কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। মন মেজাজ খারাপ থাকার কারনে বেশ কিছুদিন পর টিউন করতে বসলাম। যাই হোক এবার কাজের কথায় আসি।
আমরা যারা ব্রাউজ করি তাদের জন্য বলছি, আপনারা কি জানেন ব্রাউজ করার পরে আপনার এমন কিছু জিনিষ থেকে যাচ্ছে যা থেকে আপনার গোপনীয়তা নষ্ট হচ্ছে? এর থেকে আপনার অনেক কিছুই ট্রেস করা সম্ভব। আপনি ব্রাউজ করার পর browsing history, cookies এবং data সেভ হয়ে থাকছে যা আপনার নিরাপত্তার জন্য ক্ষতিকারক হতে পারে। আর এসব থেকে মুক্তি দিতে আছে মজিলা। যারা মজিলা ব্যবহার করেন তারা এ সুবিধাটা ভোগ করতে পারবেন। আপনি মজিলার Private Browsing mode এনাবল করে দিয়ে যদি ব্রাউজিং করেন তখন আপনাকে ট্রেস করার মত কোন কিছুই থাকবে না কারন পিছনের সব ডেটা মুছে যাবে।
প্রথমে মজিলার সর্বশেষ ভার্শন Firefox 3.6.3 ইন্সটল করে নিন। না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন।
ব্যস হয়ে গেল। এখন যত খুশী ব্রাউজ করুন কিছুই কেউ খুজে পাবে না।
আর এটা বন্ধ করতে একইভাবে Tools menu>End Private Browsing।
আশা করি সবার কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
ভাল টিপস তবে সাথে স্ক্রিনশট দিলে আরো ভাল হইত মনে হয়,ধন্যবাদ আপনাকে।