মিডিয়াফায়ারের ভিতরে সব ধরনের ফাইল সার্চ করার কিছু টিপস এন্ড ট্রিকস

মিডিয়াফায়ার হচ্ছে খুবই জনপ্রিয় একটি ফাইল হোস্টিং সার্ভিস যাতে আপনি আপনার প্রয়োজনীয় ফাইলগুলো আপলোড করতে পারবেন ।মিডিয়াফায়ারকে বলা হয রেপিডশেয়ারের সবচেয়ে বিশ্বস্ত বিকল্প ।মিডিয়াফায়ারের সবচেয়ে ভালো দিক হচ্ছে খুব সহজেই ডাউনলোড এবং আপলোড করা যায় সাথে রিজিউম সাপোর্টসহ।
মিডিয়াফায়ারে প্রতিদিন প্রায় ৪৯০ মিলিয়ন ফাইল আদান প্রদান হয়।বিশ্বের লাখো ইউজার প্রতিদিন আপলোড করছে তাদের প্রিয় ফাইলগুলো সুতরাং আশা করাই যায় সবধরনের ফাইল পাওয়া যাবে মিডিয়াফায়ারে আমি আমার নিজস্ব অভিজ্ঞতায় দেখেছি আধিকাংশ ফাইলই আছে মিডিয়াফায়ারে ।কিন্তু আপনি ইচ্ছা করলেই তাদের ফাইলগুলো খুজে পাবেন না কারন মিডিয়াফায়ারের নিজস্ব কোন সার্চ অপশন নাই

কিন্তু গুগল ব্যবহার করে আপনি মিডিয়াফায়ারের সার্ভারে সার্চ করতে পারেন ।কিভাবে?

  • প্রথমেই গুগলে যান তারপর লিখুন
    Site:Mediafire.com এবার ঠিক করুন আপনি কি সার্চ করতে চান।
    ধরুন আপনি Mp3 সার্চ করতে চান তাহলে লিখতে হবে Site:mediafire.com Mp3 তাহলেই মিডিয়াফায়ারের সংরক্ষিত সব Mp3 ফাইল চলে আসবে আপনার চোখের সামনে
  • মনে রাখবেন যখন Mp3 লিখবেন তখন শুধু mp3 ফাইলগুলো আসবে মানে mp3 এর বাইরে যে wav,wma,aac এই ফাইলগুলো আসবেনা ।সবগুলো ফাইলচাইলে লিখতে হবে Site:mediafire.com Mp3|wma|aac|wav| এইভাবে আপনি সবধরনের ফাইল যোগ করে সার্চ করতে পারবেন
  • এখন মনে করুন আপনি শুধু বাংলা গান সার্চ করতে চাচ্ছেন তাহলে লিখবেন Site:mediafire.com Mp3|wma|aac|wav “Bangla song”
    অর্থাৎ মুল ফরমেটটি হলো Site:mediafire.com Mp3|wma|aac|wav “এইখানে আর্টিস্ট বা এ্যালবামের নাম বা গানের টাইটেল লিখে দিন” ব্যাস হয়ে গেলো।
  • আপনি যদি ভিডিও সার্চ করতে চান তাহলে ফরমেটটি হবে site:mediafire.com asf|rm|avi|mp4|wmv|flv “type your artist, album or video name here/আর্টিস্ট বা এ্যালবামের নাম বা ভিডিওর নাম লিখুন ”
  • যদি জিপ ফাইল সার্চ করতে চান তাহলে লিখবেন site:mediafire.com rar|zip|exe “Search Query Here/কি বিষয়ে সার্চ করতে চান তা লিখুন” গানের পুরো এ্যালবাম একসাথে ডাউনলোড করতে বা সফটওয়্যার ডাউনলোড করতে এই সার্চ টিপসটি বেশি ব্যবহার করা হয়
  • এছাড়া আপনি সার্চের ফরম্যাটটি ঠিক রেখে নানা ভাবে সার্চ করে দেখতে পারেন ।

