যারা নতুন KM Player এর Advertisement system নিয়ে বেশ ঝামেলায় আছেন কিন্তু এটা বন্ধ করার কোন উপায় খুজে পাচ্ছেনা না তাদের জন্যই আজকে লিখতে বসলাম ।
KM player এর নতুন ভার্সনে অনলাইনে থাকা অবস্থায় অডিও/ভিডিও দেখলে সাইডে প্রায় অনেকখানি স্ক্রিন জুড়ে একটা এডভার্টাইজমেন্ট দেখায় যা একাধারে বিরক্তিকর এবং বেশ খানিকটা জায়গা এবং ডাটা ইউজ করে ।
এটা ব্লক করে দেওয়ার বেশ কয়েকটা পদ্ধতি আছে । KMP server ব্লক করে দিলে আর লোড হয়না, অথবা KMP media এর লিংক রেস্ট্রিকটেড করে দিলেও পেজ লোড হয়না । কিন্তু এর সবটাতেই KM player এর স্ক্রিন এর কিছুটা অংশ দখল করে নেয় যেটা বিরক্তিকর ।
আজকে এর কোন পদ্ধতিই আমি আলোচনা করবোনা । কারন দুটাই বেশ কঠিন আর এডভান্স লেভেল এর ইউজারদের জন্য ।
সহজ উপায় হলো এটাকে পুরাপুরি ভ্যানিশ করে দেওয়া ।
★এর জন্য আপানার কম্পিউটার এর C ড্রাইভের ‘rogram Files’ ফোল্ডার থেকে ‘The KMPlayer’ নামের ফোল্ডার টি খুজে বের করুন ।
★এর মধ্যে দেখুন ‘Logo’ নামের আরেকটি ফোল্ডার আছে যার মধ্যে কিছুই নাই ।
★কি এখনো খুজে পাননি ? তাহলে আপনার কম্পিউটার এর এড্রেসবারে লিখুন C:\Program Files\The KMPlayer\Logo লিখুন এবং Enter কি প্রেস করুন ।
-এখন বাকি কাজটা একদমই পানি পানি ।
★আপনার রাইট ক্লিক মেনু থেকে New/Text Document এ ক্লিক করে নতুন একটা ফাইল তৈরী করুন ।
★ফাইল টার চৌদ্দ গুষ্টির নাম পরিবর্তন করে নতুন নামকরন করুন index.htm
তারপরর………? তার আর পর নেই নেই কোন ঝামেলা ♫ ♫ ♫ ♫ . . .
আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
A stupid learner
tnx অনেক যন্ত্রনায় ছিলাম