ডোমেইন কিনবেন? একটু বুঝে শুনে কিনুন, যদি প্রতারিত হতে না চান! মনোযোগ দিয়ে পড়ুন। কাজে লাগবে অবশ্যই

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি  সবাইকে আন্তরিক শুভেচ্ছা।

আমি সুমির। ছোট খাটো একটা ওয়েব হোস্টিং বিজনেস আছে। হোস্টিং বিজনেস এর খাতিরে অনেক সময় সেলসে ফোন রিসিভ করতে হয়। কাস্টমারদের নানা প্রশ্নের উত্তর দিতে হয়। মাঝে মাঝে কিছু প্রশ্ন শুনে অবাক হতে হয়।  যেগুলা শুনে হাসব না কাঁদব বুঝতে পারি না।

মাঝে মাঝে এই প্রশ্নটাই বেশী আসে কাস্টমার এর কাছ থেকে। আচ্ছা ভাই আপনারা যে ডোমেইনটা দিচ্ছেন সেটা কি প্রোমো না প্রিমিয়াম? যারা ডোমেইন হোস্টিং এর ব্যাপারে অবগত আছেন, নিশ্চয় এই প্রশ্ন দেখে মিটিমিটি হাসছেন? কারন এতদিন জানা ছিল ওয়েব হোস্টিং প্রিমিয়াম এবং বাজেট কোয়ালিটির হয়, কিন্তু ডোমেইন প্রোমো/প্রিমিয়াম কোয়ালিটির হয় তা আমার জানা ছিল না। বর্তমানে বাংলাদেশী কিছু ডোমেইন হোস্টিং কোম্পানীর মহান আবিষ্কারের জন্য এই উল্লেখিত প্রোমো/প্রিমিয়াম কোয়ালিটির দেখা পাওয়া যাচ্ছে।

অবশ্য আমার এই লেখাটার কিছুটা ভুল আছে। কেননা প্রিমিয়াম ডোমেইন বলে অবশ্যই কিছু একটা আছে, কিন্তু সেটার কাহিনী টা অন্যরকম। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এ অনেক ডোমেইন আছে, যেগুলা অনেক আগেই কেনা হয়ে গেছে এবং সেই ডোমেইন কিনতে গেলে ১০০ ডলার কিংবা এর কম মূল্য থেকে শুরু করে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত দাম দিতে হবে আপনাকে। সেগুলা কে আমি/আমরা সাধারনত প্রিমিয়াম ডোমেইন বলে জানি।

পরে চিন্তা করলাম এই প্রোমো/প্রিমিয়াম কি জিনিস সেটা তো জানা দরকার। পরে দেখি কাহিনী হচ্ছে এইটা। প্রোমো/প্রিমিয়াম দুইটার কোয়ালিটি নাকি প্রাই একই। সমস্যা হচ্ছে শুধু প্রোমো ডোমেইন নেম সার্ভার/ডিএনএস ম্যানেজম্যান্ট করতে গেলে নাকি তাদের সাপার্টে যোগাযোগ করতে হবে। এবং ডোমেই রেজি: করতে চাইলে সময় ১দিন থেকে ৭ দিন পর্যন্ত লাগতে পারে। পরে চিন্তা করলাম কাহিনীর আরো গভীরে যাওয়া দরকার। কারন আমার ডোমেইন এর ম্যানেজমেন্ট আমি করব সেটার জন্য প্রোভাইডারের কাছে যেতে হবে কেন (সাময়িক সমস্যা হলে সেটা অন্য কথা) এবং এই ডিজিটাল যুগে কেন ডোমেইন রেজি: করতে ৭ দিন লাগবে? কারন আমি ডোমেইন রেজি: বাটনে ক্লিক করা মাত্র ডোমেইন রেজিস্ট্রেশন হয়ে যায়।

ঘাটাঘাটি করে যা দেখলাম, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কিছু কোম্পানী অফারে কাস্টমার এর কাছে ডোমেইন ২/৩/৪ ডলারে বিক্রি করে এবং বাংলাদেশী কিছু কোম্পানী কাস্টমার এর কাছ থেকে টাকা/অর্ডার নিয়ে সেই ডোমেইন কিনে বিক্রি করে ২০০/৩০০/৪০০ টাকায়। এবং এইসব ইন্টারন্যাশনাল কোম্পানী শুধুমাত্র কাস্টমার এর কাছে ডোমেইন এই  ২/৩/৪ ডলারে বিক্রি করে, কিন্তু কোন রিসেলার কাছে এই প্রাইজে বিক্রি করে না। যার জন্য এই সব ডোমেইন এর বিলিং প্যানেল এ ম্যানেজম্যান্ট অটোমেশন করা সম্ভব হয় না। ফলস্বরুপ এইসব প্রোমো নামের ডোমেইন এর কন্ট্রোল প্যানেল নিজের কাছে রেখে দেন এই সব বাংলাদেশী প্রোমো প্রোভাইডাররা।

এই সব মেইন প্রোভাইডার যারা ইন্টারন্যাশনাল মার্কেটে এই দামে ডোমেইন বিক্রি করে, তারা যদি কোনভাবে জানতে পারে এভাবে তাদের কাছ থেকে ডোমেইন কিনে সেগুলো প্রোমো ডোমেইন/প্রোমোশনাল ডোমেইন ইত্যাদি নামে বিক্রি করা হচ্ছে, তখন সাথে সাথে এই সব  ডোমেইন সহ একাউন্টগুলো সাসপেন্ড করা হবে। ফলস্বরুপ কি হবে, আপনার সাধের ডোমেইন হটাৎ করে সারা জীবনের জন্য গায়েব হয়ে যেতে পারে!!!