    আশা করি কাজে লাগবে এই টিপসগুলো।সবাই ভালো থাকবেন

    আমার নিজস্ব ব্লগে প্রকাশিত http://bloggermamun.co.cc/

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks $$$

ধারুন একটা তথ্য দিলেন সাবটাইটেল মামুন ভাই আপনাকে এই জন্য অসংখ্য ধন্যবাদ।

খুব ভালো টিউন মামুন।

    হে হে হে !!! সাম্য ভাই আপনি টেকটিউনস এ ?? এখন ত আপনাকে দেখায় যায় না 🙁 🙁

balo tune thankyou

Level 0

খুব প্রয়োজনিও একটা তথ্য জানলাম, ধন্যবাদ আপনাকে।

অতি প্রয়োজনীয় তথ্য। তবে মিডিয়াফায়ারে কি রিজিউম সাপোর্ট আসলেই আছে? আমি এ সাপোর্ট পাচ্ছি না কেন? কিভাবে পেতে পারি আশা করি পরামর্শ দেবেন।

    আপনি অরবিট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করতে পারেন।আমি অরবিট ব্যাহার করি,রিসিউম সার্পোট আমি পাই

    ইদানিং আমি IDM ইউস করেও মিডিয়াফায়ার দিয়ে রিজিউম সাপোর্ট পাচ্ছি না,অথচ আগে পেতাম। এই সমস্যা কি আপনাদের আর কারও ক্ষেত্রে হচ্ছে?

    আমি অরবিট আগেও ব্যবহার করতাম এখনও করি,আগেও রিসিউম সার্পোট পেতাম এখনও পাই।গতকালও ডাউনলোড করলাম মিডিয়াফায়ারে রিসিউম সার্পোট পেয়েছি।আইডিএম কথা বলতে পারছিনা,কারণ আমি আইডিএম খুব বেশী দিন ব্যবহার করি নাই।

    অক্ষর ও সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও ভাই, আপনারা ক্যাশ ক্লিয়ার করে নেন।
    তাহলেই রিজিউম পাবেন।

    সাম্য@
    কিসের ক্যাশ? ব্রাউজারের? নাকি অন্য কিছুর?

    সাম্য, ক্যাশ ক্লিয়ার না করলে কি কি অসুবিধা দেখা দেয়- এ নিয়ে একটি এলোমেলো টিউন ছেড়ে দিন।

    ক্যাস ক্লিয়ার করলে ও রিজিউম পাই না। এমনি আমি এখন মিডিয়া ফায়ার থেকে কোন কিছু ডাউনলোড ও করতে পারতেছি না।

Level 0

Thanks

Vai Apone jei tune ta koreay chen oi babey koto ta kaj koray ta ke apone janen????????????????
Na Janlay apone akhon-e dakhun………….
Ai bavey kono kaj-e koray na !!!!!!!!!!!

কৌশলগুলো খুবই ভাল !!!
(ধন্যবাদ মামুন ভাই)

যাক উপকার লাগবে। ধন্যবাদ চমতকার একটা টিউন শেয়ারের জন্য ! ! ! !

এককথায়, খুব সুন্দর একটি চমৎকার টিউন। অসংখ্য ধন্যবাদ এই টিপস এন্ড ট্রিকসটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

এই জিনিসটাই খুজছিলাম… লাকি এফএম কে বলেছিলাম… ধন্যবাদ

Level 0

মামুন ভাই এই টেকনিকটা জানতাম মনে করিয়ে দেয়ার জন্য আপনাকে অনেক ধ্যনবাদ


    Level 0

    মামুন ভাই আপনার টিউনের সাথে আরেকটু যোগ করলাম
    Mediafire.com এর যেকোন ফাইল খুজে বের করতে হলে প্রথমে আপনাকে
    http://mediafirebot.com এই সাইটে প্রবেশ করতে হবে । তারপর আপনি যে ফাইটি ডাউনলোড করতে চান search করুন।
    ধ্যনবাদ সবাইকে

ধন্যবাদ আপনাকে গুরুত্বপূন তথ্য উপস্থাপন করার জন্য ।

পূর্বে এ নিয়ে টিন হয়েছে । রিপোস্ট

টাইটেল ভাই কোথায় থাকেন ?

THNX For this G T (G=Great,T=Tune)()*)()()()()()()()()

http://www.rafsanchowdhury.blogspot.com

ViSiT NoW

Level 0

Thanks…….

Level 0

ভালো লাগলো । ধন্যবাদ ।