বিসমিল্লাহির রাহমানির রাহিম ।
আশাকরি সকলে ভাল আছেন । আবারও একটি ব্যতিক্রম টিউন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম । আমরা আমাদের ছবিকে সৌন্দর্য বৃদ্ধির জন্য পিসিতে বিভিন্ন সফটওয়ার ব্যবহার করে থাকি । কিন্তু আজ আমি আপনাদের ২০টি ওয়ব সাইটের সাথে পরিচয় করিয়ে দেব যেখানে আপনি ছবিকে যেকোন রুপদান করতে পারবেন চোখের পলকে, যা আপনাকে কোন সফটওয়ারের মাধ্যমে করতে হলে হয়ত ৩০-৪০ মিনেট সময় ব্যয় করতে হত । এসব সাইট থেকে ছবির কাজ করার পর তা ডাউনলোড করা করা পর্যন্ত মোট ২-৩ মিনিট সময় লাগে । আমার কিছু ছবির নমুনা দিলাম ।
******************************************************************http://photofunia.com/
http://www.condenet.com/promo/xerox/
http://www.instyle.com/instyle/makeover/
http://www.montagraph.com/Views/Main.aspx
http://www.myheritage.com/face-recognition
http://www.frontpageyou.co.uk/
http://www.fakemagazinecover.com/
**********************************************************************
এসব সাইটে ঢোকার পর বিভিন্ন স্যাম্পল দেয়া আছে, আপনার যেটা পছন্দ হয় সেইটায় ক্লিক করে আপনার ছবি আপলোড করে ডাউনলোড দিবেন ।
টিউনটি কেমন হল জানাবে ।
***************বাপ্পী পটুয়াখালী **************
আমি বাপ্পী পটুয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র,নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায়,পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র
হা হা হা হা
আমি যখন এটা নিয়ে টিউন লিখেছি তখন আপনিও লিখতেছিলেন। 😛 😛
তবে পাবলিশ আমি আগে করেছি। 😉 😉