মজার টিপস। (মাই কম্পিউটার এর প্রোপারটিজ অপশন ডিসেবল)

প্রিয় টেকটিউন এর টিউনার এবং ভিজিটর ভাইরা কেমন আছেন। আশা করি ভাল আছেন। অনেক দিন পর আজ আবার টিউন করতে বসলাম।  সেই এই ধরনের টিউন। gpedit.msc এর বিভিন্ন কলা কৌশল।

আজ আপনাদের বলব কিভাবে মাই কম্পিউটারের প্রোপারটিজ অপশন ডিসেবল করা যায়। এ জন্য আপনাদের নিচের ধাপগুলি অনুসরন করতে হবে।

ক। প্রথামে Run এ গিয়ে gpedit.msc লিখে এন্টার চাপ দিই।

খ। এরপর Local Group Policy Editor নামক একটি পেজ আসবে।

গ। সেখান থেকে User Configuration>Administrator Templates>Desktop এ ক্লিক করতে হবে।

ঘ। এরপর ডান পাশে অনেক গুলো অপশন হতে Remove Properties from the Computer Icon context Menu এখানে ক্লিক করে রাইট ক্লিক করতে হবে।

ঙ। সেখান হতে Enable এ ক্লিক করতে হবে।

চ। এবং সর্ব শেষে OK তে ক্লিক করতে হবে।

উক্ত কাজটি সম্পূর্ণ করার পর আপনাকে কম্পিউটারটি রিষ্টার্ট দিয়ে তার ফলাফল দেখার প্রয়োজন হতে পারে। অনেক সময় রিষ্টার্ট এর দরকার আছে আবার অনেক সময় রিস্টার্ট না দিয়েও আপনি তার ফলাফল দেখতে পারেন।

এবার দেখুন মাই কম্পিউটার এ রাইট ক্লিক করে Properties  কাজ করছে কি না।আশা করি আপনাদের সবারই ভালো লাগলো।

বি: দ্র: দু:খিত কারন আমি স্ক্রিন শট দিতে পারছি না। খুব দ্রুত টিউন গুলো করতে হচ্ছে।

Level 0

আমি Shoptorshy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 163 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল বাসি নতুন নতুন তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে ও সবার সাথে শেয়ার করতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালো হচ্ছে

আপনি সিরিজ হিসেবে টাইটেল দিতে পারেন

ধন্যবাদ ….

🙂 🙂
হুম দারুন !

Level New

আমার কাছে এধরণের টিপস ভাল লাগে ধন্যবাদ ভাই।

অনেক সুন্দর টিপস!!!!

হুম ভালো।

তাড়াহুড়ো করে কাজ করা মোটেও ভাল না, স্ক্রিন শট দেওয়া উচিত ছিল। তবে ভালো হয়েছে।

Level 0

cannot creat a new account dekhay ???