এবার প্রাইভেট ব্রাউজ করুন মজিলাতে গোপনীয়তা রক্ষা করে!

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। মন মেজাজ খারাপ থাকার কারনে বেশ কিছুদিন পর টিউন করতে বসলাম। যাই হোক এবার কাজের কথায় আসি।

আমরা যারা ব্রাউজ করি তাদের জন্য বলছি, আপনারা কি জানেন ব্রাউজ করার পরে আপনার এমন কিছু জিনিষ থেকে যাচ্ছে যা থেকে আপনার গোপনীয়তা নষ্ট হচ্ছে? এর থেকে আপনার অনেক কিছুই ট্রেস করা সম্ভব। আপনি ব্রাউজ করার পর browsing history, cookies এবং data সেভ হয়ে থাকছে যা আপনার নিরাপত্তার জন্য ক্ষতিকারক হতে পারে। আর এসব থেকে মুক্তি দিতে আছে মজিলা। যারা মজিলা ব্যবহার করেন তারা এ সুবিধাটা ভোগ করতে পারবেন। আপনি মজিলার Private Browsing mode এনাবল করে দিয়ে যদি ব্রাউজিং করেন তখন আপনাকে ট্রেস করার মত কোন কিছুই থাকবে না কারন পিছনের সব ডেটা মুছে যাবে।

যেভাবে করবেনঃ

প্রথমে মজিলার সর্বশেষ ভার্শন Firefox 3.6.3 ইন্সটল করে নিন। না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন।

  1. Tools menu ওপেন করুন।
  2. Start Private Browsing এ ক্লিক করুন। অথবা Shift + Control + P চাপুন।
  3. এরপর কনফার্ম করুন।

ব্যস হয়ে গেল। এখন যত খুশী ব্রাউজ করুন কিছুই কেউ খুজে পাবে না।

আর এটা বন্ধ করতে একইভাবে Tools menu>End Private Browsing।

আশা করি সবার কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল টিপস তবে সাথে স্ক্রিনশট দিলে আরো ভাল হইত মনে হয়,ধন্যবাদ আপনাকে।

Level 0

হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য…, আর আতাউর রহমান ভাইয়ে সাথে একমত হতে পারলাম না কারন এখানে স্টেপ বাই স্টেপ লেখা আছে, তার পরে ছবি চান কেন ????????

    আপনাকেও ধন্যবাদ।

    Level 0

    balobashe(বালবাশি) ভাই
    আপনাকে বলছি

    এখানে সবাই কিছু না কিছু শিখতে আসছে
    মানলাম আপনি সব ! জানেন,
    আর যারা আমারা একেবারেই জানিনা এটা কি তারা জিজ্ঞাসা করতেই পারি (আমিত জানিনা কম্পিউটার কি…এটা কি খায় না মাথায় দেয়)

    ত আমি ত জিজ্ঞাসা করতেই পারি …

    ভাই এখানে সব ধরনের ব্যবহারকারিরা আসেন
    যারা জানি তারা অন্যদের কোথায় উতসাহ দিব না, উলটা …………

    আমারা বাংলাদেশিরা এই জন্যই উন্নতি করতে পারি না, এবং সারা বিশ্ব থেকে এত পিছিয়ে আছি

    আসেন একসাথে কাধে কাধ মিলিয়ে কাজ করি

এবার প্রাইভেট ব্রাউজ করুন মজিলাতে গোপনীয়তা রক্ষা করে!……………………………আশা করি সবার কাজে লাগবে। -টিউন করেছেন : হাসান যোবায়ের (আল-ফাতাহ্)
কাজে লাগবে মানে…………….আমার ১০০% কাজে লেগেছে……….হাসান ভাই আপনার ১ কেজি ধইন্যা!!

কাজে লাগবে ধন্যবাদ

বাসায় পিসি ধরার মত কেও নেই, আর যারা আছে তাদের কপি পেস্ট শিখাতে শিখাতে আমি ক্লান্ত হয়ে যাই। কি আর বলব, তবুও আমার কাজে লাগবে এই ডাইরী লেখার সাইটে ভিজিট করার সময়।

হাসান ভাই ধন্যবাদ নতুন ট্রিকস দেয়ার জন্য।

Level 0

সত্যই খুব দারুন, ধন্যবাদ।

khob valo tips kaja lagba

সুন্দর ট্রিকস এর জন্য যোবায়ের ভাই কে ৫০ গ্রাম ধ্যাইনা বাদ 😉

অসাধারণ বরাবরের মত ।

tnx but
পুরাতন ……
পিসি স্লও এর সমাধান দাও।