 7 home basic  Bootable dvd দিয়ে Install দেই । কিন্তু সি ড্রাইভে আগের windows 7 ultimate থেকে যায় এবং আমার ৭.৪০ জিবি জায়গা দখল করে রাখে । এখন কিভাবে আমি এই জায়গা বের করতে পারি । অথবা কিভাবে শুধু মাত্র সি ড্রাইভ ফরেমট দিয়ে আবার windows 7 ব্যবহার করতে পারি । যদি কেউ আমার সমস্যার সমাধান দেন খুব উপকার হয় ।

-----------------------বাপ্পী পটুয়াখালী----------------------

Level 0

আমি বাপ্পী পটুয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র,নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায়,পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কোড টি আগেই টিটি থেকে কপি করে রেখেছিলাম। এরকম একটা কোড যে আমার কাছে আছে মনেই ছিলো না।মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ

সমাধান জানি না!
কিন্তু হলফ করে বলতে পারি আপনার মাদার বোর্ড ইনটেল এর না !
বিঃদ্রঃ কোন মজা দেখি নাই ! 😀

    Level 0

    সবাই সব জিনিসে মজা পায়না ।

    টিউন কিন্তু সবার জন্যেই করেছেন !

    Level 0

    “মনপুরা” ছবিটি বাংলাদেশে খুব সাড়া তুলেছিল । তারপরও অনেকে বলেছে এটা নাকি কোন ছবিইনা ।কিছু মনে করবেননা পরবরতিেত ভাল করার চেষ্টা করব ।

অসাধারন…………. 😛 আমার কাজে লেগেছে 😛

কাজে লাগবে!!

ভাই আপনার কথা বুঝলাম না ! আপনি যখন Bootable CD/DVD দিয়ে Install করতে যাবেন তখন অবশ্যই Format অপশন টি দেখানোর কথা । Microsoft কি তাহলে এতদিন পর Windows7 বানাতে ভূল কর বসলো !!!!!!!!!! যাই হোক – আপনার যেহেতু এখন Format করা দরকার সে সম্পর্কেই কিছু বলি । আপনি যদি আপনার ল্যাপটপে বসে Format করতে চান তাহলে WindowsXP এর Bootable CD দিয়ে Boot করিয়ে Format পর্যন্ত গিয়ে C: ড্রাইভটি NTFS এ ফরম্যাট করে নিন । এরপর Format Complete হয়ে যখনই XP এর ফাইলগুলো কপি হওয়া শুরু করবে ঠিক তখনই Drive থেকে CD টি বের করে নিন এবং ল্যাপটপ টি Restart / Reset করুন । এরপর Windows7 এর Bootable DVD দিয়ে Windows7 ইনষ্টল করুন ।

যদি এভাবে না করতে চান , তাহলে Acronis Disk Director নামক এই Partitioning সফওয়্যারটি Install করে তা থেকে Acronis এর একটি Bootable Media তৈরি করে নিন । এরপর এই Bootable Media ফাইলটিকে Nero এর মাধ্যমে Disc Image/ Saved Project অপশনের মাধ্যমে Write করে নিয়ে সেই Write কৃত Bootable CD/DVD দিয়ে বুট করান এবং এটি দিয়ে আপনার C: ড্রাইভ টি NTFS এ ফরম্যাট করে নিন । তবে হ্যাঁ , Acronis Disk Director সফটওয়্যারটি অবশ্যই Full Version হতে হবে ।

উপরের কোনটিই যদি না করতে চান তবে – আপনার হার্ডডিক্সটি খুলে অন্য কোন ল্যাপটপের সংগে লাগিয়ে তা থেকে খুব সহজেই আপনার C: ড্রাইভটি ফরম্যাট করে নিতে পারবেন ।

আশাকরি , আপনার সমস্যাটি এখন সমাধান করতে পারবেন ।

    ভাই এত ঝামেলার কি দরকার 7 install দেয়ার সময় যখন ড্রাইভ select করতে বলে তখন option নামে একটা জায়গা আছে…ওইখানে ক্লিক করলে ফরমেট এর option পাবেন…

Level 0

ধন্যবাদ ভাই, সাজেশন দেয়ার জন্য । কিছু মনে করবেন না , আমার একটা ব্যপার জানা দরকার–আপিন কি কখনও windows 7 install করেেছন ? Xp সিডি দিয়ে চেষ্টা করেছি কিন্তু কাজ হয়না ।Acronis Disk Director সফটওয়ারটির ফুল ভাসর্ন লিংক দিবেন কি ?

