আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
আমি ভেবেছি অনেক নতুন ভাইয়েরা আছে যারা নতুন পিসি কিনেছে এবং নতুন ইন্টারনেট ব্যবহার করা শুরু করেছে তাই তারা অনেক কিছুই যানে না, আমরা যা যনি তারা এথেকে অনেক পিছিয়ে আছে তাই তাদেরও আমাদের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার এই উদ্দেগ্য, তাই আমি বাংলা টিউটোরিয়াল ধারাবাহিক ভাবে সবার সাথে শেয়ার করতে চাই এক এক পর্বে একএকটা কাজ নিয়ে আলোচনা হবে। তাহলে আজ পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করি।
আজ আপনাদের সাথে শেয়ার করাব কিভাবে মাউস এর cursor আইকন পরিবর্তন করবেন? প্রথমে আপনি Start>Control Panel>Mouse> এখানে ডাবলক্লিক করুন তাহলে নিচের মত আসবে সেখানে লাল দাগ দেয়া Pointers এরপরে নিচে Browse এ ক্লিক করুন
পিক্সার ০১।
এখানে ক্লিক করার সাথে সাথেই নিচের মত একটি ডায়লকবক্স আসবে সেখানে আপনার অটোমেটিক উইন্ডোস এর সাথে কিছু আইকন দেয়া আছে তা শো করবে সেখান থেকে আপনার মনের মত পছন্দ করে সিলেক্ট করুন এবং শেষে ওপেন এ ক্লিক করুন।
পিক্সার ০২।
এবার Apply এবং ok দিয়ে বেরিয়ে আসুন। দেখুন আপনার Cursor icon পরিবর্তন হয়ে গেছে। এছাড়া আপনি মনের মত আইকন ইন্টারনেট থেকে ডাউনলোডও করে ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে কিছু আছে, আমি সময় করে আপলোড করে, এই সাইটে নতুন করে পোষ্ট করে আপনাদের সাথে শেয়ার করব।
পূর্বে প্রকাশিত এখানে
তাহলে আজ এই পর্যন্তই আলোচনা রাখলাম, আবার পরবর্তি পোষ্ট নিয়ে খুব তারাতারিই আপনাদের মাঝে হাজির হব, ততক্ষন আমাদের থাকুন।
আগামি পর্বে থাকছে (যে কোন প্রোগ্রাম ইন্সটল করার পদ্ধতি)
ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আমাদের ফেসবুক গ্রুপ: পিসি হেল্প সেন্টার
সময় পেলে একটি লাইক দিন: (পিসি হেল্প সেন্টার)
আমি মোঃ আবুল বাশার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice tune… !