“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
সকলকে আমার আজকের টিউনিং পেজে স্বাগতম। আশা করি আপনারা ভাল আছেন। আজ আমি আপনাদের দারুন একটি ট্রিকস শিখাবো। এটির মাধ্যমে আপনি My Computer এর রাইট ক্লিকে যে কোন নাম এবং আপনার পছন্দ মতন প্রোগাম বা এপ্লিকেশন যোগ করতে পারবেন, বলতে পারেন এক ধরনের সর্ট-কার্ট ওয়ে….
১। প্রথমে নিচের কোডটি পেষ্ট করুন এবং .reg নামে এটিকে সেভ করুন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_CLASSES_ROOT\CLSID\{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}\shell\Registry Editor]
@="Your Name Or Name of the Application"
[HKEY_CLASSES_ROOT\CLSID\{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}\shell\Registry Editor\command]
@="Location Of The Application"
২। এবার রাইট ক্লিক > Edit এবং "Your Name Or Name of the Application" জায়গাটিতে আপনার নাম লিখুন।
[HKEY_CLASSES_ROOT\CLSID\{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}\shell\Registry Editor]
@="Microhacker_almas"
যদি আপনি এতে কোন এপ্লিকেশন যোগ করতে চান সেক্ষেত্রে আপনাকে এপ্লিকেশনটির লোকালেশন দেখিয়ে দিতে হবে।
"Location Of The Application" এর এখানে C:\Program Files\Yahoo!\Messenger\messenger.exe টি দেখিয়ে দিন।
এখন save করুন এবং এটি open করে yes > ok করুন আর দেখুন চমৎ…………
আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না কারন কমেন্টই একজন টিউনারের প্রান।
সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের
--- মাইক্রোহ্যাকার আলমাস।
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
সুন্দর একটা টিপস দিলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।