কিন্তু এর পরের কাহিনীটা ভয়াবহ। শুনে আবার হার্টফেইল কইরেন না। কেননা ডোমেইন কন্ট্রোল প্যানেল নিজের কাছে না থাকার কারনে আপনার ডোমেইন এর পপুলারিটি বুঝে রিনিউ করার সময় আসলে তখন ইচ্ছামত দাম হাকানো হয়। এটার পরিমান ৩ হাজার থেকে ২০ হাজার টাকা কিংবা এর অধিক! চিন্তা করুন ১ টি বছর কস্ট করে ডোমেইন এবং হোস্টিং কিনে একটি সাইট দাড় করালেন এবং কিছুদিনের মাঝে সেটা থেকে আয় করবেন/কিংবা সবে আয় করা শুরু করেছেন তো এমন সময়ে যদি এই ঘটনা ঘটে তাহলে আপনার কেমন লাগবে??? তখন যদি আপনার সামর্থ্য থাকে তবে তার নির্ধারিত দামে ডোমেইন রিনিউ করবেন না হলে ঐ ডোমেইন এর আশা বাদ দিবেন এবং একবার যদি বলেন রিনিউ করবেন না তাহলে দেখবেন কয়েক দিনের মাঝে ঐ ডোমেইন অন্য আরেকজনের কাছে বিক্রি করে ফেলছে ঐ প্রোভাইডার। কিছু কিছু প্রোভাইডাররা এইসব রিনিউ এর ধার ধারে না, দেখবেন ৬ মাস যেতে না যেতেই ডোমেইনটা আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে, সুযোগ মত দাম নিয়ে। ভাবুনতো একবার কত বড় প্রতারনা/অন্যায় করা হল আপনার সাথে???

এই সব ভুক্তভোগীরা আমাকে ফোন করে প্রথমেই বলে ভাই এই বছরের কথা জানার দরকার নাই পরের বছর রিনিউ চার্জ কত? আমি বলি আমাদের সাইটে উল্লেখ আছে রিনিউ প্রাইজ একই। পরে বলে ভাই এর থেকে বেশী দাম নিবেন নাতো আবার? কারন ভাই এর আগে ধরা খাইছি, কিংবা বলে আমার পরিচিত লোক এইভাবে ধরা খাইছে। প্রোভাইডার বলছে অতিরিক্ত টাকা দিতে হবে, না দিলে রিনিউ হবে না। এই প্রশ্নটার পর কাস্টমার কে জবাবটা ভালোভাবে দিতে হয়। সাধারন দেখা যায় ইন্টারন্যাশনাল প্রোভাইডাররা ডোমেইন এর প্রাইজ ১/২/৩ বছর পর কিছুটা বাড়িয়ে দেয় তবে সেটা সময় ১ ডলার এর নিচে থাকে। যার প্রভাব পরে আমাদের এই ছোটখাটো ব্যাবসার উপরে। কেননা এই বছর জনপ্রিয় ডোমেইন রিসেলার প্রোভাইডার Resell.Biz তাদের প্রত্যেকটা ডোমেইন এর মূল্য ১৫ সেন্ট দাম বাড়িয়েছে অর্থাৎ বাংলাদেশী টাকায় ১২ টাকার মত প্রতি ডোমেইন এ বেড়ে গেছে। কিন্তু তার পরেও আমাদের কোম্পানী সেই আগের মূল্যে ৮০০ টাকায় ডোমেইন রেজিস্ট্রেশন/রিনিউ/ট্রান্সফার করছি। কিন্তু এইভাবে যদি ধাপে ধাপে ডোমেইন এর দাম বাড়তে থাকে, তাহলে আমাদের টিকে থাকার স্বার্থে ডোমেইন এর দাম ৫০/১০০ টাকা বাড়াতে হবে। তখন তাদের বলি যদি কখনও ডোমেইন এর দাম বাড়ে তাহলে সেটা ৫০/১০০ টাকা সর্বোচ্চ বাড়তে পারে এবং এই দাম বৃদ্দির ঘোষনা ১ মাস আগে ঘোষনা করা হবে এবং কত তারিখ থেকে প্রযোজ্য হবে তা আমাদের সকল কাস্টমারদের কাছে কয়েক ধাপে ইমেইল করা হবে। এবং সাইটে সেই নতুন প্রাইজ উল্লেখ থাকবে এবং এই মূল্য শূধু আপনার জন্য না সবার জন্য প্রযোজ্য হবে এবং সেটা যদি আপনার/অন্য কারো পছন্দ না হয় তাহলে যে কোন সময় আপনি ডোমেইন ট্রান্সফার করে অন্য কোথাও চলে যেতে পারেন নিশ্চিন্তে। বাকিটুকু আপনার ইচ্ছা।

দ্বিতীয়ত প্রশ্ন দাম নিয়ে। যখন বলি .কম ডোমেইন এর দাম ৮০০ টাকা। তখন অনেক কাস্টমার বলে একি বলছেন ভাই .কম ডোমেইন এর দাম তো  ২০০/৩০০/৪০০ টাকা। অমুক কোম্পানীতো বিক্রি করছে। এর পরে জবাব আর কি দিব? আশা করি আপনারা এর জবাব পেয়ে গেছেন।

কারন একটা .কম ডোমেইন এর দাম ৭০০ টাকার মত যদি আপনি মেইন রিসেলার হয়ে থাকেন এবং এই প্রাইজটা পাবার জন্য আপনাকে যথেস্ট ইনভেস্ট করতে হবে ডোমেইন এর ফান্ড এর জন্য। বাংলাদেশী অথবা অন্য কোন প্রোভাইডার এর কাছ থেকে ডোমেইন রিসেলার নিলে সেক্ষেত্রে আরও বেশী দাম লাগবে। তাছাড়া বাংলাদেশী যেসব প্রোভাইডাররা যারা যথেস্ট সুনামের সাথে ব্যাবসা করে আসছে তাদের প্রাইজ গুলো একটু কষ্ট করে দেখে নিবেন। আশা করি তখন ব্যাপারটা পরিস্কার হয়ে যাবে।
তো বকবক অনেক্ষন করলাম। আপনি যেখান থেকেই ডোমেইন নিন না কেন, একটু বুঝে শুনে নিবেন এবং অবশ্যই জেনে নিবেন আপনি ফুল কন্ট্রোল প্যানেল পাচ্ছেন কি না। তা না হলে পরে আপনার আফসোসের সীমা থাকবে না।

যাই হোক ভালো এবং সুস্থ থাকবেন সবাই। সামনে আরো আসছে আমার ডোমেইন হোস্টিং বিষয়ক লেখা। সে পর্যন্ত আপাতত অপেক্ষা...

কারো ভালো লাগলে টিউমেন্ট করবেন, কিন্তু খেয়াল রাখবেন আপনাদের টিউমেন্ট যেন বিজ্ঞাপনধর্মী না হয়।

বি:দ্র: যারা এই লেখাটি পড়ছেন, তাদের কাছে যদি ভালো লেগে থাকে আশা করি সবাই এই লেখাটি শেয়ার করবেন। অন্তত কিছু মানুষ বেঁচে যাবে এই ধরনের প্রতারকদের হাত থেকে।

Level 0

আমি সুমির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 190 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এই আমি সুমির। পুরো নাম সুমির সূত্রধর। একজন প্রযুক্তিপ্রেমী। প্রযুক্তিকে ভালবাসি অসম্ভব। ছোট একটা ওয়েব হোস্টিং বিজনেস আছে। ঠিকানা- http://hostclation.com ফেসবুকে আমি : http://facebook.com/sumir.sutradhar গুগল/ইয়াহু/স্কাইপ : sumirbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লিখছেন।

    @Saleh Ahmed:
    সময় নিয়ে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

খুব ভালো লিখছেন ভাই। বেপারগুল সবার জানা দরকার। আমরা মাঝে মাঝে Clinten দের অনুরধে Promo ডোমেইন সেল করি। এই ডোমেইন গুল কিনে জারা School পরা ছেলে মেয়ে জাদের ৮০০ টাকায় ডোমেইন কিনা সম্ভব না। এই ডোমেইন গুলা renuew করা লাগে না ৮০০/- দিয়ে বছর শেষে Resell.biz এ Transfer করলে ফ্রী Renuew হয়ে জায়।
এই পোস্টটা দেখুন https://www.techtunes.io/internet/tune-id/178105
কেউ কম দামে ভালো জিনিস পাইলে ছারে না, বোকারা ছাড়া। আর আঙ্গুর ফল টক তা আমরা জানি।
আর হা আমরা Client চাওয়া মাত্র তাকে তার Domain প্যানেল দিয়ে দেই, আর ডোমেইন Registration 2 মিনিটের মধ্যে করে দেই।

    @সার্ভারবিডি টেকনোলজি:
    যদি ভালো লেগে থাকে তাহলে নির্বাচিতটিউন মনোননয় এর জন্য বাটনে ক্লিক করবেন আশা করি। ধন্যবাদ।

    @সার্ভারবিডি টেকনোলজি:
    রিসেলবিজকে রিনিউয়ের জন্য কোন টাকা দেয়া লাগে না?

    Level 0

    @সার্ভারবিডি টেকনোলজি:
    ক্লায়েন্টরা কি আপনাকে প্রোমো ডোমেইন সেল করার জন্য কি ঢাক-ঢোল পিটাইতে বলেছে? নাকি এই জায়গায় লাভটা একটু বেশী। ২/৩ ডলার ইনভেস্ট করে ২০০/৩০০ বা তার অধিক টাকা লাভ করা যায় তাহলে খামোখা ৭০০ কিংবা তার বেশী দিয়া ডোমেইন রিসেলার নিয়া লাভটা কি? আর যদি এই টি্উনারের কথা মত যদি রিনিউ এর সময় আসলে আলাদা একটা ধান্দা করা যায় তাহলে তো কথায় নাই। আপনার সাইটটা দেখলাম অনেকদিন পর। পুরাই টাসকি খায়া গেলাম। একেবারে HOSTCLATION টেম্পলেট। অবশ্য আপনি বলতে পারেন এই টেম্পলেট কিনে যে কেউ ব্যাবহার করতে পারে। কিন্তু একই যায়গায় টিউন করছেন এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হয়। ব্যাপারটা দৃস্টিকটু। ব্যবসা করতে আসলে কিছুটা ব্যাবসায়িক দৃষ্টিভঙ্গি লাগে। যাক মানুষের কমেন্ট পাবলিশ হবার পর আপনি ডিলেট করেন, কিন্তু দূর্ভাগ্য আমার কমেন্ট গুলোর সেই সৌভাগ্যটা হয় না। আপনার টিউনে আমার কমেন্ট পাবলিশ হয় না। পুরাই আজব। আপনাকে তো আর গালাগাল পারিনি। জাস্ট কিছু প্রশ্ন এবং আপনার কমেন্ট এর উত্তর করেছি।

      @Rajan24:

      টাসকি কিছু নাই। য়াপনি বলছেন পুরা HOSTCLATION টেম্পলেট , হাহা হাসি পাইল।
      ওইটা tranquil-hosting টেম্পলেট
      এখানে দেখেন https://www.whmcsthemes.com/premium-whmcs-templates-tranquil-hosting.php

        Level 0

        @সার্ভারবিডি টেকনোলজি:
        জি আগেই বলেছি ওটা টেম্পলেট, এবং কোথায় পাওয়া যায় সেটাও আমার জানা আছে। তার সাথে এটাও বলেছি যে এটা যে কেউ কিনে ব্যাবহার করতে পারে। টেম্পলেট এর খোজ জানা না থাকলে সে কথা বলতাম না। HOSTCLATION নাম বলার জন্য আপনার হাসি পাইছে ভালো কথা।

    Level 0

    @সার্ভারবিডি টেকনোলজি: 2 Minute a Registration হলে কি হবে ? দুই দিন পর যে আবার Account লক হইয়া যায় , সেটার কি হবে ?

    Level 0

    @সার্ভারবিডি টেকনোলজি: টিউন করা হয়েছে প্রতারকদের চিহ্নিত করতে কিন্তু আপনি এত ক্ষেপতেছেন কেন ? আপনি কি এই টাইপ এর মধ্যে নাকি ?

Level 0

এতদিনে বুঝলাম ভালো প্রোভাইডাররা কেন ডোমেইন কম দামে বিক্রি করে না। কিংবা ২০০/৩০০/৪০০ টাকায় ডোমেইন এর পরের কাহিনী গুলা কি?

@Saleh Ahmed

ভাই , Transfer করলে ১ বছর Renue ফ্রী Resell.biz এ তাই বলছি, Only বলিনি renue ফ্রী, Transfer করতে ৮০০/- টাকা পরে।

    @সার্ভারবিডি টেকনোলজি:
    কেউ ফ্রী তে রিনিউ বলে না। বলে থাকে ফ্রী ট্রান্সফার। মানে রিনিউয়ালের আগে যতদিন থাকবে সেই সময়টা ফ্রী পাবেন। তবে ট্রান্সফারের সময় রিনিউয়াল ফি অবশ্যই পে করতে হবে। রিসেল.বিজের ক্ষেত্রেও একই নিয়ম।

সুমির ভাই আপনাকে ধন্যবাদ ভাল লিখেছেন । তবে আমার একটি প্রশ্ন আপনার কাছে “আমাকে একটি প্রতিষ্ঠান ৬০০ টাকায় ডোমেইন ও ১৫০ mb হোষ্টিং দিতে চাচ্ছে এটা নেওয়া কি ভালো হবে ??

    @বিপ্লব শীল:
    ধন্যবাদ। ভালো হবে না খারাপ হবে, এই ব্যাপারটা বলতে পারছিনা। কারন আমি আগেই বলেছি একটা ডোমেইন এর দাম কত হতে পারে? মূল্যটা হবে এই রকম
    ডোমেইন এর দাম+হোস্টিং এর দাম+কোম্পানীর প্রফিট=?
    সুতরাং এখন চিন্তা করুন।

      @সুমির: আমার এখন কি করা উচিত বুঝতে পারছি 🙂

@Rajan24

এখানে যখন কনও Tunes হয় ডোমেইন Host নিয়ে আমি একজন Provider হিসাবে সব সময় আর একজন Provider কে সাপোর্ট করি।
ভাই এর আগে যখন আমি ৩ মাস আগে একবার Tune করে ছিলাম আপনি অনেক বাজে Comment করেছিলেন।
আর আমি Rajan24 দেখেই comment delete করেছি।
আমার কথা কাউকে উপকার করতে না পারলেও আল্লাহ্‌ জেনো আমাকে দিয়ে কখনও কার ক্ষতি না করান।

    Level 0

    @সার্ভারবিডি টেকনোলজি:
    প্রমান দিতে পারবেন আমি আপনাকে বাজে কি কমেন্ট করেছি?

