আমরা কম বেশি সবাই চাই যে, আমাদের important data গুলো পেন ড্রাইভ অথবা সিডি-তে সেভ থাকুক যাতে করে অন্যরা এদের অপব্যবহার না করে। আর এই জন্য আমারা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের সফটওয়্যার। কিন্তু আমি আজ যে সফটওয়্যার-এর সন্ধান দিচ্ছি তা হল এটি দিয়ে খুব সহজে আপনি PASSWORD PROTECTED PEN DRIVE/CD তৈরি করতে পারবেন। এবং এটির ব্যবহার খুব সহজ কিন্তু আপনাকে ৯৯.৯৯% কাজ দিবে আপনার important data গুলোকে Password protected করতে। আর দেরি না করে দেখিয়ে দিই কিভাবে ?
(বিঃদ্রঃ পেন ড্রাইভ অথবা সিডি থেকে প্রথমে SafeHouseExplorer.exe রান করিয়ে এরপর আপনার তৈরি করা "New Volume"টি SafeHouseExplorer.exe দিয়ে অপেন করতে হবে )
আরও বিস্তারিত দেখুন এইখানে
আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।
এগিয়ে জান