জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সে দ্রুত পছন্দের ওয়েব সাইট খোলার জন্য হটকী ব্যবহার করা যাবে। ফলে কোন সাইটের এড্রেস না লিখেই আপনি আপনার পছন্দের সাইটটি খুলতে পারবেন কয়েকটি কী চেপেই।
- এজন্য সাইট লাঞ্চার এ্যড-অন্সটি ইনষ্টল করতে হবে। https://addons.mozilla.org/en-US/firefox/addon/10127 সাইট থেকে এ্যড-অন্সটি ইনষ্টল করুন এবং ফায়ারফক্স রিস্টার্ট করুন তাহলে দেখবে Help মেনুর বামে Site Launcher নামে একটি মেনু এসেছে।
- এবার Site Launcher মেনু থেকে Manage Shortcuts এ ক্লিক করলে Site Launcher Management আসবে।
- এখানে অনেকগুলো ডিফল্ট শর্টকাট আছে। এর মধ্য থেকে আপনার জন্য অপ্রয়োজনীয় শর্টকাটগুলো মুছে ফেলুন।
- এখন নিচের Key তে হটকী (একটি ক্যারেক্টার) দিন (একই ক্যারেক্টার একাধিকবার ব্যবহার করা যাবে না), Title এ সাইটের নাম এবং URL এ সাইটের ঠিকানা লিখে Add Shortcut এ ক্লিক করে যুক্ত করুন এবং Ok করুন।
- আপনি চাইলে বাম পাশের Launcher Hotkey এবং Direct to Site Hotkey পরিবর্তন করতে পারেন।
- এছাড়াও কোন সাইট খোলা থাকা অবস্থায় Site Launcher মেনু থেকে Shortcut This Page ক্লিক করে Key তে হটকী (অক্ষর), Title এ সাইটের নাম লিখে যুক্ত করতে পারেন।
- এরপরে উক্ত সাইট খুলতে Launcher Hotkey এর শর্টকাট Ctrl + Space চাপলে লাঞ্চপ্যাড আসবে এখানে শর্টকাট কী চাপলেই নতুন ট্যাবে সাইটটি খুলবে।
আর সরাসরি হটকী (ডিফল্ট হিসাবে Alt+Shift+ KEY) চেপেও সাইটটি খুলতে পারেন। আপনি চাইলে Site Launcher Management এর Options থেকে লাঞ্চপ্যাডের রঙ পরিবর্তন করতে পারেন।
আচ্ছা, কারো জানা থাকলে বলুন Auto Surf সাইটগুলো কিভাবে কাজ করে এবং কিভাবে এ থেকে ভিজিটর পাওয়া যায়।