@Rajan24 আমি তো ডিলিট করে ফেলছি ভাই। কারন মেয়েদের মত ঝগড়া করার চাইতে ডিলিট করাই ভালো।
আর আপনার প্রতি আমার কন রাগ নাই। Busness করতে আসল Enty Pary রা নানান কতুক্তি করবেই।

    Level 0

    @সার্ভারবিডি টেকনোলজি:
    একটু ভালো করে দেইখেন, সেইখানে কোন কটুক্তি ছিল না। সেখানে ছিল আমার উত্তর।

    Level 0

    @সার্ভারবিডি টেকনোলজি: আগে শব্দ তৈরি শিখেন , তারপর কমেন্ট অথবা টিউন করেন ।

Level 0

সমির ভাই ডোমেইন ফুল কন্টোল কি ভাবে বুঝবো।

    @saker:
    ডোমেইন এর ফুল কন্ট্রোল আপনাকে দেওয়া হলে, আপনি Name server change, dns management, Register Lock/Unlock, Get domain EPP code (Domain Secret code), Contact information, Register Name server ইত্যাদি নিয়ন্ত্রন করতে প্রোভাইডারের সাহায্য ছাড়া।

Level 0

আমি ওয়েব ডিজাইন প্যাকটিসের জন্য ৩ মাস আগে (…………) থেকে ডোমেইন ও হোষ্টিং নিয়েছি কিন্তু আমাকে এখন পযন্ত ডোমেইন এর ফুল কন্টোল দেয়নি। কন্টোল এর জন্য মেইল করছি দেখি কি করে ।

Level 0

বেশ তথ্যমূলক একটা টিউন। নতুন অনেকের কাজে লাগবে।
বি:দ্র: আপনার টিউনার প্রোফাইল দেখলাম ৪ বছর, কিন্তু টিউন মোটে একটা, কাহিনী কি?

    @Shovro:
    আপনাকেও ধন্যবাদ। ইদানিং ডোমেইন হোস্টিং নিয়ে যা শুরু হয়েছে! মানুষ কেনার সময় চিন্তা করে টাকা কোথায় কম লাগবে। কিন্তু পরে যে এইসব বিপদে পড়তে পারে সে ব্যাপারে অনেকের কোন ধারনা থাকে না । অন্তত এই পোস্টটা পড়ে মানুষ কিছুটা হলে এই ব্যাপারে আইডিয়া পাবে।
    আর আপনার বিশেষ প্রশ্নের বিশেষ জবাব, এক জাতীয় লোক আছে যারা শুধুই পড়েই যায়, জাস্ট এই পর্যন্ত ফুল স্টপ। আমিও তাদের দলে পড়ি অনেকটা। তাই আমার চার বছরের প্রোফাইলের সারাংশ এটা। ১৫ দিন আগে থেকে এই টিউন লেখা শুরু করেছিলাম, আজকে অবশেষে সমাপ্ত করতে পেরেছি অনেক কষ্টে, এই আনন্দে এই বছরটা শেষ করছি এবং সামনের বছরের জন্য এখন প্রস্তুতি নিচ্ছি।

Level 0

ইদানিং কোম্পানীগুলো দারুন ভালো হয়েছে। সবকিছু তারাই করে দিবে। ডোমেইন এ আপনার নাম ঠিকানা থাকার দরকার নাই। সব তাদের নিজের নামেই রেখে দেয়। কি দরকার ভাই এত কস্ট করার। ক্লায়েন্ট অর্ডার করেছে তাই ডোমেইন রেজি: করে দিয়েছে। ক্লায়েন্টরা নাকি বেজায় খুশি। কোম্পানী তার সেই টি্উনে সাইটগুলার লিস্ট এবং ক্লায়েন্টদের মোবাইল নাম্বার দিয়ে আবার বুক ফুলিয়ে বলে বেড়াচ্ছে এই দেখুন এদের মোবাইল এই দেখুন সাইট লিস্ট। ডোমেইন এর Who Is চেক করে দেখি কাহিনী কি? Who Is চেক করি দেখি ডোমেইন এর কন্টাক্ট নাম্বারে একটা ক্লায়েন্টদের একটা নাম্বার ও নাই। তারপর মেইল চেক করে দেখি সব তাদের কোম্পানীর মেইল এড্রেস। নাম চেক করি যেখানে ক্লায়েন্ট এর নাম থাকার কথা সেখানে কোম্পানীর মালিক এর নাম।
পরে তার টিউন এর উত্তর এ বললাম,
ক্লায়েন্ট কি ভাই আপনার কোম্পানীর স্টাফ নাকি?
সাথে সাথে আমার কমেন্ট গায়েব। মজা পাইলাম। কোম্পানীর নামটা আর নাই বললাম।
তবে যাই হোক এই টিউনটার জন্য বাংলাদেশের অনেক কোম্পানী মাইনকার চিপায় পড়ে গেল। এখন থেকে তারা তাদের কাস্টমারের জন্য পরের বছরের জন্য যে কাহিনী রেখে দিত, এখন থেকে সেটা করাটা একটু কষ্টকর হবে। টিউনার ভাই এইডা আপনে কি করলেন? এইডা কোন কাম হইল?
যাই হোক এই টিউনটাকে নির্বাচিত করা উচিৎ টেকটিউনস এ। অনেক মানুষ এর উপকার হবে।