কাজে লাগবে।ধন্যবাদ

বাপ্পি ভাই কপি পেষ্ট এর পর কোথায় থেকে এডিট করবো।

হ্যাঁ ভাইয়া ব্যবহার করেছি এবং তাতে যথারীতি ফরম্যাট অপশনও ছিল । আর আপনি কি বলছেন !?!? XP CD দিয়ে কেন কাজ হবে না ? আচ্ছা , প্রথমে আপনি আগে একটা বিষয় ক্লিয়ার করেন – আপনি কি উইন্ডোজ চালু থাকু অবস্থায় ড্রাইভে সিডি ঢুকিয়ে ইনষ্টল দেওয়ার চেষ্টা করেছিলেন নাকি BIOS থেকে First Boot Device – CD/DVD Rom সিলেক্ট দিয়ে সরাসরি CD থেকে Boot করিয়ে ইনষ্টল করার চেষ্ট করেছিলেন ? আমার মনে হয়ে আপনি প্রথম পদ্ধতিটি অবলম্বন করেছিলেন , যার কারণে আপনাকে কোন ফরম্যাট অপশন দেখায়নি , শুধু Delete এবং Keep অপশনটি দেখিয়েছে ।

    আপনার ল্যাপটপ কি 32-bit এর নাকি 64-bit এর ?

    Level 0

    ৩২ বিটের

    Level 0

    না ভাই, BIOS থেকে First Boot Device – CD/DVD Rom সিলেক্ট দিয়ে সরাসরি CD থেকে Boot করে ইনষ্টল করেছি

আপনি কি windows.old ফোল্ডারটি ডিলিট করেছেন?

    Level 0

    ডিলিট করতে ভয় লাগে যদি কোন সমস্যা হয় ।

এ সমস্যাতে আমিও পড়ছিলাম। সেটআপ করার সময় যখন disk select করতে বলে তখন advance option এ ক্লিক করুন। ঐ খান থেকে format করুন। আসা করি কাজে আসবে।

গোকুলের ষাঁড় এবং জাইর ভাইয়ের কথা ঠিক আমিও এই রকম সমস্যায় পড়েছিলাম আর উনাদের পদ্ধতিটা ইউজ করেছিলাম আমার কাজ হয়েছে।

মনে হচ্চে Windows 7 installation নিয়ে একটা টিউন করতে হবে………………………

আপনার পিসি যদি ফরমেট না হয় তবে c: drive এ windows.old ফোলডারিট ডিলিট করেদিন।
আপনি কি কোড দিলেন কোন পরিবতর্ন দেখলাম না।

    Level 0

    করেছি কিন্তু মাত্র ২জিবি ডিলিট হয়েছে । বাকিতা ডিলিট হয়না

আমার মনে হয় c drive এর ডিস্ক ক্লিনাপ করা উচিৎ। দয়া করে দেখবেন…………

    Level 0

    করেছি, কাজ হয়না

ভাই আপনারা কেউ উইন্ডোজ় ৭ ইন্সটল নিয়ে একটা টিঊন করেন। তাহলে অনেকের উপকার হবে।

    Level 0

    ঠিক আছে আশা করি অতি শীগ্রই তা করবে না হলে আমিই সেরে দিব

Level 0

মাঝে মাঝে উইন্ডোসের সিডিতে সমস্যা থাকলেও ফরমেটের এই ধরনের সমস্যা হয়
সমাধান তখন ডিস্ক পরিবর্তন করুন
কারন ডিস্কে কোনভাবে ফাইল মিসিং হয়

    Level 0

    ভাই ডিস্কে কোন সমস্যা নেই , ৩টি ডিক্স পিরবতর্ন করেছি ।

আপনার টিউনটা কাজে লাগাতে পারলাম না.। পেসট মারলে কোন change নাই………………………….

Level 0

চেষ্টা করুন অবশ্যই হবে । আমি নিজে পরিক্ষা না করে কখনই টিউন করি না ।

    ভাই, Already এটা নিয়ে একটা ব্যপক আলোচিত টিউন হয়েছে। হয় আপনি নতুন অথবা চমৎকার টিউনটি আপনার দৃষ্টি এড়িয়ে গেছে। টিউনটি Delete করার জন্য অনুরুধ করা হল। আপনার সুবিধার্তে লিংকটি নিচে দিয়ে দিলাম।

    https://www.techtunes.io/hacking/tune-id/10757/

ata die sudu edit kora jai but save korvo kivave?

আপনি যে লিঙ্কটা দিয়েছিলেন সেটা আমার কম্পিউটারে কাজ করছে না. আমি মনেকরি এই লিঙ্কটা সঠিক

javascript:document.body.contentEditable=’true’; document.designMode=’on’; void 0

Level 0

dhonnobad