আমরা কম বেশি সবাই compressed and encryption অপশনটি ব্যবহার করে থাকি বিভিন্ন কারণে।কিন্তু অনেকের কাছে হয়তো compressed and encryption ফাইল এর রং টা পছন্দ না।
আসুন দেখে নিই কিভাবে compressed and encryption ফাইল-এর রঙ পাল্টাবেন
প্রথমে আপনার My Computer-এ যান
এখন এখানে Tools menu থেকে Folder option-এ যান
একটি নতুন উইন্ডো আসবে এবং এইখান থেকে view tab-এ যান।
এখান থেকে ঠিক চিহ্ন তুলে দিন "show encrypted or compressed NTFS files in colour" এর উপর থেকে
Apply এবং Ok করে বের হয়ে আসুন। দেখুন encrypted or compressed ফাইল এর colour change হয়ে গেল।
আরও বিস্তারিত দেখুন এইখানে
আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।
শেয়ার করার জন্য ধন্যবাদ।