kii bolen vaaii bigroc theke net domin nilam 199 tkay/1yr ,2min e registrar complete r 5min e blogger blog online..songe whois privacy,2ta mail id,full conrol panel r kiii chaaii. techwap net

    @onlinesaumen:
    অভিনন্দন আপনাকে। বিগরক হচ্ছে ICANN accredited Registrar। সুতরাং চিন্তা কি। আমার এই টিউনটার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা এবং সবশেষে বলেছি, আপনি যেখান থেকেই ডোমেইন নিন না কেন, অবশ্যই জেনে নিবেন আপনি ফুল কন্ট্রোল প্যানেল পাচ্ছেন কি না। আরামে ব্লগিং করুন। নববর্ষের শুভেচ্ছা রইল।

সুমির দা আপনার কাছে আরো ভ‍ালো টিউন আশা করছি। অনেক কিছু বুঝতে পারলাম যেটা আগে যানতাম না আমাদের মত কাস্টমার দের এতো কিছু বুজিয়ে তো ডোমেইন বিক্র করে না। মোট কথা তাদের লাভ চাই। আর আমরা বাশঁ খাই।

    @অন্তর সাহা:
    ধন্যবাদ। আমার এই টিউনটার উদ্দেশ্য ছিল, মানুষকে সচেতন করা। যাতে কেউ এ ধরনের ভুল না করে এবং যাতে ধরা না পরে এই সব প্রতারকদের হাতে। নববর্ষের শুভেচ্ছা রইল।

Level 0

thanks

    @skytipsbd:
    আপনাকেও ধন্যবাদ। নববর্ষের শুভেচ্ছা রইল।

অসাধারন টি্উন হইছে সুমির ভাই। অনেকটা সময় নিয়ে পড়লাম। অনেকের কাজে দিবে। অন্তত এই ব্যাপারে মানুষের চক্ষু খুলে দিয়েছেন। গত কালকে এক ফ্রেন্ড ফোন দিয়ে বলল আপনি নাকি টিউন করছেন। আমি জানি সেটা তো মাঝে মাঝেই বিভিন্ন অফার দিয়ে স্পন্সরড টিউন করেন। বললাম এইবার কোন অফার? ফ্রেন্ড বলল ডোমেইন নিয়ে টিউন তবে এটা স্পন্সরড না এবং আপনার নিজের আইডি থেকে টিউন। পরে ভাবলাম তাহলে তো দেখতেই হয়। গতকাল খুব ব্যাস্ত ছিলাম বন্ধ-বান্ধব নিয়ে। আজকে সময় পেয়েছি, অনেকটা সময় নিয়ে পড়লাম আশা করি সময়টা আমার বৃথা যায়নি। সবশেষে Happy new year

    @অবুঝ বালক:
    আপনাকেও Happy New Year Brother এবং ধন্যবাদ।

Level 0

সুমির দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা টিঊন দেয়ার জন্য। আমি এই সম্পর্কে আরও জানতে চাই। আপাতত আমাকে কয়েকটি প্রশ্নের উত্তর দিন ।
১। আমি সাধারন একটা ব্লগ পরিচালনা করি আমি ডোমেন+হস্টিং ক্রয় করলে কি পরিচালনা করতে পারবো ( ব্লগ পরিচালনা এবং ওয়েব সাইট পরিচালনা কি প্রায় একই) ?
২। আমি ওয়েব ডিজাইন জানিনা ,এখন আমি যদি ডোমেন+হস্টিং ক্রয় করি তবে কি আমাকে ভাল কোন ডিজাইনার কে দিয়ে ওয়েব সাইট বানিয়ে তারপর পরিচালনা করতে হবে ?
৩।আমার একটা PR2 অথবা PR4 এর ওয়েব সাইট দরকার এ জন্য আমাকে সর্বনিম্ন কত টাকা ব্যায় করতে হবে (অংক টা অবশ্যই যানাবেন) এবং এটা আমি কোথা থেকে ক্রয় করতে পারবো ? আপনাদের কাছে কি রেডি সাইট পাওয়া যাবে ?

