খুব সহজে তৈরি করুন PASSWORD PROTECTED PEN DRIVE/CD

আমরা কম বেশি সবাই চাই যে, আমাদের important data গুলো পেন ড্রাইভ অথবা সিডি-তে সেভ থাকুক যাতে করে অন্যরা এদের অপব্যবহার না করে। আর এই জন্য আমারা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের সফটওয়্যার। কিন্তু আমি আজ যে সফটওয়্যার-এর সন্ধান দিচ্ছি তা হল এটি দিয়ে খুব সহজে আপনি PASSWORD PROTECTED PEN DRIVE/CD তৈরি করতে পারবেন। এবং এটির ব্যবহার খুব সহজ কিন্তু আপনাকে ৯৯.৯৯% কাজ দিবে আপনার important data গুলোকে Password protected করতে। আর দেরি না করে দেখিয়ে দিই কিভাবে ?

  • প্রথমে এই সফটওয়্যারটি ডাউনলোড করুন ফ্রিতে। (3.49 MB)
  • ডাউনলোড শেষে এটিকে ইন্সটল করে ওপেন করুন। নিচের মত একটি ছবি আসবে
    emdadblog
  • এখন এইখান থেকে "New volume" -এ ক্লিক করুন এবং ধাপে ধাপে এগিয়ে এই Wizard টি শেষ করুনemdadblog
  • এখন Safehouse explorer থেকে আপনার তৈরি করা "New Volume" টি অপেন করুন। দেখবেন যে এখন আপনাকে PASSWORD দিতে বলবে।
  • এইতো গেল Volume তৈরি করার কাজ। এখন আপনাকে একে পেন ড্রাইভে অথবা সিডিতে নিতে হবে।
  • এই কাজটি করার জন্য আপনি Safehouse explore থেকে Tools >Copy file to memory stick অপশনে যান এবং "Copy programs file" সিলেক্ট করে আপনার HDD-এ সেভ করুন।
  • এখন আপনার সেভ করা Safehouse explore.exe এবং আগের তৈরি করা "New volume" সহ আপনার পেন ড্রাইভে কপি করে নিন অথবা সিডিতে Burn করে নিন।

(বিঃদ্রঃ পেন ড্রাইভ অথবা সিডি থেকে প্রথমে SafeHouseExplorer.exe রান করিয়ে এরপর আপনার তৈরি করা "New Volume"টি SafeHouseExplorer.exe দিয়ে অপেন করতে হবে )

আরও বিস্তারিত দেখুন এইখানে

Level 0

আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এগিয়ে জান

Level 0

আপনি রার সফট দিয়েই পাশওয়ার্ড দিতে পারেন ত এটার দরকার কি???

    Level 0

    @ Lucky FM ভাইজান
    আপনার প্রশ্নটি খুব ভাল হয়েছে। আপনার প্রশ্নের উত্তর হল ঃ
    এই সফট দিয়ে আপনি একটি virtual partition তৈরি করতে পারবেন পেন ড্রাইভ এর মধ্যে এবং এই virtual partition এর দ্বারা আপনি যা খুশি তা কপি পেষ্ট করতে পারবেন, মানে আমারা পেন ড্রাইভে যেভাবে ডাটা নিই সেভাবে। আর সবচেয়ে বড় কথা হল যে আপনি এই virtual partition যে সব ডাটা রাখেন না কেন, তা থাকবে Password protected.

    রার সফট দিয়ে তো পাশওয়ার্ড দেয়া যায় কিন্তু তা কি এই সফট এর মত কাজ করবে ?
    আপনি জানাবেন কিন্তু।

    ধন্যবাদ আপনাকে

    ব্লগ এবং কম্পিউটার শিক্ষা

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন কম্পিউটার সাহায্যে

Level 0

Eta ke physical partition (new volume) nake virtual partion.

আমার কাছে সফটওয়ারটা ভাল মনে হইছে,টিউনের জন্য আপনাকে ধন্যবাদ।
প্রশ্নঃ-এটা দিয়ে ফ্লাশ মেমোরিতে পাসওয়ার্ড দেয়ার পর ফ্লাশ মেমোরি ফরমেট করার সময় পাসওয়ার্ড দিতে হবে কিনা এবং ফ্লাশ মেমোরিটি অন্য যেই কোন পিসিতে লাগানোর সময় পাসওয়ার্ড দিতে হবে কিনা।

    Level 0

    @ আতাউর রহমান ভাইজান
    আপনাকে ধন্যবাদ, আপনার এই সুন্দর প্রশ্নের জন্য।
    আপনার প্রশ্নের উত্তর ঃ
    ভাইজান, আপনাকে কোন পাসওয়ার্ড দিতে হবে না, শুধুমাত্র আপনার এই সফট দিয়ে তৈরি করা “New volume” মানে virtual Partition ওপেন ছাড়া।
    মানে আপনি আপনার ফ্লাশ মেমোরিকে যাই করুন না কেন। যেমন ঃ ফরম্যাট করা, অন্য পিসিতে লাগানো এবং অন্যান্য কাজে।

    আরো জিজ্ঞাসা থাকলে জানাবেন কিন্তু।

    ব্লগ এবং কম্পিউটার শিক্ষা

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন কম্পিউটার সাহায্যে

সিডিতে তো এক বার এর বেশি যে কোন সপ্টওয়ার রাইট করলে সিডি পুল বাতায়। তাই সপ্টওয়ার টা কি রাইট করা প্রোগ্রামের সাথে রাইট করতে হবে? বা অন্য কোন সিস্টেম
থাকলে জানাবেন।

    Level 0

    @ আউয়াল
    দুঃখিত ভাইজান, আপনার প্রশ্নটি সঠিকভাবে বুঝতে পারিনি। তারপরও চেষ্টা করছি……
    আপনি সিডি অথবা ডিভিডিতে রাইট করার আগে, প্রথমে আপনার ফাইলগুলোকে “New Volume” এর মধ্যে নিয়ে নিন এবং Safehouseexplorer.exe ও আপনার তৈরি করা “New volume” ফাইল দুটি আপনার সিডি অথবা ডিভিডিতে রাইট করে নিন। এর জন্য আলাদা কোন সফট লাগবে না রাইট করার জন্য। আপনি Nero অথবা অন্য সফট দিয়ে ব্যবহার করতে পারেন।

    ব্লগ এবং কম্পিউটার শিক্ষা

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন কম্পিউটার সাহায্যে

pen drive এ পাস ওয়ার্ড দেয়ার সফটওয়ার কারো কাছে থাকলে আমাকে মেইল করতে পারেন।
[email protected]

Nice tune. Go ahed.

আপুনি কি বাংলা বুজেন না? উপরের টিউন টা কি নিয়ে লিখা।

Level 0

ভাল হয়েছে ধন্যবাদ।

খুব ভালো হইছে ।

সাংঘাতিক রকমের ভাল হয়েছে ।

    Level 0

    @গোকুলের ষাঁড়
    আপনাকে সাংঘাতিক রকমের ধন্যবাদ

সুন্দর টিউন। কাজে লাগবে। ধন্যবাদ emdad ভাই।

    Level 0

    @ আরিফ ভাইজান
    আপনাকে ধন্যবাদ

emdad bhai file ta dowanload karte geya dekhi ta ekta worad file. baparta ekto bojey balben ki?

Level 0

Vi Download Link Ta kekhe dele valo hoto .. Thank U…

Folder Delete Hoya Jai, Delete na howyar software den.