১। আপনার মনিটরের দৃশ্যত অংশের স্ক্রীন ক্যাপচার করুন খুন সহজেই।অনেকেই হয়ত এটা জানেন,কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি এই সহজ টিউন টি।আপনি শুধু KeyBoard এর Ctrl চেপে Print Screen Sys বাটনটি চাপুন।(Ctrl+Print Screen Sys Ra)।এরপর মাইক্রসফট Paint এ গিয়ে শুধু Paste করুন।ব্যাস হয়ে গেল স্ক্রীন ক্যাপচার।এর পর শুধু Save করুন।স্ক্রীন এর যে কোন দৃশ্যত অংশ এভাবে স্ক্রীন ক্যাপচার করতে পারবেন।
২।আনেকগুরলো ফাইল বা ফোল্ডার সিরিয়ালি Rename করুন খুব সহজে। যে সকল ফাইল বা ফোল্ডার সিরিয়ালি Rename করবেন সব গুলোকে প্রথমে সিলেক্ট করুন।এরপর শুধু F2 key চেপে আপনার পছন্দ মত ফোল্ডার নাম লিখুন এরপর Enter চাপুন।দেখুন আপনার সব ফাইল বা ফোল্ডার Rename হয়ে গেছে।এটা শূধূ win xp user দের জন্য।
আবার ো বলছি যে এটা হয়ত অনেকেই জানেন।পুরানো পোস্ট হয়ে থাকলে দুখিত।
আমি শাহীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
(Ctrl+Print Screen Sys Ra) চাপা লাগবেনা শুধু মাত্র Print Screen Sys Ra চাপলে ই হবে।
দ্বিয় টি সুন্দর হয়েছে
আপনাকে ধন্যবাদ