    @7ooo:
    আপনার প্রশ্নের উত্তর গুলো হচ্ছে,
    ১। ডোমেইন হোস্টিং ক্রয় করলে ব্লগ পরিচালনা করতে পারবেন। ( ব্লগ পরিচালনা এবং ওয়েব সাইট পরিচালনা কি প্রায় একই), এটা এমন এক টপিক যা বলতে গেলে অনেক কিছু। মনে রাখবেন ব্লগ অর্থ দিনলিপি। এখানে ছোট পরিসরে বুঝিয়ে বলা সম্ভব নয়। ফোন দিয়েন, ব্যাপারটা যতটুকু পারি বোঝাতে চেষ্টা করব।
    ২। সেটা কি ধরনের ব্লগ Blogger, WordPress? ডিজাইন আপনার চাহিদা অনুযায়ী নির্ভর করবে।
    ৩। PR2 অথবা PR4 এই ব্যাপারে ভালো কোন তথ্য দিতে পারছি না। টাকার ব্যাপার তো আরো পরে। আমরা ভাই রেডি সাইট বিক্রি করি না।
    আশা করি সংক্ষিপ্ত হলেও কিছুটা উত্তর দিতে পেরেছি। সবশেষে আপনাকেও ধন্যবাদ।

ভাই সুমির অনেক কষ্ট করে এত বড় পোস্ট পড়লাম। ভাল লেগেছে। পুরো বিষয়টা ভাল করেই বুঝিয়েছেন। আর এই পোস্টে যাদের গায়ে জ্বালা ধরে তাদের কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিবেন।

@সার্ভারবিডি টেকনোলজি
“এই ডোমেইন গুলা renuew করা লাগে না ৮০০/- দিয়ে বছর শেষে Resell.biz এ Transfer করলে ফ্রী Renuew হয়ে জায়।”

আপনার এই লাইন দেখে খুব আনন্দ পেলাম ভাই 😀

ডোমেইন ট্রান্সফার এর বিসয়টা হলো ডোমেইন কখনো ট্রান্সফার হয়না। ট্রান্সফার হয় রেজিস্ট্রার। কারণ ডোমেইন এর এক্সটেনশন এর রেজিস্ট্রি একজনই হয়। যেমন .com এর রেজিস্ট্রি VeriSign. কেউ যখন ডোমেইন ট্রান্সফার করে তখন নতুন রেজিস্ট্রার একটা ফী নেয়। বলা হয় ট্রান্সফার ফী। আসলে ওটা রাখা হয় রিনিউয়াল ফী হিসেবে। কারণ ডোমেইন ট্রান্সফার করতে রেজিস্ট্রি কে কনো পে করতে হয়না। কিন্তু আরো অন্যান্য খরচ আছে। তাই একটা ফী নেয়া হয় এবং ওই ফী এর বিনিময়ে ডোমেইনটা রিনিউ করে দেয়া হয়।

    @চুপ চাপ:
    ধন্যবাদ আপনাকেও। সময়ের তাগিদে টিউন করেছি, যারা ডোমেইন কিনতে আগ্রহী-যেখান থেকেই ডোমেইন কিনুক না কেন, তারা যেন ডোমেইন কিনবার আগে অন্তত কিছু ব্যাপারে পরিষ্কার থাকে এবং যেন বুঝতে পারে ডোমেইন কন্ট্রোল প্যানেল কি জিনিস, এটা নিজের কাছে না থাকলে কি হয়।

সবচেয়ে মজার বাপার হলো… আজ অনেক নতুন কিছুই জানতে পারলাম ডোমেইন রিসেলার/প্রভাইডারদের চুলটানাটানির ঝগড়াতে। এখন মনে হচ্ছে নিজেই ডোমেইনের একটা দোকান দেই…

শেয়ার করি কিছু কথা…
১। গুগলে সার্চ দেই সবচেয়ে কম দামের ডোমেইন বাংলাদেশের কোথায় পাওয়া যায় ? খুজে পাইলাম কিছু ওয়েবসাইট যেখানে দাম ৩০০ টাকা থেকে ৭০০ টাকা অ্যান্ড ১৫০০ টাকা থেকে ১৮০০ টাকা…
৩০০ টাকার ডোমেইন রিসেলারের কাছে কল করলাম। বলে যে টাকা পাঠাতে তারপর সে ডোমেইন আক্টিভ করে দিবে। আমি বললাম যে , আপনি কোথায় থাকেন আমাকে বলেন আমি ডাইরেক্ট আপনার হাতে টাকাটা দিতে চাই,
বলে যে রংপুর থাকে।
আমি বললাম আমার বন্ধু রংপুরে থাকে সে আপনাকে সরাসরি টাকা দিয়ে ডোমেইন অ্যান্ড ১জিবি হোস্টিং নিবে।
তারপর তার আর কোন রেসপন্স নাই। বুজলাম ব্যাটা পুরাই বাটপার।

আর ১৫০০ থেকে ১৮০০টাকার কথা শুনবেন!!! তারা গত ১ বছর থেকে তাদের ওয়েবসাইট ই আপডেট করে নি। কি আর বলব!!! দেখে খুব মজাই পাইলাম।;

