যেভাবে আপনার লেপটপ/ডেস্কটপের সিষ্টেম প্রপার্টিজ এ ব্রান্ড লগো বসাবেন।

যেভাবে আপনার লেপটপ/ডেস্কটপ পিসির  সিষ্টেম প্রপার্টিজ এ ব্রান্ড লগো বসাবেন।

বাংলাদেশের প্রেক্ষাপটে খুব কমই লেপটপ বা ডেস্কটপ পিসি আসে অরিজিনাল অপারেটিং সিস্টেম সহ। শুধু মাত্র বড় বড় কিছু কর্পোরেট অফিস আছে যারা ব্রান্ড পিসি ব্যবহার করে। জেনুইন অপারেটিং সিস্টেম সহ ব্রান্ড পিসি ব্যবহার করলে মাই কম্পিউটারের সিষ্টেম প্রপার্টিজ এ গেলে ঐ ব্রান্ড কোম্পানির লগো প্রদর্শণ করে।
যা নিচের ছবির মত দেখা যায়।
ফেসবুক এর জানালা ৮ গ্রুপের মাধ্যমে বা KMS বা টোকেন সিস্টেম এর সাহয্যে অনেকেই তাদের জানালা এবং কার্যালয় জেনুইন করেছেন। তবে কেন নয় আর একটু বেশি? এখন আপনিও আপনার পিসিকে দিতে পারেন ফেক্টরী কর্তৃক সেটিংকৃত সিষ্টেম প্রপার্টিজ এর মত লুক।

যারা আগ্রহী তারা এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করে নিন। আমি সুন্দর ভাবে গুছিয়ে লিখতে পারলাম না। যদি কেউ এই টিউনটিকে সুন্দর করে গুছিয়ে নতুন পোষ্ট করতে চান বা অন্য কোথাও শেয়ার করতে চান তার অনুমোতি রইল। সূত্র দেওয়ার ও কোন দরকার নাই। কারন এই সফটওয়ারটির নির্মাতা আমি নই।

প্রথমে ফাইলটি ডাউনলোড করে আনজিপ করে নিন। Loader.exe ফাইলটি রান করুন। তাহলে নিচের ছবির মত দেখা যাবে

এখানে ৪৯টি অ-খ্যাত, কু-খ্যাত ও সুখ্যাত ব্রান্ডের লগো আছে। আপনি আপনার পছন্দ বা আপনার পিসির ব্রান্ড অনুযায়ী লগোতে ক্লিক করুন তাহলে নিচের ছবির মত আসবে।

OK তে ক্লিক করুন। এখন আপনার কাজ শেষ।

এবার আপনার পিসির সিষ্টেম প্রপার্টিস ওপেন করুন আর দেখুন সফটওয়ারটির যাদু 😀 ।

এই লোডারটি দিয়ে উইন্ডোস 7 ও এক্টিভেট করা যায় তবে এটা আমার পছন্দ না। ফেসবুকের জানালা ৮ গ্রুপের দেখানো পদ্ধতিতে যেহেতু প্রকৃত জেনুইন করা যায় তাহলে শুধু শুধু ফেক এক্টিভেশনের দরকার কি????????????? 😆

Level 0

আমি মাসুদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 230 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    @ফ্রীওয়্যার পাগলা: XP নাই, তাই বলতে পারবোনা, 7/8 এ হয়।

    @ফ্রীওয়্যার পাগলা: reply না হয়ে comment এ চলে গেছে। তাই আবার দিলাম।
    XP এর জন্য কোন সফটওয়্যার লাগবে না। যেকোন image কেই করতে পারবেন OEM logo.
    যেই image টি কে OEM Logo বানাতে চান সেটিকে 120×120 pixel এ .BMP ফরম্যাট এ সেভ করুন। তারপর copy করে দিন C:/Windows/System32 ফোল্ডার এ।
    Replace চাইলে replace করে দিন। একটা Restart দিন।
    PC propertise এ পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত OEM logo.

Level New

দারুন লাগল :mrgreen:
W7 এ দিলাম ASUS এর logo আর W8 এ দিলাম SONY এর logo
চালিয়ে যান রহমান ভাই 🙄 💡 ➡ :mrgreen:

Level New

😆 🙂 😀 🙁 😮 😯 😕 😎 😡 😛
😐 😉 😆 😳 😥 👿 😈 🙄
❗ ❓ 💡 ➡ :mrgreen:

Level New

😆 🙂 😀 🙁 😮 😯 😕 😎 😡 😛
😐 😉 😆 😳 😥 👿 😈 🙄
❗ ❓ 💡 ➡ :mrgreen:
;( :+:

XP এর জন্য কোন সফটওয়্যার লাগবে না। যেকোন image কেই করতে পারবেন OEM logo.
যেই image টি কে OEM Logo বানাতে চান সেটিকে 120×120 pixel এ .BMP ফরম্যাট এ সেভ করুন। তারপর copy করে দিন C:/Windows/System32 ফোল্ডার এ।
Replace চাইলে replace করে দিন। একটা Restart দিন।
PC propertise এ পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত OEM logo.

    @Shihab Khan: মবস আপনার পদ্বতিটি কী সব অপারেটিং সিস্টেম এ কাজ করবে।

      @মাহমুদ কলি।: না। এই পদ্ধতি শুধু XP এর জন্য।

স্কাইড্রাইভ সহজে ডাওনলোড করতে পারছি না। অন্য কোন সাইঠে আপলোড কনর দিন।

Level 2

oneeeeeeek dhonnodad vie 🙂