কিভাবে Driver rollback ব্যবহার করবেন Device driver কে Restore করার জন্য ?

Driver rollback হল Driver এর আগের অবস্থানে ফিরে যাওয়া।এর সাহায্যে আপনি আপনার driver এর আগের অবস্থানে ফিরে যেতে পারবেন যদি কোন কারণে আপনার কম্পিউটারে সমস্যা দেখা দেয় driver এর করণে।

আসুন দেখে নিই কিভাবে Driver rollback ব্যবহার করবেন ?

আপনার কম্পিউটার চালু করুন। যখন POST(Power on Self Test) শেষ হয়ে আপনার কম্পিউটার স্ক্রীন কালো হবে তখন keyboard থেকে F8 চাপুন Windows advanced options menu-তে যাওয়ার জন্য।

এখন Windows advanced options menu থেকে Safe mode select করে ENTER চাপুন।

Administrator হিসেবে আপনার কম্পিউটারে লগিন করুন।

এখন আপনার ডেস্কটপ থেকে My computer এর উপর Right mouse ক্লিক করে properties-এ যান।

How to use driver rollback by emdadblog.blogspot.com

System properties থেকে Hardware tab>>device manager-এ যান

How to use driver rollback by emdadblog.blogspot.com

এখন এইখান থেকে আপনার যথাযত device এর উপর ডবল ক্লিচক করুন

How to use driver rollback by emdadblog.blogspot.com

এইখান থেকে এখন Roll Back Drive ক্লিক করুন। একটি message আসবে এবং yes-এ ক্লিক করুন।

How to use driver rollback by emdadblog.blogspot.com

Apply এবং OK করে বের হয়ে আসুন।

আরো বিস্তারিত দেখুন এইখানে

Level 0

আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ…(১ম ভিজিটর এবং ১ম মন্তব্যকারী)

    Level 0

    @ Zia dk
    আপনাকেও ধন্যবাদ

bhi balo holo thankyou

    Level 0

    @ আউয়াল ভাইজান
    আপনাকে ধন্যবাদ

”আপনার কম্পিউটার চালু করুন। যখন POST(Power on Self Test) শেষ হয়ে আপনার কম্পিউটার স্ক্রীন কালো হবে তখন keyboard থেকে F8 চাপুন Windows advanced options menu-তে যাওয়ার জন্য।” কেন কোন্ কী-টা প্রেস করবো- অনেক টিউনেই তা উল্লেখ করা হয় না। সবাইকে এডভান্সড্ ইউজার মনে না করার জন্য, খুব সুন্দর করে বিষয়টি বুঝিয়ে দেয়ার জন্য এবং আরও বিস্তারিত জানার লিঙ্ক দেয়ার জন্য মোট ৩ বার ধন্যবাদ আপনাকে।

    Level 0

    @ রিপন ভাইজান
    আপনাকে ধন্যবাদ

ভাই আপনার টিপসটি আরও একটু সাজিয়ে লিখলে ভাল হত