তবে আমি ২ বছর থেকে বাংলাদেশের ২-৩ জন রিসেলার এবং godaddy, namecheap থেকে ডোমেইন ব্যবহার করতেছি । সবার সার্ভিস ই ভাল পাচ্ছি। আর কেউ যদি স্পেশাল অফার এ সেল করে সেটাও খারাপ না।

    @ছোট্ট সাব্বির:
    ধন্যবাদ ভাইয়া, টিউনটি পড়ার জন্য। কিছু জানতে পেরেছেন, এটাই এই টিউনের স্বার্থকতা। আমি শুধু মানুষকে বোঝাতে/সাবধান করতে চেয়েছি প্রলোভনে পরে ঠিকমত না বুঝে ডোমেইন কিনলে কি অবস্থা হয়। স্পেশাল অফারে ডোমেইন কিনতে কোন মানা নেই। শুধু আপনাকে নিশ্চিত হতে হবে, আপনার ফুল ক্নট্রোল থাকবে ডোমেইন এর উপরে। এর জন্য প্রোভাইডারের কাছে কখনো বলতে হবে না, আমাকে ভাই ডোমেইন কন্ট্রোল প্যানেল দেন।

    আর চুল টানাটানির ঝগড়ার কথা বললেন, সেটা কি আর বলব। এই টিউনের জন্য আমাকে হুমকি দেওয়া হয়েছে। যাই হোক জগতে সবকিছুরই ভালো ও মন্দ দুইটা দিকই আছে। এটার দরকার ছিল, এই সুযোগে চিনে নিলাম কে কেমন ধরনের লোক?

    এই টিউনটা করার পর প্রচুর মানুষ ফোন করে ধন্যবাদ দিয়েছে। বলছে ভাই টেকটিউনস এ ১/২/৩/৪/৫ বছর ধরে আছি, কিন্তু কোনদিন কোন টিউনে এ কমেন্ট করার ইচ্ছা জাগেনি, শুধু পড়েই গিয়েছি স্বার্থপরের মত। আপনার এই টিউনে কমেন্ট করার ইচ্ছা ছিল, কিন্তু ভাই পারলাম না, কেন যে আগে টেকটিউনস এ রেজি: করিনি। কমেন্ট করতে পারছি না কারন বর্তমানে টিটিতে রেজিস্ট্রেশন সিস্টেম বন্ধ আছে।
    তো যাই হোক, আপনাকে আবারো অসংখ্য ধন্যবাদ।

nice likcen vai..onek kichu jana holo tune ta pore..prio te rakhlam

    @Dream boy Reja:
    আপনাকে ধন্যবাদ।

http://lowendtalk.com/discussion/17130/get-com-net-org-info-domain-3-75-usd-from-serverbd-promo-code-fbsdm

সার্ভারবিডি বিদেশের মাটিতে গিয়ে এসব কী করছেন?

    Level 0

    @Saleh Ahmed: ভাই পোস্ট ডিলেট করা হয়েছে। ওটার একটা ইমেজ সংস্করন রেখে দিয়েছিলাম। দেখি কয়টা ডিলেট হয়?
    http://s30.postimg.org/mljtdgr7l/sbd.png

ধন্যবাদ। টিউনটি পড়ে উপকৃত ও সতর্ক হলাম।

    @রাকিবুল আলম:
    ধন্যবাদ আপনাকে। আশা করি আপনার পরিচিত মানুষদের মাঝে এই লেখাটি শেয়ার করবেন।

বাংলাদেশি কোনো প্রোভাইডারকে যদি এক দুই ডলারে ডোমেইন দিতে দেখেন তাহলে সবার আগে namecheap.com এ ঢুকে দেখুন ওদের কোনো অফার চলছে কিনা 😀

বেশ একটা টিউন , অনেকের ই কাজে লাগবে। এরকম একটা অবশ্য করেছিলাম মোবাইল সাইট ট্রিকবিডি তে। আপনাকে ধন্যবাদ

    @শাহরিয়ার শিমুল:
    ধন্যবাদ আপনাকেও। আশা করি আপনার পরিচিত মানুষদের মাঝে এই লেখাটি শেয়ার করবেন।

আপনেই সুমিরবিডির সুমির তা তো জানা ছিলো না ভাই !!!!!!!!!!! ভালো হচ্ছে, এগিয়ে যান।

Level 0

খুবই ভালো লাগলো আপনার টিউন পড়ে। আমার একটি নিউজ পোর্টাল আছে যা গোডেডি থেকে নেয়া। একজন ভাই পিএইচপিতে করে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে আমি ক্লাইড হোস্টিং নিতে চাই এক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে? বিদেশী কোনটা ভালো? আর দেশী প্রোভাইডার এর কাজ থেকে নিলে কোনটা ভালো ও রিস্ক ফ্রি? অনেকে বলে ক্লাউডে নাকি একজন বিশেষজ্ঞ রাখতে এটা পরচিালনার জন্য, এটা কি ঠিক? সঠিক পরামর্শ আশা করছি।