যেভাবে আপনার লেপটপ/ডেস্কটপ পিসির সিষ্টেম প্রপার্টিজ এ ব্রান্ড লগো বসাবেন।
যারা আগ্রহী তারা এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করে নিন। আমি সুন্দর ভাবে গুছিয়ে লিখতে পারলাম না। যদি কেউ এই টিউনটিকে সুন্দর করে গুছিয়ে নতুন পোষ্ট করতে চান বা অন্য কোথাও শেয়ার করতে চান তার অনুমোতি রইল। সূত্র দেওয়ার ও কোন দরকার নাই। কারন এই সফটওয়ারটির নির্মাতা আমি নই।
প্রথমে ফাইলটি ডাউনলোড করে আনজিপ করে নিন। Loader.exe ফাইলটি রান করুন। তাহলে নিচের ছবির মত দেখা যাবে
এখানে ৪৯টি অ-খ্যাত, কু-খ্যাত ও সুখ্যাত ব্রান্ডের লগো আছে। আপনি আপনার পছন্দ বা আপনার পিসির ব্রান্ড অনুযায়ী লগোতে ক্লিক করুন তাহলে নিচের ছবির মত আসবে।
OK তে ক্লিক করুন। এখন আপনার কাজ শেষ।
এবার আপনার পিসির সিষ্টেম প্রপার্টিস ওপেন করুন আর দেখুন সফটওয়ারটির যাদু 😀 ।
এই লোডারটি দিয়ে উইন্ডোস 7 ও এক্টিভেট করা যায় তবে এটা আমার পছন্দ না। ফেসবুকের জানালা ৮ গ্রুপের দেখানো পদ্ধতিতে যেহেতু প্রকৃত জেনুইন করা যায় তাহলে শুধু শুধু ফেক এক্টিভেশনের দরকার কি????????????? 😆
আমি মাসুদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 230 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
XP তে হবে?