পেনড্রাইভ বা মেমোরি কার্ডে কোন ফাইল সুপার হাইড হয়ে গেলে কি করবেন ?

আশাকরি আল্লাহপাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন।

আজকে একটি কমন সমস্যার সমাধান দেবো।হয়তো বিপদে এটি অনেকের কাজে লাগবে।পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল অনেক সময় অদূশ্য হয়ে যায়।মনে হয় যেন এতে বুঝি কোন ফাইলগুলো মুছে গেছে। কিন্তু propertise গেলে দেখা যায় জায়গা ঠিকই দখল করে আছে।তার মানে ফাইলগুলো সুপার হাইড হয়ে গেছে।আসলে ভাইরাসে কারনেই এই সমস্যা হয়। এছাড়াও এই ফোল্ডার গুলোর নামে EXE ফাইল তৈরী হয়, এগুলোকে ডিলিট করে দিতে হবে।আজকে আপনাদের এই সমস্যার একটি কার্যকর সমাধান দেবো।

এরকম সমস্যা হলে run এ গিয়ে cmd লিখে enter চাপুন। এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তার অক্ষর(যেমন L: হলে L ) টাইপ করুন।এখন নিচের কমান্ড লিখে enter চাপুন-
attrib -s -r -h -a /s /d

আশাকরি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এতেই।

ঐ কমান্ডগুলোর অর্থটাও বুঝে নিন-
এখানে attrib বলতে attribute এর সংক্ষিপ্ত রুপ বোঝায়।
s = system file or super hidden
r = read only
h = hidden
a = archive
/d = directory
/s = sub directory

যদি লেখাটি আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট দিবেন।কারন কমেন্ট ছাড়া একটি টিউনের ভালো মন্দ বোঝা সম্ভব নয়।

Level 0

আমি খালেদ মাহমুদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"You can chain me, you can torture me, you can even destroy this body, but you will never imprison my mind"


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব কাজের জিনিস। ধন্যবাদ……………

bhai memory unlocker software thakle pls share koren

C:\Documents and Settings\Administrator>k attrib -s -r -h -a /s /d
‘k’ is not recognized as an internal or external command,
operable program or batch file.

কই কাজ হয় নাতো ?

সব কিছু ভাই,না হওয়ার তো কথা না:(

খালেদ ভাই সুন্দর টিউন।এ বিষয়ের উপরে আমিও একটা টিউন করলাম আপনার টা দেখে।কিছু মনে করে না।

    কালপুরুষ ভাই,মনে করার কিছু নাই।আপনার টিউনটিও ভালো হয়েছে।চালিয়ে যান।

ভালো চালিয়ে যান।

ধন্যবাদ আউয়াল।

Level 0

সুন্দর টিউন।ধন্যবাদ ।

খুব কাজের জিনিস। ধন্যবাদ.

ভাল হয়েছে।
আপনাকে ধন্যবাদ।

জটিল………………..

টিউন টা আর একটু ক্লিয়ার হওয়া দরকার ছিলো

খুবই ভাল হয়েছে। আমার জন্য অনেক কাজের। ধন্যবাদ

Level 0

আপনাকে ধন্যবাদ ,ভাল হয়েছে।

Level 0

ভাল টিউন
বয়স ২৬ হলেও পরিনত স্বভাব
seems to b good

thanks brb. how can i write bangla here -any body tell me pls.

Level 0

ভাই, যদি ভাইরাস ফাইল খেয়ে ফেলে তা হলে এটি কখনও সম্ভব নয় ফিরিয়ে আনা !!!

    কিরন, এখানে শুধু সুপার হাইড হলে কি করতে হবে তা বলা হয়েছে।ফাইল খেয়ে ফেললে সেটা অন্য বিষয়।ধন্যবাদ আপনাকে।

মনে পড়ে গেল ডস ৬.২২ অমলের কথা। সেই দিনগুলি…

আমি করতে পারছি না!
winXP অন্য কোন ওয়ে আছে?

Level 0

Bhai, amar pen drive majhe majhe “write protected” hoye jacche..Jey pc te dekhacche sey pc te format neyna…Onno pc te format nicche.. then abar koyekdin thik…again koyekdin por “write protected” show korche…er solution ki bhai…

Somvob hole answer diyen bhai…

Dhonnobad ..