আপনার বন্ধুর কম্পিউটার কন্ট্রোল করুন আপনার মোবাইল দিয়ে

আসসালামু আলাইকুম।

অনেকের কাছে মনে হবে সপ্ন আবার অনেকে ভাববেন এটা অসম্ভব। কিন্তু সব অসম্ভবকে সম্ভব করতে পারে বাংলাদেশীরা। আজ এমনই এক সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করব।

==========================
Antirox Remote PC
==========================
যার ম্যাধ্যমে আপনি আপনার বা আপনার বন্ধুর কম্পিউটার কন্ট্রোল করতে পারবেন পৃথিবীর যেকোনো জায়গায় বসেই।
ধাপে ধাপে নিছে উল্লেখ করছি:
১. প্রথমে সফটওয়্যারটি   ডাঊনলোড  করুন http://www.antirox.com এ গিয়ে।
২. ইনস্টল করুণ আপনার বা আপনার বন্ধুর কম্পিউটারে।
৩. এরপর ডেস্কটপে  Antirox Remote PC  এর আইকন  দেখতে পাবেন। ওপেন করুন।
৪. "Create New" ক্লিক করে নতুন অ্যাকাউন্ট নিবন্ধন করুণ।
৫. এবার লগিন করে ফেলুন।
৬. লগিন হয়ে গেলে "Set your media folder to control them" ক্লিক করুন।
৭. একটি ফোল্ডার dialouge বক্স ওপেন হবে। এখন এমন একটি ফোল্ডার সিলেক্ট করুণ যেটায় আপনি Audio/Video ফাইল রাখেন। আপনি পুরো একটি ড্রাইভ ও সিলেক্ট করতে পারেন। Antirox Remote PC নিজেই আপনার Audio/Video ফাইল খুঁজে নিবে।
৮. ফাইল খুঁজে নেয়া হয়ে গেলে "Next" এ ক্লিক করে আপনার ফাইল লিস্ট সার্ভার এ যোগ করুন। এতে ৫ থেকে ৬ second সময় লাগবে।
৯. আপনার কাজ শেষ হয়ে গেল। পরবর্তীতে এটি আর করতে হবে না। এবার আপনি "Home" Tab এ গিয়ে "Start on windows startup" ও "Hide to task manager on startup" বক্স গুলো Checked করুণ।
১০. "Hide Antirox" এ ক্লিক করে সফটওয়্যার Hide করে দিন। এবার http://www.antirox.com, আর মোবাইল হলে m.antirox.com এ যান। গিয়ে লগিন করুণ।
পেয়ে যাবেন controler।

পরবর্তীতে আর এত ভেজাল করা লাগবেনা। "Antirox Remote PC" নিজেই চালু হয়ে যাবে যখনি ইন্টারনেট Connection পাবে।

এটি টেকটিউনস কমিউনিটিতে আমার প্রথম লেখা। আশা করি প্রথমেই সকলকে তাক লাগিয়ে দিবো।
ধন্যবাদ।

Level 0

আমি ফেরদৌসুর রহমান সজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আল্লাহর দেয়া দুইটি চক্ষুর সামনে মানুষের বানানো দুইটি চক্ষু বসিয়ে চৌচক্ষু সহযোগে এদিক ওদিক সবদিক টহল দেই। অপরের কাছে নিজের সুনাম না রটাইলেও দুর্নাম রটাইনা, তবে মানুষটা আমি বড়ই আজব। অবস্থা বুঝে ব্যাবস্থা নিতে অনেক সময় লই। এজন্য অনেক মহাপুরুষ আমাকে অলস বলিয়া সম্মান করিয়া থাকেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস