আমরা সাধারণত কোন পছন্দের ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করার সময় সেই ছবির উপর " রাইট ক্লিক " করে " সেভ ইমেজ এস '' এ ক্লিক করে ডাউনলোড করে ফেলি । কিন্তু flickr.com থেকে ডাউনলোড এর সময় এই পদ্ধতি কাজ করে না । আমি আজকে আপনাদের সাথে একটি সহজ পদ্ধতি শেয়ার করব , যার দ্বারা আপনারা খুব সহজে ছবি ডাউনলোড করতে পারবেন ।
১ । প্রথমে সাধারণত আমরা যে পদ্ধতিতে ডাউনলোড করি , সে পদ্ধতি দিয়ে চেষ্টা করুন । দেখবেন কাজ হচ্ছে না ।
২। তারপর আপনি যে ছবি ডাউনলোড করতে চান সেই ছবিটি নতুব ট্যাবে নিন ।
৩। তারপর পেজের যেকোন জায়গায় রাইট ক্লিক করুন ।
৪ । তারপর ''view page info'' তে ক্লিক করুন ( মনে রাখবেন , ছবির উপর রাইট ক্লিক করলে ''view page info'' আসবে না । তাই ছবির ডান পাশের কালো অংশে ক্লিক করতে হবে , তাহলে আসবে । )
৫ ।তারপর নতুন একটি উইন্ডো আসবে । এই উইন্ডোর মধ্যে ''media'' নামে একটা ট্যাব থাকবে । সেখানে যান ।
৬। সেখানে গিয়ে যে ছবি আপনি ডাউনলোড করতে চান তা সিলেক্ট করুন । নিচে মিডিয়া প্রিভিউে ছবিটি দেখে নিশ্চিত হোন । তারপর '' save as '' ক্লিক করে ডাউনলোড করে ফেলুন ।
আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh