অনেক দিন পার টিউন করতে আজকে বসলাম। উইন্ডোজ ৭ এ Sticky Note এ বিভিন্ন লেখা নোট করে রাখে। নতুন করে উইন্ডোজ সেটআপ দেওয়ার পরে নোট গুলো মুছে যায়। আজকে আমি দেখাবো কিভাবে Stick Note ব্যাকআপ করতে হয়। সবার আগে Everything Search এই লিংক থেকে ডাউনলোড করে সেট আপ করুন।
এর পর StickyNotes.snt লিখুন>রাইট বাটনে ক্লিক করে> এক্সপ্লোর পাথ থেকে StickyNotes.snt এই ফাইলটা কপি করে আপনার নির্দিষ্ট লোকেশনে সেভ করুন।
এবার নতুন করে উইন্ডোজ সেটআপ দেওয়ার পরে আপনার লেকেশনে সেভ করা StickyNotes.snt ফাইলটা একই ভাবে Sticky Note ফোল্ডারে রিপ্লেস করুন।
এবার আপনার Sticky Note ওপেন করুন আপনার নোট করা লেখাগুলো দেখা যাচ্ছে।
ধন্যবাদ।
আমি শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Sticky Note এটা দিয়ে কী কাজ করে…?