মাউস পয়েন্টার নাকের কাছে নিতে পারা অসম্ভব, নিতে পারলে ১০০ টাকা দিবো

আগেই বলে রাখি পোষ্টটি কোন উপকারী বলে কিছু না।  ‘‘যাষ্ট ফান” শিরোনামে যা দেখতেছেন তাই আবার বলতেছি।  একটি অসম্ভব ব্যাপার যে নিচে আমি একজন মানুষের একটা ছবি দেব,

আপনি হাজার চেষ্টা করেও ঐ মানুষটির নাকের কাছে আপনার মাউস পয়েন্টারটি নিতে পারবেন না।

যাক কথা বাড়াবোনা।  যটপট এই লিঙ্কে ক্লিক করুন।   নিচের মানুষটি দেখতে পাবেন. (লোডিং সময়টা একটু বেশি নিবে, নো টেনশন)

উপরে যে ভদ্র মানুষটি দেখতেছেন উনাকে নিয়েই আমাদের খেলা।  মানে এই ভদ্র লোকটার নাকের কাছেই আপনার মাউস পয়েন্টার নিতে হবে।  নিতে পারলে 100 টাকা পুরুস্কার।  পয়েন্টার নাকে লাগাতে পারলে আমাকে বলবেন।

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাই হাফেজ।

ভাল লাগলে অবশ্যই জানাবেন.

আমার ব্লগে ঘুরে আসতে পারেন.

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

What ?

Level 2

Ha Ha Ha…………………-

🙂 আমি বাজি ধরি নাই !! – http://tinypic.com/view.php?pic=24digdz&s=5

আপনি তাহলে বুঝতে পারছেন……….
আমিতো ভাবছিলাম কিরে বাবা পাঠকদের বুঝাতে পারলামনা তো!!!!!!!!!

আমি লোকটার নাকের উপর মাউস কার্সর নিতে পেরেছি । আমাকে ১০০ টাকা দেন। জাস্ট ছবিটার উপর রাইট ক্লিক করে loop unselect করলেই যে কেউ পারবে। ১০০ টাকা আমাকে না দিয়ে কোন গরীব বস্ত্রহীনকে শীতের কাপড় কিনে দিয়েন-খুশী হব।

ভাই আমি তো নিতে পেরেছি। তো কিভাবে আপনাকে দেখাবো। একটা স্ক্রিন শট নিয়েছি। ১০০ টাকা গিফ্‌ট করেন। হাহাহা। সত্যি আমি নিতে পেরেছি

ভাই সামনে নির্বাচনে দাড়াচ্ছি সবাইকে টাকা দেব আপনারাও বাদ যাবেন না আশা করি!!!!!!!!!!!!!
ওহ!! এখনতো আবার টাকা খরচ করতে হয়না। বিনা ভোটে এম’পি হয়ে গেলাম…..

মজা পেয়েছি। আগেই জানতাম। আজকে আবার একটু মজা করে নিলাম

Level 0

awesome

thanks to all,,,,,,

Level 0

চরম…

Level 0

ধন্যবাদ ভাই, বহুত মজা পাইছি ঃ)

Level 0

wow nice i like it. He is too good in action script programming. 😀 😛

Ami Kolpona Kore Anando Pelam,Dhonyobad.

Level 0

ha ha ha so funny

মজা পেয়েছি

ভাই ১০০% লাগাইছি।
সিস্টেমঃ রাইট বাটনে ক্লিক করে Setting এ ক্লিক করুন। তারপর বুঝুন ঠেলা…..
১০০ টাকা পাঠাইয়া দেন। আমার নাম্বারঃ ০১৫৫২৭৪৪০০১

আপনাদের সবার কমেন্টসগুলো সত্যি বৈচিত্র্যময়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

লে বাবা হালুয়া। ভাবলাম আমি একাই পারছি, এখন দেখি সবাই লাগাইছে 😀
টাকার ভাগ কমে গেল 😀
যাই হোক, ১০০ টাকা পাঠাইয়া দেন। রাইট কিক কইরা লাগাইছি।

রাইট ক্লিক করা যাবেনা।

Level 0

Maja pelam.
Thank you.

ভাই, আপনিও পারবেন,
প্রথমে মাউসের রাইট কি চেপে ধরেন, তারপর আপনি অনায়াসেই নাক স্পর্শ করতে পারবেন।
ভালো থাকবেন . . . . . .